Tag: জাতীয় মৎস্য সপ্তাহ

  • নোবিপ্রবিতে মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপিত

    নোবিপ্রবিতে মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপিত

    নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন করা হয়েছে।

    এ উপলক্ষে নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের উপস্থিতিতে আজ বৃহস্পতিবার সকালে (২৩ জুলাই ২০২০) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে র‍্যালি বের করা হয়।

    ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখি সমৃৃদ্ধ দেশ গড়ি ’ স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্ঠিত র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নোবিপ্রবি নীল দীঘিতে গিয়ে শেষ হয়। পরে নীল দীঘিতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

    এসময় আরও উপস্থিত ছিলেন- ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ-আল মামুনসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

    ২৪ ঘণ্টা/এম আর/অনামিকা

  • মিরসরাইতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালিত; ১০ কেজি পোনামাছ অবমুক্ত

    মিরসরাইতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালিত; ১০ কেজি পোনামাছ অবমুক্ত

    আশরাফ উদ্দিন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা কালিন সীমাবদ্ধতার কারনে মিরসরাইয়ে সীমিত আকারে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালনের উদ্যোগ গ্রাহন করা হয়েছে। অন্যান্য বছরের মতো তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও জাতীয় এই মৎস্য সপ্তাহ উপলক্ষে ১০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা সহয় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

    গতকাল মঙ্গলবার (২১ জুলাই) প্রচার প্রচারণার মাধ্যমে শুরু হয় মৎস্য সপ্তাহ। আজ বুধবার (২২) জুলাই দুপুরে উপজেলা পরিষদ পুকুরে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কার্যালয়, মিরসরাই এর উদ্যোগে এই ১০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

    পোনা মাছ অবমুক্ত কালিন সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ।

    সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, চলতি বছর করোনা প্রকোপের কারণে সারাদেশের মতো মিরসরাইতেও উদ্ধোধনী অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা সভা ইত্যাদি ছাড়াই বেশ সীমিত পরিসরে মাছ উৎপাদন করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ২১ থেক ২৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপিত হচ্ছে।

    মিরসরাইতে গত ২১ জুলাই থেকে প্রচারণামূলক কর্মসূচীর মাধ্যমে শুরু হয় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০। প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে অভিযান, মৎস্য চাষিদেও পরামর্শ সেবা ও মৎস্য অবমুক্ত সহ বেশ কয়েকটি কর্মসূচীর সীমিত পরিসরে মৎস্য সপ্তাহ পালন করবে মিরসরাই সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়।

    ২৪ ঘণ্টা/এম আর

  • জাতীয় মৎস্য সপ্তাহ: রাউজান পিংক সিটি লেকে ২৫ কেজি পোনা অবমুক্ত

    জাতীয় মৎস্য সপ্তাহ: রাউজান পিংক সিটি লেকে ২৫ কেজি পোনা অবমুক্ত

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের কর্মসূচির অংশ হিসাবে উপজেলার পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত রাউজান পিংক সিটি-১ এর সম্মুখস্থ লেকে ২৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

    পোনা অবমুক্ত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

    রাউজান উপজেলা সি.মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকরের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোরশেদ, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা সিস.মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মাঠ কর্মকর্তা রুবেল কান্তি দে, সমাজ সেবক আজিজুল হক কোম্পানী, শোয়েব এ খান প্রমুখ।

    রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী লেকে অবমুক্ত করার জন্য পোনাগুলো সরবরাহ করেন। পোনা অবমুক্ত শেষে অতিথিগণ পিংক সিটির লেক পরিদর্শন করেন।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম