Tag: জাবেদ পাটোয়ারী

  • পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে:আইজিপি

    পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে:আইজিপি

    বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মুহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সব সময়ই অভিযান চলমান রয়েছে।

    তিনি বলেন, ‘অভিযান বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই। যখন আপনারা দেখেন বা মনে করেন অভিযান থেমে গেছে, কিন্তু আসলে তা থেমে থাকে না। সেই সময়টায় আমরা তথ্য সংগ্রহ করি, যাচাই-বাছাই করি। সুতরাং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে ও টাকা উদ্ধার হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হচ্ছে।’

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালসহ মহান মুক্তিযুদ্ধে ও কর্তব্যরত অবস্থায় নিহত বীর পুলিশ সদস্যদের স্মৃতি সম্বলিত ‘চেতনায় অম্লান’ স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন আইজিপি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

    আইজিপি বলেন, ‘পুলিশের সক্ষমতা আগের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। তাই অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হচ্ছে।’

    এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ময়মনসিংহস্থ পুলিশের বিভিন্ন ইউনিট, রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ঢাকা শহরকে নিরাপদ রাখতে ‘ডিএমপি’ কাজ করে যাচ্ছে:আইজিপি

    ঢাকা শহরকে নিরাপদ রাখতে ‘ডিএমপি’ কাজ করে যাচ্ছে:আইজিপি

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৫ বছরে পদার্পণ অনুষ্ঠানে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ডিএমপি সদস্যরা ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছে ঢাকা শহরকে নিরাপদ রাখতে।

    শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়াটার্সে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    আইজিপি বলেন, আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।

    এ সময় আইজিপি জাবেদ পাটোয়ারী, ডিএমপির গৌরবময় সেবার ৪৫ বছর উপলক্ষে র‍্যালি উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, নগরবাসীর আস্থা অর্জনই পুলিশের লক্ষ্য।  ‘আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে।’

    শফিকুল ইসলাম বলেন, আমরা ৪৪ বছর ধরে চেষ্টা করেছি জনতার পুলিশ হতে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালবাসা ছাড়া আর কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন।