Tag: জামাল হত্যায়

  • পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় গ্রেফতার ১

    পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কাঠ ব্যবসায়ি জামাল হত্যায় জড়িত সন্দেহভাজন এক আসামীকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। তাছাড়া ঘটনার দিন দুবৃর্ত্তদের লুট করা মালামালগুলো নূর হোসেন নামের অপর এক ব্যক্তির বাসস্থানের পাশে অভিযান চালিয়ে উদ্ধার করার তথ্য জানিয়েছে পুলিশ।

    সন্দেহভাজন গ্রেফতার আসামির নাম মাহবুবুল আলম। তিনি উপজেলার কোলাগাঁও নলান্দা এলাকার নজির আলীর ছেলে।

    পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন তথ্যটি নিশ্চিত করে বলেন, নরসিংদিও ফার্নিচার ব্যবসায়ি জামাল উদ্দিনের মরদেহ উদ্ধারের পর থেকে ঘটনাটি হত্যাকা- হিসেবে নিয়ে তদন্ত শুরু করে পটিয়া থানা পুলিশ। প্রাথমিক ভাবে এ হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহভাজন ১০জনের তথ্য পেয়েছে পুলিশ।

    সূত্র ধরেই মাহবুবুল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়। তাছাড়া মেলা থেকে লুট হওয়া ফানির্চারগুলো স্থানীয় নূর হোসেন নামের এক ব্যক্তির ঘরের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আরো খবর : মেলায় দোকান বসিয়ে লাশ হলেন নরসিংদীর কাঠ ব্যবসায়ি

    ওসি বলেন, গ্রেফতার মাহবুবুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া ২০০৮ সালের ২৫ আগস্ট কোলাগাঁওয়ে খোরশেদ আলম কুসুম হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। এ ঘটনায় আর কেউ জড়িত থাকার প্রমাণ পেলে তাদেরকেও গ্রেফতার করা হবে বললেন ওসি।

    এদিকে গ্রেফতারের পর মাহবুবুরের বুকে ব্যাথা অনুভব হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।

    এর আগে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা এলাকার ওরস মেলা থেকে নরসিংদীর বেলাবো এলাকার কাঠ ব্যবসায়ি জামাল উদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ।
    লাশের গায়ে আঁঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে দুবৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি কোলাগাঁও ইউনিয়নের গরীব আলী শাহ মাজারের বার্ষিক ওরস উপলক্ষে বসানো হয় মেলা। এ মেলায় আসবাব পত্রের পসরা নিয়ে আসেন নরসিংদীর ব্যবসায়ি জামাল। ফার্নিচার বিক্রির টাকা ছিনিয়ে নিতেই এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।