Tag: জার্মানি

  • ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ফেব্রুয়ারিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    আগামী ফেব্রুয়ারি মাসে জার্মানির মিউনিখে সিকিউরিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। যেখানে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এমন তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফেব্রুয়ারিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাইডলাইনে দেশটির চ্যান্সেলরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত নয়, তবে আলোচনা চলছে।

    বৈঠক প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আমার কাছে সেই শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত।

    তিনি বলেন, বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনাই হয়নি। শুধু জার্মানি ও ফ্রান্সের সরকারপ্রধানের অভিনন্দন বার্তার লিখিত কপি আমার কাছে পৌঁছে দিয়েছেন দুই রাষ্ট্রদূত।

    গতকাল বুধবার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জার্মান চ্যান্সেলর ওলাফ সলজ। এক অভিনন্দন বার্তায়, প্রধানমন্ত্রীর শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন চ্যান্সেলর।

    এর আগের দিন ২৩ জানুয়ারি গণভবনে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

  • টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বেই জার্মানির বিদায়

    টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বেই জার্মানির বিদায়

    সবশেষ গত ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল টমাস মুলার-ক্লোসারা। তবে রাশিয়ায় পরের বিশ্বকাপে জুজু নিয়েই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল জার্মানরা। ফলে এবারের কাতার বিশ্বকাপটা ছিল জার্মানির জন্য অস্তিত্বের লড়াইয়ের। তবে মরুর বুকে বিশ্ব আসরে নিজেদের প্রথম ম্যাচেই জাপানের কাছে হেরে গেছিল জার্মানরা। পরের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আশা বাঁচিয়ে রেখেছিল ম্যানুয়েল ন্যুয়ারের দল।

    তবে শেষ ম্যাচের পরিসংখ্যানে জয় তো লাগতই, সেই সঙ্গে স্পেন-জাপানের গ্রুপের আরেক ম্যাচের ফলাফলের দিকে চেয়ে থাকা লাগত। হলোও ঠিক তেমনই এক ম্যাচ। কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতেও কোনোই লাভ হলো না জার্মানির। এশিয়ান জায়ান্ট জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছে স্পেন। যার ফলে ‘ই’ গ্রুপ থেকে জিতেও টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

    শুক্রবার (২ ডিসেম্বর) দোহার আল বাইত স্টেডিয়ামে জয় ভিন্ন কোনো ফল হলে বিদায় নিশ্চিত জানা ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার সামনে আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। তবুও গোল আদায় করতে পারছিল না জামাল মুসিয়ালা, গুনাব্রি এবং জশুয়া কিমিচরা। তবে ম্যাচের ১০তম মিনিটে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস কিছু বুঝে ওঠার আগেই গুনাব্রি গোল করে জার্মানিকে লিড এনে দেন।

    এরপরও জার্মানরা বারবার আক্রমণ করেও একা নাভাসের কাছে পরাস্ত হয় পড়েন। প্রথমার্ধে নিশ্চিত কয়েকটি গোল বাঁধিয়ে দলকে রক্ষা করেন পিএসজির এই গোলকিপার। ফলে শেষ পর্যন্ত ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ন্যুয়ারের দল। তবে দ্বিতীয়ার্ধে কোস্টারিকা দুর্দান্ত ফুটবল খেলে জার্মানিকে ভড়কে দেয়।

    ৫৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে কোস্টারিকাকে সমতায় ফেরান ইয়েলৎসিন তাজেদা। ডি-বক্সে ওয়াটসনের হেড ম্যানুয়েল ন্যুয়ার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেও হাতে ধরে রাখতে পারেননি। ফলে ফিরতি সময়ে শট করে গোল আদায় করে দেন তাজেদা। এরপর ৭০তম মিনিটে আবারও গোল করেন কোস্টারিকার হুয়ান পাবলো ভার্গাস। বাতাসে ভেসে আসা বলে আলতো করে হেড করেন ভার্গাস। ম্যানুয়েল ন্যুয়ার কিছু বুঝে ওঠার আগেই বল চলে যায় জার্মানির জালে।

    ফলে বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের অশনিসংকেত চেপে বসে। সেই সঙ্গে আগের ম্যাচে স্পেনের হারের মুখে থাকায় কোস্টারিকার সামনে নকআউটে জায়গা করে নেওয়ার সুযোগ চলে আসে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি কোস্টারিকানরা। ৭৩, ৮৫ ও ৮৯ মিনিটে তিন গোল গোল হজম করে বসে তারা।

    থমাস মুলারের পরিবর্তে মাঠে নেমে হাভার্টজই জোড়া গোল করে দলকে হারের মুখ থেকে জয় এনে দেন। আর শেষ গোলটি আসে নিকলাস ফুলক্রুগের পা থেকে। লাইন্সম্যান ফ্ল্যাগ তুলে অফসাইডের সংকেত দিলেও ফুলক্রুগ অফসাইড ছিলেন না। তাই ভিএআর চেক করে গোল দেয়া হয় জার্মানির পক্ষে। যার ফলে কাতার বিশ্বকাপের শেষ ম্যাচে জয় পেলেও বিদায় নিতে হলো ইউরোপিয়ান জায়ান্ট জার্মানিকে।

  • ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি স্পেন-জার্মানির

    ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি স্পেন-জার্মানির

    ৭-০ গোলে কোস্টারিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে স্পেন। প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় চারবারের চ্যাম্পিয়ন জার্মানি৷ ফলে এ ম্যাচ হারলে বিদায় প্রায় নিশ্চিত হতো৷ ১-১ গোলে ড্র করে আশা বাঁচিয়ে রাখলেন নয়াররা।

    ম্যাচের সাত মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল স্পেন। কিন্তু নয়ারের দৃঢ়তায় বল বারে লেগে চলে যায় বাইরে৷ স্পেনের আক্রমণের মুখে গুছিয়ে উঠতে কিছুটা সময় নেয় জার্মানি৷ একবার কিমিশের ফ্রিকিকে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দিয়ে উল্লাসেও মেতেছিলেন রুডিগার। কিন্তু অফসাইড হওয়ায় বিফলে যায় উল্লাস। দ্বিতীয়ার্ধে ফেরান তোরেসের পরিবর্তে আলভারো মোরাতাকে নামান স্পেনের কোচ লুই এনরিকে। ৬১ মিনিটে সেই মোরাতাই এগিয়ে নেন ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের৷

    আলভারো মোরাতার গোলের পর স্পেনের উচ্ছ্বাস
    গোল পরিশোধে মরিয়া জার্মানি এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও আট বছর আগে সবশেষ বিশ্বকাপ জেতা জার্মানরা কাঙ্খিত গোলের দেখা পায় ৮৩তম মিনিটে৷ কিছুক্ষণ আগে গোলরক্ষককে একা পেয়েও গোলের সুযোগ মিস করা মুসিয়ালার পাস থেকেই সমতা ফেরান বদলি হেসেবে নামা নিকলাস ফ্যুলক্রুগ।

    এ ম্যাচ ড্র হওয়ায় দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে ফেললো স্পেন৷ তবে নকআউট পর্বে যেতে হলে কোস্টারিকার বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে জার্মানিকে। প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে ‘ই’ গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার নীচে রয়েছে জার্মানি৷ ৪ পয়েন্ট নিয়ে সবার উপরে স্পেন৷ জাপান আর কোস্টারিকার পয়েন্ট ৩৷ তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান৷

  • জার্মানিকে হারিয়ে জাপানের অঘটন

    জার্মানিকে হারিয়ে জাপানের অঘটন

    সৌদি আরবের কাছে আর্জেন্টিনার হারের পর আরও একটি অঘটনের জন্ম হলো কাতার ফুটবল বিশ্বকাপে। আগেরদিন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। আজ বুধবার আল রাইয়ানের খলিফা স্টেডিয়ামে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিলো এশিয়ার ব্রাজিলখ্যাত জাপান।

    আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচের মতোই একই চিত্র জার্মানি-জাপানের ম্যাচে। ওই ম্যাচে যেমন প্রথমে পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। জাপানের বিপক্ষেও প্রথমে পেনাল্টি থেকে গোল করেন জার্মানির ইলকায় গুন্ডোগান।

    ৩৩তম মিনিটের সেই গোলের পর জার্মানরা আর গোল আদায় করতে পারেনি। উল্টো ৮ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বসে তারা। ৭৫তম মিনিটে জাপানের হয়ে সমতাসূচক গোলটি করেন সুপার সাব রিতসু দোয়ান। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করেন আরেক সুপার সাব তাকুমা আসানো।

  • জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

    জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

    জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে বহু স্কুল শিক্ষার্থী ছিল।

    শুক্রবার দক্ষিণ জার্মান রাজ্য বাভারিয়ায় একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

    প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন।

    ইতোমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তদল কাজ শুরু করেছেন।

    গার্মিশ-পার্টেনকির্চেনের স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে, পুলিশের মুখপাত্র জানিয়েছে, ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

    ট্রেন দুর্ঘটনার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

  • প্রথমবারের মতো নারী মেয়র পাচ্ছে বার্লিন

    প্রথমবারের মতো নারী মেয়র পাচ্ছে বার্লিন

    প্রথমবারের মতো নারী মেয়র পেতে যাচ্ছে জার্মানির রাজধানী বার্লিন। তাঁর নাম ফ্রানজিসকা গিফে। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) প্রার্থী।

    ৪৩ বছর বয়সী এই নারী এর আগে অ্যাঙ্গেলা মেরকেলের জোট সরকারের অধীনে পরিবারবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেরকেল সরকারের আমলে তাঁর দল সিডিইউর জোটসঙ্গী ছিল এসপিডি। খবর রয়টার্সের।

    বার্লিনে এত দিন মেয়রের দায়িত্বে ছিলেন এসপিডির মাইকেল মুলার। তবে তিনি এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে মেয়র পদে একই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ফ্রানজিসকা গিফে।

    বিবিসির খবরে বলা হয়, জার্মানিতে অ্যাঙ্গেলা মেরকেলের দলকে অল্প ব্যবধানে হারিয়ে নির্বাচনে জিতেছে মধ্য বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। দলটি ২৫ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছে অ্যাঙ্গেলা মেরকেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ-সিএসইউ)।

    তৃতীয় অবস্থানে থাকলেও দলগতভাবে ভোটে সবচেয়ে ভালো করেছে গ্রিন পার্টি। তারা পেয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ ভোট, যা দলটির ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বেশি। ১১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি)।

    এখন সরকার গঠন করতে হলে একটি জোট করতে হবে।

    এসপিডি দলের নেতা ওলাফ শলৎজ অবশ্য এর আগে বলেছেন, সরকার গঠনে তার দল ভোটে স্পষ্ট রায় পেয়েছে। সমর্থকেরা ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে ওলাফ শলৎজকে অভ্যর্থনা জানিয়েছে। পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভোটাররা একটি ‘বাস্তবধর্মী সরকার’ গঠনে তাকে দায়িত্ব দিয়েছে।

    অন্যদিকে, অ্যাঙ্গেলা মেরকেলের আশির্বাদপুষ্ট সম্ভাব্য উত্তরসূরি আরমিন লাশেট বলেছেন, সবচেয়ে বেশি ভোট পেলেই জয়ী হওয়া যাবে না। পুরো বিষয়টা এখন অঙ্কের হিসাব।

    বুথফেরত জরিপে দুই দলই সমান ভোট পাচ্ছে বলে মনে হচ্ছিল। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত অপ্রত্যাশিত পূর্বাভাস আসছিল এবং এই ফলাফলই যে শেষ নয় এমন ইঙ্গিত আগেই পাওয়া যাচ্ছিল। এখন একটি জোট সরকার গঠনের চাবিকাঠি রয়েছে গ্রিন পার্টি এবং এফডিপি’র হাতে।

    দুটি দলের কেউই আলাদা করে চমক না দেখালেও তাদের দুই দলের ভোট একসঙ্গে করলে একটি জোট সরকার গঠনে বড় দুই দলের যে কারোর জন্য সেটি চমক হতে পারে।

    তবে, তাদের এক ছাদের নিচে আনতে পারাই এখন বড় দুটি দলের জন্য বড় চ্যালেঞ্জ।

    জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ ছোট এই দল দুটিই ৩০ বছর বয়সের নিচে জার্মান নাগরিকদের পছন্দ। সব মিলিয়ে এখন জটিল আকার ধারণ করেছে এই নির্বাচনের ফল।

    এন-কে

  • জার্মানির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে এসডিপি

    জার্মানির নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে এসডিপি

    জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দলের চেয়ে এগিয়ে রয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এগিয়ে রয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা ১০ মিনিটে প্রকাশিত সাময়িক ফলে দেখা যাচ্ছে, এসপিডি মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ-সিএসইউ) চেয়ে ১ দশমিক ৭ শতাংশ ভোটে এগিয়ে৷ জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

    বুথ ফেরত সমীক্ষার ফলে দেখা যাচ্ছে, এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট, সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ৫ শতাংশ ভোট, গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৩ শতাংশ ভোট, ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ ভোট, অভিবাসনবিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) পেয়েছে ১০ দশমিক ৫ শতাংশ ভোট, বাম দল পেয়েছে ৫ শতাংশ ভোট এবং অন্যান্য দল মিলে ৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।

    এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বুথফেরত সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছিল সিডিইউ/সিএসইউ এবং এসপিডি ২৫ শতাংশ করে ভোট পেতে যাচ্ছে৷ গ্রিন পার্টি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট৷ ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এসপিডি প্রায় সাড়ে চার শতাংশ ভোট বেশি পেয়েছে৷ গ্রিন পার্টির ভোট বেড়েছে ছয় শতাংশের বেশি৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের ভোট কমেছে প্রায় আট শতাংশ৷

    এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, “ভোটারেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা আমাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান৷ অনেক ভোটার সরকারে একটি পরিবর্তন দেখতে চেয়েছেন।”

    সিডিইউ-সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, ‘খারাপ ফল সত্ত্বেও একটি নতুন সরকার গঠনের জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করে যাব৷ নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার৷’

    যদিও এবারের ভোটে ইতিহাসের সবচেয়ে বাজে ফল পেয়েছে তাঁর দল সিডিইউ-সিএসইউ।

    গ্রিন পার্টির চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক বলেন, গত নির্বাচনের চেয়ে ভোট বাড়লেও তাঁর দল প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি৷ তিনি বলেন, ‘আমরা আরও চেয়েছিলাম, আমরা তা পাইনি৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম- আমারও ভুল ছিল।’

    স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়৷ আট কোটি মানুষের দেশটিতে প্রায় ছয় কোটি মানুষ ভোটার৷

    ভোটারেরা দুটি করে ভোট দিয়েছেন৷ একটি ভোট সরাসরি প্রার্থী নির্বাচনের, অপরটি পছন্দের দল নির্বাচনে৷ দ্বিতীয় তালিকায় দলীয় সমর্থনের অনুপাতের ভিত্তিতে সংসদে অর্ধেক আসনে প্রার্থী স্থির করা হয়৷ তবে কে চ্যান্সেলর হতে যাচ্ছেন, তা এখনই নির্ধারিত হবে না৷ পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা চ্যান্সেলর নির্বাচিত করবেন৷

    ২৯৯টি সংসদীয় এলাকায় সরাসরি নির্বাচন হয়েছে৷ অন্য আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মীমাংসিত হয়৷ নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের ভোটপ্রাপ্তির সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেও মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারে৷ কোনো দল পাঁচ শতাংশের কম ভোট পেলে পার্লামেন্টে যাওয়ার গ্রহণযোগ্যতা হারাবে৷

    এবারের নির্বাচনে ৪৭টি দল ছয় হাজার ২১১ জন প্রার্থী দিয়েছে৷ ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ছয় হাজার৷জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের দলের চেয়ে এগিয়ে রয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) এগিয়ে রয়েছে। স্থানীয় সময় রোববার রাত ৯টা ১০ মিনিটে প্রকাশিত সাময়িক ফলে দেখা যাচ্ছে, এসপিডি মেরকেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ-সিএসইউ) চেয়ে ১ দশমিক ৭ শতাংশ ভোটে এগিয়ে৷ জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

    বুথ ফেরত সমীক্ষার ফলে দেখা যাচ্ছে, এসপিডি পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ ভোট, সিডিইউ/সিএসইউ পেয়েছে ২৪ দশমিক ৫ শতাংশ ভোট, গ্রিন পার্টি পেয়েছে ১৪ দশমিক ৩ শতাংশ ভোট, ফ্রি ডেমোক্রেটিক পার্টি (এফডিপি) পেয়েছে ১১ দশমিক ৫ শতাংশ ভোট, অভিবাসনবিরোধী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) পেয়েছে ১০ দশমিক ৫ শতাংশ ভোট, বাম দল পেয়েছে ৫ শতাংশ ভোট এবং অন্যান্য দল মিলে ৮ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।

    এর আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশিত বুথফেরত সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছিল সিডিইউ/সিএসইউ এবং এসপিডি ২৫ শতাংশ করে ভোট পেতে যাচ্ছে৷ গ্রিন পার্টি পেতে যাচ্ছে ১৫ শতাংশ ভোট৷ ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এসপিডি প্রায় সাড়ে চার শতাংশ ভোট বেশি পেয়েছে৷ গ্রিন পার্টির ভোট বেড়েছে ছয় শতাংশের বেশি৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের ভোট কমেছে প্রায় আট শতাংশ৷

    এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস বলেছেন, “ভোটারেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাঁরা আমাকে ‘পরবর্তী চ্যান্সেলর’ হিসেবে চান৷ অনেক ভোটার সরকারে একটি পরিবর্তন দেখতে চেয়েছেন।”

    সিডিইউ-সিএসইউর চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট বলেছেন, ‘খারাপ ফল সত্ত্বেও একটি নতুন সরকার গঠনের জন্য আমরা যতটুকু পারি চেষ্টা করে যাব৷ নির্বাচনের এমন ফলে আমরা সন্তুষ্ট হতে পারি না। আমরা রক্ষণশীলদের নেতৃত্বে একটি সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব কারণ জার্মানদের এখন এমন জোট প্রয়োজন যেটা আমাদের দেশের আধুনিকায়নের জন্য দরকার৷’

    যদিও এবারের ভোটে ইতিহাসের সবচেয়ে বাজে ফল পেয়েছে তাঁর দল সিডিইউ-সিএসইউ।

    গ্রিন পার্টির চ্যান্সেলর প্রার্থী আনালেনা বেয়ারবক বলেন, গত নির্বাচনের চেয়ে ভোট বাড়লেও তাঁর দল প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি৷ তিনি বলেন, ‘আমরা আরও চেয়েছিলাম, আমরা তা পাইনি৷ এর একটা কারণ প্রচারণার শুরুতে আমরা কিছু ভুল করেছিলাম- আমারও ভুল ছিল।’

    স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ হয়৷ আট কোটি মানুষের দেশটিতে প্রায় ছয় কোটি মানুষ ভোটার৷

    ভোটারেরা দুটি করে ভোট দিয়েছেন৷ একটি ভোট সরাসরি প্রার্থী নির্বাচনের, অপরটি পছন্দের দল নির্বাচনে৷ দ্বিতীয় তালিকায় দলীয় সমর্থনের অনুপাতের ভিত্তিতে সংসদে অর্ধেক আসনে প্রার্থী স্থির করা হয়৷ তবে কে চ্যান্সেলর হতে যাচ্ছেন, তা এখনই নির্ধারিত হবে না৷ পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা চ্যান্সেলর নির্বাচিত করবেন৷

    ২৯৯টি সংসদীয় এলাকায় সরাসরি নির্বাচন হয়েছে৷ অন্য আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মীমাংসিত হয়৷ নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের ভোটপ্রাপ্তির সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেও মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারে৷ কোনো দল পাঁচ শতাংশের কম ভোট পেলে পার্লামেন্টে যাওয়ার গ্রহণযোগ্যতা হারাবে৷

    এবারের নির্বাচনে ৪৭টি দল ছয় হাজার ২১১ জন প্রার্থী দিয়েছে৷ ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ছয় হাজার৷

    এন-কে

  • জার্মানির বিদায়,কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

    জার্মানির বিদায়,কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

    বিশ্বকাপ কিংবা ইউরো- বড় আসরে যতবারই জার্মানির মুখোমুখি হয়েছে ইংল্যান্ড, প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী। ১৯৯৬ সালে ইংল্যান্ডের বর্তমান কোচ গ্যারেথ সাউথগেটের পেনাল্টি মিসের কারণে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

    এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হতে দিল না হ্যারি কেইনরা। বরং, ইতিহাসটাই বদলে দিয়েছে তারা। জার্মানিকে ২-০ গোলে হারিয়ে কোর্টার ফাইনালে জায়গা করে নিলো ইংল্যান্ড।

    লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোল দুটি করেন রাহিম স্টার্লিং এবং হ্যারি কেইন।

  • সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের সুখবর শোনালেন জার্মানি

    সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের সুখবর শোনালেন জার্মানি

    ২৪ ঘণ্টা খেলাধুলা ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের মৃত্যুর পরেও ফুটবল প্রেমিদের জন্য সুখবর শোনালেন জার্মানি। দেড় লক্ষেরও বেশি আক্রান্ত হওয়ার পরেও দেশে ফুটবল ফেরাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিল হিটলারের দেশ।

    শিথিলতা জারি হওয়ায় লকডাউনের ধাক্কা সামলে সেদেশের সরকার জানিয়েছিল খুব শীঘ্রই দেশে ফিরতে চলেছে ফুটবল। দেশের ফুটবল সংস্থাকে মে’র মাঝামাঝি প্রিমিয়র ডিভিশন লিগ শুরুর অনুমতি দেওয়া হয়। সেই অনুমতি মোতাবেক বুন্দেসলিগা পুনরায় চালুর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করল জার্মান ফুটবল লিগ।

    আগামী ১৫ মে শুক্রবার থেকে ফের শুরু হতে যাচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা। খেলা শুরু করার জন্য দেশটির শীর্ষ লিগ বুন্দেসলিগা ও দ্বিতীয় লিগ বুন্দেসলিগা ২ এর ৩৬ ক্লাবকে নির্দেশনা দিয়েছে দ্য জার্মান ফুটবল লিগ (ডিএফএল)। এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    গত সপ্তাহ থেকে খেলোয়াড়রাও অনুশীলন করছেন নিয়মিত। অপেক্ষা ছিল সরকারী সিদ্ধান্তের। অবশেষে তাও মিলেছে।

    রয়টার্স জানিয়েছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টেলিকনফারেন্সে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনার পর ১৫ মে থেকে লিগ শুরুর অনুমতি দিয়েছেন। তবে খেলা হতে হবে বন্ধ দরজায় দর্শকশূন্য মাঠে। আর সব ম্যাচ এবং লিগ শুরুর আগে প্রত্যেক খেলোয়াড়-স্টাফের করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক।

    কিন্তু এরমধ্যেই দুই বিভাগের ৩৬ ক্লাবের ১ হাজার ৭২৪ জনের পরীক্ষার পর ১০ জনের কভিড-১৯ পজিটিভ ফলাফল এসেছে। তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

    দুই প্রতিবেশী দেশ নেদারল্যান্ড এবং ফ্রান্স যখন ঝুঁকি এড়িয়ে মাঝপথেই লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, তখন ১৫মে থেকে ফের শুরু হচ্ছে বুন্দেসলিগা। তবে ম্যাচগুলি অবশ্যই ক্লোজ-ডোর অনুষ্ঠিত হবে।

    বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড সহ বুন্দেসলিগার অন্যান্য ক্লাবগুলি দলের ফুটবলারদের কার্যত নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা এবং পর্যবেক্ষণের মধ্যে রেখেছে। তাই ফুটবলারদের কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

    এদিকে কোভিড ধাক্কা জার্মানি যেভাবে সামলেছে, তুরস্কও তাদের সমকক্ষ। তাইতো জার্মানদের সিদ্ধান্ত থেকে অনুপ্রেরণা পাচ্ছে দেশটি। নিজেদের ফুটবল লিগের স্থগিতাদেশ তুলে নিতে পারে যেকোনো দিন। শুধু তাই নয়, ইউরোপিয়ান ফুটবল পিপাসুদের অন্যতম আগ্রহের আসর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের ব্যাপারেও ইতিবাচক তুরস্ক।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • জার্মানিতে ৮ জনকে গুলি করে হত্যা

    জার্মানিতে ৮ জনকে গুলি করে হত্যা

    জার্মানির হানাউ শহরে আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

    কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ভিন্ন দু’টি স্থান থেকে গুলি ছোড়া হয়।

    স্থানীয় সংবাদ মাধ্যম হেসিসশার রুন্ডফংকের রিপোর্টে বলা হয়েছে, বন্দুকধারীরা প্রথমে হানাউ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি হুক্কা (সীসা) বারে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারার তিনজন। এরপর তারা পাশের আরেকটি বারে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়লে আরো পাঁচজনের মৃত্যু হয়। এ সময় আহত হন অনেকে।

    পুলিশ জানায়, হানাউ শহরটি ফ্রাঙ্কফুর্টের প্রায় ১৭ মাইল পূর্বে অবস্থিত। হামলাকারীরা গাঢ় রঙের গাড়িতে করে পালিয়ে গেছে। তাদের ধরতে ব্যাপকভাবে তল্লাশি শুরু করা হয়েছে। এজন্য হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ব্যাপারে যে কোনো তথ্য জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    হানাউ থেকে পাওয়া ভিডিও এবং ছবিতে শহরের অন্ধকার রাস্তাগুলো লাল-সাদা টেপে আবদ্ধ দেখা যাচ্ছে।