Tag: জাল জব্দ

  • গভীর রাতে হালদায় অভিযান, ৪ হাজার মিটার জাল জব্দ

    গভীর রাতে হালদায় অভিযান, ৪ হাজার মিটার জাল জব্দ

    দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে প্রশাসন।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

    উপজেলার গড়দুয়ারা ও মাদার্শা ইউনিয়ন এবং রাউজান সীমান্ত অংশের হালদা নদীর বিভিন্ন অংশে চলে এ সাঁড়াশি অভিযান। এতে চার হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত অভিযান চালিয়ে চার হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • চট্টগ্রামে ছয়টি বেহুন্দি ও দুই লাখ মিটারের দশটি চরঘেরা জাল জব্দ

    চট্টগ্রামে ছয়টি বেহুন্দি ও দুই লাখ মিটারের দশটি চরঘেরা জাল জব্দ

    চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে ছয়টি বেহুন্দি ও দুই লাখ মিটারের দশটি চরঘেরা জাল জব্দ করেছে।

    মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, চরঘেরা জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৪’ এর দ্বিতীয় ধাপের বাস্তবায়নে বুধবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম এবং বাংলাদেশ নৌ-বাহিনীর যৌথ প্রচেষ্টায় চট্টগ্রাম সিটির বহি:নোঙ্গর, সীবীচ, কাটঘর, আকমল আলী ঘাট, আনন্দ বাজার, দক্ষিণ কাট্টলী এলাকায় এ অভিযান চালানো হয়।

    অভিযানে ছয়টি বেহুন্দিসহ ও আনুমানিক আট লাখ টাকার দশটি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ্র, বাংলাদেশ নৌবাহিনীর পেটি অফিসার মো. কিবরিয়া।

  • হালদা নদী থেকে ৫০০ মিটার অবৈধ জাল জব্দ

    হালদা নদী থেকে ৫০০ মিটার অবৈধ জাল জব্দ

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হালদা নদী থেকে মাছ ধরার ৫০০ মিটার অবৈধ ঘেরাও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে গুমানমর্দ্দন পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

    হাটহাজারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

    অভিযানে একটি ৫০০ মিটার লম্বা ঘেরা জাল এবং জাল বসানোর বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

    হালদা নদীতে অবৈধ মৎস্য শিকার বন্ধে আইডিএফ ও পিকেএসএফ’র স্পিড বোটের সহযোগিতায় অভিযানে উপস্থিত ছিলেন- আইডিএফ’র এভিসিএফ ফয়েজ রাব্বানী এবং জাল উঠানোর কাজে সার্বিক সহযোগিতা করেন আইডিএফ’র সার্বক্ষণিক নদী পাহারাদার মো. আমিনুল ইসলাম ও রুবেল বড়ুয়া।

    অবৈধ মৎস্য শিকারী ও অবৈধ জাল উদ্ধার করতে এই ধরনের অভিযান অব‍্যাহত থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

     

  • হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

    হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হালদায় জীব বৈচিত্র রক্ষায় একের পর এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন হাটহাজারী উপজেলা প্রশাসন।

    আজ শুক্রবার (১০ জুলাই) উপজেলার ছিপাতলী ইউনিয়ন অংশের হালদা নদীতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন। এ সময় ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন প্রায় ১১৭ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাজার মিটার জাল জব্দ

    হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাজার মিটার জাল জব্দ

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে প্রশাসন।

    শনিবার (৪ জুলাই) হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন হাটহাজারী উপজেলার সাত্তারঘাট হতে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন। এসময় জব্দ ৩ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন জানান, হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়।

    এসময় তিনি আরো বলেন, হালদা নদীর জীব বৈচিত্র রক্ষা ও মাছের মজুদ বৃদ্ধি করতে উপজেলা প্রশাসন প্রায় ১১৬ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

  • হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার মিটার জাল জব্দ

    হালদায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার মিটার জাল জব্দ

    মো: পারভেজ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান পরিচালনা করে সাত হাজার মিটার ঘেরাও জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সাত্তারঘাট থেকে নাজিরহাট পর্যন্ত হালদার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন।

    সূত্র জানায়, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবৈধ মাছ শিকারীদের ধরতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত সাত হাজার মিটার ঘেরাও জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অভিযানের সত্যতা স্বীকার করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন, হালদায় মা মাছ ও ডলফিন রক্ষা এবং মাছের মজুদ বৃদ্ধিকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/এম আর