Tag: জাহাঙ্গীর কবির নানক

  • নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আ’লীগের সদস্য পদ পাবে না: খাগড়াছড়িতে নানক

    নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্যকারীরা কখনো আর আ’লীগের সদস্য পদ পাবে না: খাগড়াছড়িতে নানক

    খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অগ্রাহ্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা কখনো দলের সদস্য পদ পাবেনা, আওয়ামীলীগের নৌকায় উঠতে পারবেনা।

    শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর ও অবমাননার প্রতিবাদে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিদ্রোহী প্রার্থীর বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দলে একাধিক যোগ্য প্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্ত ভাবে মনোনিত করবেন তার পক্ষে কাজ করতে হবে। দলে আভ্যন্তরিন কোন্দল থাকতে পারবেনা। যারা আওয়ামীলীগ করবে, তাদের সকলকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়ম শিংখলার মধ্যে আনতে, দলের সভানত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। কোন বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থী আর নৌকায় চড়তে পারবেনা। যারা বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে তারা দলর সদস্য পদ আর পাবেনা বলেও জানান তিনি।

    শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সভাপতিত্বে এসময় আরা উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনর নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, খাগড়াছড়ি পার্বত্য জলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

    সমাবেশে শেষে তিনি নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযাগ করেন জাহাঙ্গীর কবির নানক।

    ২৪ ঘণ্টা/প্রদীপ

  • জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

    জাহাঙ্গীর কবির নানক করোনায় আক্রান্ত

    করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

    বুধ ও বৃহস্পতিবার দুই দফা করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব।

    বিপ্লব বলেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণের জন্য বুধবার স্যারের করোনা টেস্ট করা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার আবারও টেস্ট করা হয়। আজ (শুক্রবার) রেজাল্ট পজিটিভ এসেছে।

    তিনি আরও বলেন, স্যার শারীরিকভাবে সুস্থ আছেন। তার অন্যকোনো উপসর্গ নেই। তিনি এখন হোম আইসোলেশনে আছেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক

    হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক

    আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।

    সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তাকে ভর্তি করা হয়।

    পরিবার এবং হাসপাতালসূত্রে জানা গেছে, সকালে বুকে ব্যথা হলে তাকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ধানমণ্ডি ল্যাবএইড হাসপাতালের পুরনো ভবনের ৩য় তলায় করোনারি কেয়ার ইউনিট-১ (সিসিইউ) ভর্তি আছেন তিনি।

    ল্যাবএইডের ডা. মাহফুজুর রহমান ও লুৎফর রহমানের তত্বাবধানে আগামি তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

    অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের হার্টে এর আগে রিং পরানো হয়েছিল।

    আওয়ামী লীগের এই নেতার শারীরিক অবস্থা উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

  • সৈয়দপুর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে নানক ও নৌ প্রতিমন্ত্রী

    সৈয়দপুর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে নানক ও নৌ প্রতিমন্ত্রী

    নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল আকস্মিক ভাবে পরিদর্শন করেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

    বুধবার (১৬ অক্টোবর) দুপুরে আকস্মিক ভাবে সৈয়দপুর বিমানবন্দর থেকে হাসপাতাল পরিদর্শনে আসেন তারা।

    এসময় তাদের সাথে ছিলেন,নীলফামারী সিভিল সার্জন ডাঃ রণজিৎ কুমার বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল, হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আরিফুল হক সোহেল, সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দিল নেওয়াজ খান প্রমুখ।

    পরিদর্শন কালে বর্তমান ও সাবেক মন্ত্রী হাসপাতালে বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে অবহিত হন।

    এ সময়ে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দসহ হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে নাক-কান, গলা ও চর্ম-যৌন রোগের চিকিৎসক নেই, এনেসথেসিয়ালিষ্ট না থাকায় অপারেশনের কার্যক্রম বন্ধ, রোগীদের প্রয়োজনীয় বাথরুম নেই। ডিজিটাল এক্সরে মেশিনসহ অত্যাধুনিক জিনিসপত্রের অভাবে ডিজিটাল যুগেও এনালগ রয়ে গেছে।বিষয়গুলো জেনে উনারা প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেন।