Tag: জায়গা উদ্ধার

  • হাটহাজারীতে রেলওয়ের জায়গা উদ্ধার

    হাটহাজারীতে রেলওয়ের জায়গা উদ্ধার

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট রেল লাইনের পার্শ্বে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ২নং খতিয়ানের পূর্ব মন্দাকিনী মৌজায় ১৮২৭ দাগের ৫২ শতক জমি ভূমিদস্যু থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

    বুধবার ও বৃহস্পতিবার (২০ও ২১ জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ’র দু দফা অভিযানে সরকারি খালটি দখলমুক্ত করা হয়।

    জানা যায়, রেলওয়ে থেকে এক বছরের জন্য লীজ নেয়া জমিতে কৃষি কাজ করবেন বলে ওই ভূমিতে গড়ে তুলেছেন স্থায়ী স্থাপনা, ভাড়া ঘর, পোল্ট্রি খামার। পাশাপাশি দখলে নিয়েছেন নিজের পাশের খালটি। গড়ে তুলেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। স্থানীয় জনৈক সিরাজুল ইসলাম প্রকাশ ইসলাম কোম্পানি লীজের নামে নজিরবিহীন এসব অবৈধ দখলে মেতে উঠে।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, সরেজমিনে পরিদর্শনে দেখা যায় দখলকারী ১৮২৭ দাগের ৯৩৯২.৫বর্গফুট বা ২১ শতক জমিতে ১৭টি সেমিপাকা ঘর এবং ২টি দোকান নির্মাণ করে প্রতিটি ঘর ৩-৪ হাজার টাকা করে প্রতিমাসে ভাড়া দিয়েছেন। একই দাগের ১১৬০২.৫ বর্গফুট বা ২৬ শতক জমিতে স্থায়ী ভিত দিয়ে দোতলা পাকা ভবন নির্মাণ করে স্থাপন করেছেন মুরগীর খামার।
    এছাড়াও ৩.৮৩ শতক জমিতে নির্মাণ করেছেন বায়োগ্যাস প্লান্ট। ওই জমি তিনি শুধু দখলই করেননি একপাশে সুউচ্চ সীমানা প্রাচীর নির্মাণ করেছেন, দিয়েছেন বিশাল গেইট। খালের মধ্যে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের ফলে বর্ষা মৌসুমে পানি প্রবাহে বাধাঁর সৃষ্টি হবে।

    অবৈধ দখলদারকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, রেলওয়ে থেকে লীজ নিয়েছেন। লীজের কাগজ পর্যালোচনায় দেখা যায়, তিনি ১৪২৬ বাংলা সন পর্যন্ত কৃষি কাজের জন্য লীজ নিয়েছেন।

    রেলওয়ের ভূমি উদ্ধারে তৎপর উপজেলা প্রশাসন বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি ব্যস্থাপনা নীতিমালা-২০২০ এর ৩০ ধারায় বলা আছে, চাষযোগ্য কৃষি ভূমি ২ বছরের জন্য লাইসেন্স প্রদান করা যাবে। লীজ গ্রহীতা কৃষি কাজের জন্য ৩০ শতক জমি লীজ নিলেও বাস্তবে তা কৃষি জমি নয়। আর ৩০ শতক লীজ নিয়ে দখল করেছেন ৫১ শতক।

    নীতিমালায় আবাসিক ঘর নির্মাণ নিষেধ থাকলেও ১৭টি ঘর ও দুইটি দোকান নির্মাণ করেছেন। দোতলা ফাউন্ডেশন দিয়ে স্থায়ী স্থাপনা অর্থাৎ দোতলা ভবন নির্মাণ করেছেন, এক সনা লীজে এরকম স্থাপনা নির্মাণ বিস্ময়কর। সুউচ্চ সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। খাল দখল করে বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করেছেন। আমরা সরকারি খাল দখলমুক্ত করলেও বাকি দখলের বিষয়ে রেলপথ মন্ত্রণালয়কে অবহিত করা হবে বলেও জানান তিনি।

    ২৪ ঘণ্টা/কুতুব

  • হাটহাজারীতে সড়ক ও জনপদের জায়গা উদ্ধার

    হাটহাজারীতে সড়ক ও জনপদের জায়গা উদ্ধার

    হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক ও জনপদ বিভাগের জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

    জানা যায়, উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় ১৮ টি সেমিপাকা দোকান গড়ে তুলে অবৈধ দখলদাররা। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ স্থাপনা সরিয়ে নিতে বারংবার অনুরোধ করলেও তারা তাতে কর্ণপাত করে নি।

    আজ রবিবার (১০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে রোহুল্লাপুর মৌজার বি এস ২ নং খতিয়ানের ২৬৬ দাগের প্রায় ২৫ শতক জায়গা উদ্ধার করা হয়।যার আনুমানিক মুল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

    অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, র‍্যাব এবং পুলিশ সদস্যরা সহায়তা করে।

    মোহাম্মদ রুহুল আমিন জানান, গত ৩১ ডিসেম্বর জায়গা পরিমাপ করে অবৈধ দখলদার দেখিয়ে দেওয়া হয় এবং উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ বারংবার স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করি, কিন্তু তারা আমাদের অনুরোধে সাড়া দেন নাই। আজ সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অভিযান চালিয়ে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, র‍্যাব ও পুলিশের সহায়তায় আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার জায়গা উদ্ধার করি।