Tag: ‘জিআইএস ও এর প্রয়োগ’

  • চুয়েটে ‘জিআইএস ও এর প্রয়োগ’ শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ

    চুয়েটে ‘জিআইএস ও এর প্রয়োগ’ শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ (সিআরএইচএলএসআর)-এর উদোগ্যে ভৌগলিক তথ্যব্যবস্থা পদ্ধতি নিয়ে ‘জিআইএস ও এর প্রয়োগ’ (GIS and Its Application) শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৭ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লেঃ কর্ণেল সোহেল আহমেদ এবং চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেন্টারের গবেষণা সহকারী অধ্যাপক আহাদ হাসান তানিম। শর্টকোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রায় অর্ধ-শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।