Tag: জিইসি কনভেনশন

  • চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে আয়কর মেলা-২০১৯ শুরু

    চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে আয়কর মেলা-২০১৯ শুরু

    চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৯। নগরের জিইসি কনভেনশন সেন্টারে ২০ নভেম্বর পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এ মেলা।

    দুপুরে নগরীর আগ্রাবাদের সিজিএস বিল্ডিংয়ের সাম্পান সম্মেলন কক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম কর বিভাগ। এতে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান আয়কর মেলা উদযাপন কমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-২ এর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

    এসময়, অয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টি ও সেবা প্রদানই এ মেলার লক্ষ্যে বলে জানান চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কমিশনার মো. ইকবাল হোসেন।

    মেলায় ২০১৯-২০ অর্থবছরের আয়কর রিটার্ন জমা, ইটিআইএন রেজিস্ট্রেশন বুথ, নারী, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী, সশস্ত্র বাহিনীর করদাতা, অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের জন্য কাউন্টার থাকবে। এছাড়া এ বছরের সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের মেলায় সম্মাননা প্রদান করা হবে বলেও জানানো হয়।

    সংবাদ সম্মেলনে কর কমিশনার মো. ইকবাল হোসেন, মাহবুবুর রহমান, ব্যারিস্টার মুনতাসির বিল্লাহ ফারুকী, মফিজ উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার সফিনা জাহান, মাহমুদুর রহমানসহ কর বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।