Tag: জিকিরে মোস্তফা (দঃ)

  • রাউজানে জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল শুক্রবার: ব্যাপক প্রস্তুতি

    রাউজানে জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল শুক্রবার: ব্যাপক প্রস্তুতি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজান আমিরহাট ১০দিন ব্যাপি শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র জসনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে ২২ নভেম্বর শুক্রবার গর্জনীয়া জামে মসজিদ ময়দানে বাদে জুমা হতে অনুষ্টিতব্য বিশাল জিকিরে মোস্তফা (দঃ) মাহফিল সফলের লক্ষে সর্বশেষ প্রস্তুতি সভা রবিবার রাত ১০টায় জহুর-আম্বিয়া ভিলাতে অনুষ্টিত হয়।

    সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা তাজ মুহাম্মদ রেজভীর সঞ্চালনায় এতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন নুর-এ-হারামাইন হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী।

    উপস্থিত ছিলেন সচিব মুহাম্মদ জাবেদ, সৈয়দ কপিল উদ্দিন, সদস্য মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ বোরহান উদ্দিন, মাওলানা মিনহাজ উদ্দিন, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ সাজ্জাদ, নাজিম উদ্দিন ভান্ডারী, আবুল বশর বাদশা, মোহাম্মদ মোজাফফর, মাওলানা নঈমুদ্দিন, মজিবুল বশর সাজেদ, মুহাম্মদ আলী, মুহাম্মদ মামুন প্রমুখ।

    শুক্রবারের মাহফিল সফলের লক্ষে শৃংখলা, আপ্যায়ন, তাবরুক বিতরন, সাজসজ্জা, পাবলিসিটি সহ বিভিন্ন উপকমিটি করে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়।

    এদিকে শুক্রবারের মাহফিলে সভাপতিত্ব করবেন সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা সৈয়দ মুহাম্মদ আহছান হাবিব (মা.জি.আ)। প্রধান অতিথি থাকবেন আলহাজ্ব আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আল আযহারী।

    নাত পরিবেশন করবেন সারা জাগানো নাতখাঁ আলহাজ্ব মুখতার আহমেদ রেজভী, আলহাজ্ব হাসান মুরাদ কাদেরী, আলহাজ্ব এমদাদুল ইসলাম কাদেরী, আলহাজ্ব ক্বারী তারেক আবেদীন কাদেরী, অন্ধ শায়ের হাফেজ মুহাম্মদ ইয়াকুব, শায়ের আবুতালেব, শায়ের আবদুল মাবুদ, শায়ের মিনহাজ্ব, শায়ের ওসমান প্রমুখ।

    প্রস্তুতি সভা শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন কাদেরী ও আখেরী মোনাজাত পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন। পরে সকলের মাঝে তাবরুক বিতরন করা হয়।