Tag: জিপিএইচ ইস্পাত

  • সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় ট্রাক চাপায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১

    সীতাকুণ্ডে জিপিএইচ কারখানায় ট্রাক চাপায় সিকিউরিটি গার্ড নিহত, আহত ১

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় ফ্যাক্টরীর নিজস্ব ট্রাক চাপায় বরুণ কুমার ত্রিপুরা(৩০) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছে। এঘটনায় মিল্লাত হোসেন নামে অপর এক গার্ড আহত হয়।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বরুণ কুমার ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দক্ষিণ সাপ মারা গ্রামের সুভাষ চন্দ্র ত্রিপুরার ছেলে। আহত মিল্লাত হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উকিল পাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    জানা যায, দুপুরে জিপিএইচ ইস্পাত কারখানার নিজস্ব ট্রাক ফ্যাক্টরীতে প্রবেশ করার সময় গেইটের দায়িত্বে থাকা দুইজন সিকিউরিটি গার্ডকে চাপা দিলে একজন ঘটনাস্থলে প্রাণ হারান এবং অপরজন আহত হন।

    সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার টিবলু মজুমদার বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় ঢুকার সময় তাদের নিজস্ব ট্রাক চাপা দিলে একজন গার্ড নিহত ও আরেকজন গার্ড আহত হন। লাশটি আমরা উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে প্রেরণ করেছি। আহতকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকটি ব্রেক ফেল করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের দেহ ছিন্নভিন্ন

    সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের দেহ ছিন্নভিন্ন

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এঘটনা ঘটে। নিহত রঞ্জিত দাশ উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার জেলে পাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাসের পুত্র।

    বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত লিঃ এর রড তৈরী কারখানার ভিতর গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ঘটনাস্থলে নিহত হয়। বিকট শব্দে বিস্ফোরিত হলে মুহুর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় রঞ্জিত দাশের দেহ।

    লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

  • সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে এক শ্রমিক নিহত, আহত ১

    সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে এক শ্রমিক নিহত, আহত ১

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় দূর্ঘটনায় মোঃ মোস্তফা (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় মোঃ রাশেদ (২৫) নামের আরো এক শ্রমিক আহত হয়।

    আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ রড তৈরী কারখানাতে এঘটনা ঘটে।

    নিহত মোস্তফা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বারশিকুরা গ্রামের মেঃ জসিম উদ্দিনের পুত্র। আহত রাশেদ উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গুলীপাড়া গ্রামের গনি মুক্তার বাড়ির মোঃ তাজুল ইসলামের পুত্র।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে সকালে
    মেইনটেনেন্সের কাজ করার সময় প্যাডেলের ঢাকনার সাথে ধাক্কা লেগে দুই শ্রমিক গুরুত্বর আহত হয়। এসময় তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোঃ মোস্তফা মারা যান। আহত রাশেদ বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মোঃ আলাউদ্দিন বলেন, সীতাকুণ্ড থেকে গুরুত্বর আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে আসার পর একজন মারা যান, আরো একজন চিকিৎসাধীন আছে। তারা দুইজনই জিপিএইচ এ কর্মরত শ্রমিক বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/দুলু

  • সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছে।

    বুধবার (৫ আগষ্ট) বেলা তিনটার দিকে কুমিরার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে মমতাজ উদ্দিন (২৮), পিতা নুরুচ্ছাপা প্রকাশ নুরু এবং আব্দুর রশিদ মাঝি (২৭) পিতা মৃত সিরাজ মিয়া। তাদের বাড়ি
    কক্সবাজার জেলার পেকুয়া থানার পূর্ব উজানটিয়া ইউনিয়নে।

    জানা যায়, জিপিএইচ ইস্পাত কারখানায় ব্যবহার করতে গভীর পাহাড়ে ছড়ার পানি জমিয়ে রাখার জন্য বাঁধ নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন শ্রমিকদ্বয়। উক্ত জমানো পানি কারখানায় ব্যবহারের জন্য সেখান থেকে পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে সঞ্চয় করা হতো। জমিয়ে রাখা ড্যামের পানির বাঁধে মাটির কাজ করার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরের সংস্পর্শে আসলে ঘটনাস্থলেই এ দু’জন শ্রমিক নিহত হয়।

    নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, জিপিএস কারখানার শ্রমিক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর/দুলু

  • বায়ু দূষণের অপরাধে জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

    বায়ু দূষণের অপরাধে জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

    সীতাকুণ্ড প্রতিনিধি : পরিবেশের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণ করায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়।

    বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।

    বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে বায়ু দূষণের অপরাধে উক্ত জরিমানা করা হয়েছে বলে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অবস্থিত উক্ত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কোম্পানী পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে পরিবেশ দূষণের অপরাধ করেছে। এই অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে শুনানীতে ডাকা হয়। শুনানীকালে উক্ত প্রতিষ্ঠানকে অর্থ জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় তিন শ্রমিক আহত

    সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় তিন শ্রমিক আহত

    সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লোহার আঘাতে দুই শ্রমিক আহত হয়েছে। এছাড়া একই কারখানাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক আহত হয় বলে জানা গেছে।

    রোববার বিকাল তিনটার সময় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    কারখানায় কাজ করার সময় শফিউল বাসার (২৭) ও পীযূষ দে বয়স (২৫) এর মাথায় লোহার প্লেট পড়লে গুরুতর আহত হয়। এছাড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাজিম উদ্দিন (২৬) নামে অপর এক শ্রমিক আহত হয়। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার।

    আহত পীযূষ দে মৌলভীবাজার একামধু থানার রাজনগরের ধীরন্দ্র দের পুত্র। শফিউল বাশার কুমিল্লা জেলার ছোট বারেরা থানার বরুড়া এলাকার নজরুল ইসলাম এর পুত্র ও মো. নাজিম সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার আবুল বাশারের পুত্র।