Tag: জিরি ইউনিয়নের

  • করোনায় মৃত্যুর দুদিন পর লকডাউন হল পটিয়া জিরি ইউনিয়নের ২ ওয়ার্ড

    করোনায় মৃত্যুর দুদিন পর লকডাউন হল পটিয়া জিরি ইউনিয়নের ২ ওয়ার্ড

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মাওলানা হোসেন মারা গেছে গত ৫ মে মঙ্গলবার।

    পরদিন বাদ যোহর মৃত ব্যাক্তির নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করে একই ইউনিয়নের ২ ওয়ার্ডের অন্তত ৫শ মানুষ।

    এদিকে মৃত্যুর পর তার থেকে নমুনা পরীক্ষা করার পর কোবিড-১৯ ভাইরাস ধরা পড়ে। আজ ৮ মে শুক্রবার পটিয়ার জিরি ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

    জানা যায়, জানাযায় অংশ নেওয়া সবাই ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। ফলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে পরামর্শক্রমে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় জিরি ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড লকডাউন ঘোষণা করে।

    জিরি ইউনিয়েনের দুটি ওয়ার্ড লকডাউন করার বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ইনামুল হাছান।

    তিনি বলেন, শুক্রবার স্থানীয় ইউপি সদস্য এবং পুলিশের উপস্থিতিতে ৪ ও ৫ নম্বর ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ ৮ মে বুধবার থেকে আগামী ১৪ দিন পর্যন্ত লকডাউন থাকবে।

    এসময়ে এখন থেকে এ দুই ওয়ার্ডের কেউ এলাকার বাইরে যেতে পারবেন না। বাইরে থেকে কেউ সেখানে ঢুকতে পারবেন না। সংশ্লিষ্ট ওয়ার্ড এর সংশ্লিষ্ট ইউপি মেম্বার/চেয়ারম্যান লকডাউনকৃত এলাকার মানুষের সার্বিক প্রয়োজনের বিষয়টি নিশ্চিত করবেন।

    এছাড়া জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গ্রাম পুলিশের সহযোগিতায় বের হতে হবে উল্লেখ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি