Tag: জিয়াউল হক মাইজভাণ্ডারী

  • কিশোরগঞ্জে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অটো রিকশা ও সেলাই মেশিন প্রদান

    কিশোরগঞ্জে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অটো রিকশা ও সেলাই মেশিন প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ।ডেস্ক : ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ পরিচালিত দারিদ্র্য বিমোচন প্রকল্প এর ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সম্মান ও মর্যাদাপূর্ণ জীবন-যাপনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশব্যাপী দারিদ্র্য বিমোচন কার্যক্রমের অংশ হিসাবে কিশোরগঞ্জে কর্মক্ষম উদ্যোগী ব্যক্তির আর্থিক অবস্থা উত্তরণে ৪টি অটো রিকশা ও ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়।

    ২৩ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩ টায় ‘কিশোরগঞ্জস্থ শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানে’ কর্মহীন মানুষদের স্বনির্ভরতা অর্জনে সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট সামাজসেবক হাজী মোহাম্মদ হানিফ মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন চরশোলাকিয়া ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া ।

    মোহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ।

    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পর্ষদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, প্রচার সম্পাদক আহসান উল্লাহ চৌধুরী বিভন, সাংগঠনিক সমম্বয়ক মোহাম্মদ কিবরিয়া চেরাগী, মোহাম্মদ শফিকুর রহমান, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শফিক কবির ও মোহাম্মদ ফারুকুজ্জামান প্রমুখ।

  • জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

    জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

    মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১তম বার্ষিক ওরশ উপলক্ষে রাউজান উপজেলার বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৪ অক্টোবর শুক্রবার সকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার অধিন ৪৯ টি শাখা কমিটির উদ্যোগে স্ব-স্ব এলাকার প্রতিটি মসজিদ এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

    এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিলে প্রত্যেকটি শাখার সভাপতি -সম্পাদক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এদিকে শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদাপাড়া শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১ তম বার্ষিক উরস শরীফ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

    সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলী।

    বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য মাষ্টার জাহাঈীর আলম চৌধুরী, রাশেদ তালুকদার, মোঃ জামাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আব্দুল খালেক চৌধুরী প্রমুখ।