Tag: জিয়ান্নি ইনফান্তিনো

  • করোনাভাইরাসে আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

    করোনাভাইরাসে আক্রান্ত ফিফা প্রেসিডেন্ট

    ইউরোপে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে বেশ কিছু দেশে সতর্কতা জারি করা হয়েছে। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সে সঙ্গে মৃতের সংখ্যাও।

    এবার প্রাণনাশী ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার পক্ষ থেকেই আজ এ তথ্য জানানো হয়েছে।

    ফিফার পক্ষ থেকে এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘৫০ বছর বয়সী ইনফ্যান্তিনোর শরীরে কিছু রক্ষ্মণ দেখা গেছে। পরে টেস্ট করে দেখা গেছে তিনি কোভিড-১৯ পজিটিভ। নিয়ম অনুযায়ী নিজ বাড়িতে সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি এবং অন্তত আরও ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

    ফিফার সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর সংস্পর্শে যারা এসেছেন গত কিছুদিনে, তারা যেন বিষয়টা অনুধাবনের চেষ্টা করে এবং খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ফিফা আশা করছে, খুব দ্রুত প্রেসিডেন্ট কোভড-১৯ ভাইরাস থেকে সেরে উঠবেন।’

    ২৪ ঘণ্টা/রিহাম

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ফিফা সভাপতির সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শিমুল হলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি।

    জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের ফুটবলের প্রসার ঘটাতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

    অন্যদিকে বাংলাদেশের ফুটবলের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন ফিফা সভাপতি।

    জিয়ান্নি ইনফান্তিনো ফিফার পক্ষ থেকে শেখ হাসিনা নামাঙ্কিত নীল রংয়ের একটি ১০ নাম্বার জার্সি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

    অন্যদিকে প্রধানমন্ত্রীও ইনফান্তিনোর নামাঙ্কিত লাল সবুজের জার্সি ফিফা সভাপতিকে উপহার দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাতে উপহার হিসেবে জার্সি তুলে দেন

    ফিফা সভাপতি সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বেলা ২টা ২০ মিনিটে। ৩টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল পাঁচটায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

    এর আগে ফিফা সভাপতি হিসেবে জোয়াও হ্যাভেলাঞ্জ এবং সেপ ব্লাটার বাংলাদেশ সফরে এসে ছিলেন। ১৯৮০ সালে জোয়াও হ্যাভেলাঞ্জ আসেন বাংলাদেশ সফরে। তারপর সেপ ব্লাটার প্রথমবার ২০০৬ সালে এবং দ্বিতীয়বার ২০১২ সালে বাংলাদেশ সফর করে ছিলেন।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চলতি মাসে এশিয়ায় তার শুভেচ্ছা সফর শুরু করেছেন। সফরের শুরুটা হয়েছে লেবানন থেকে। তারপর তিনি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে যান। সেখানে দুই কোরিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচ উপভোগ করেন। পিয়ংইয়ং সফর শেষে তিনি মঙ্গোলিয়ায় যান। বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকায় পা রাখেন তিনি।