Tag: জিয়া উদ্দিন আহমদ বাবলু

  • চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : আপিল শুনানিতে বৈধ হল বাবলুর মনোনয়ন

    চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন : আপিল শুনানিতে বৈধ হল বাবলুর মনোনয়ন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল শুনানি শেষে বাতিল হওয়া মনোনয়ন পত্রের ফের বৈধতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়া উদ্দিন আহমদ বাবলু।

    ফলে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে ভোটযুদ্ধে অংশগ্রহণ করছে বাবলু। এদিন বোয়ালখালী-চান্দগাঁও আসনের উপ নির্বাচনে ৭ প্রার্থীর মধ্যে ভোটযুদ্ধ অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পাওয়ার তথ্যটি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দীন আহমদ বাবলু নিজেই ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন।

    এর আগে নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ১৯জন প্রার্থী। বিএনপি থেকে মনোনয়ন চান ৩ প্রার্থী।

    তবে জল্পনা কল্পনা শেষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদকে মনোনীত করেন আওয়ামী লীগ। বিএনপি’র মনোনয়নে প্রার্থী হন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান। অন্যদিকে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে নির্বাচনি মাঠে হাওয়া গরম করে দেন জিয়া উদ্দিন বাবলু। এছাড়াও এ নির্বাচনে অংশ নিতে আরো ৫ প্রার্থীসহ মোট ৮ জন মনোনয়ন ফরম জমা দেন।

    গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ঋণ খেলাপির অভিযোগে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। ওইদিন ৬ প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হয় গণফ্রণ্টের উত্তম চৌধুরী ও জাপার প্রার্থী জিয়া উদ্দিন বাবলুর। তবে মনোনয়ন ফিরে পেতে আপিল করেন জিয়া উদ্দিন বাবলু।

    নির্বাচন কমিশন জানিয়েছে জিয়াউদ্দীন আহমদ বাবলু এক ব্যক্তির ব্যাংক ঋণের জিম্মায় ছিলেন। নির্দিষ্ট সময়ে ওই ঋণ পরিশোধে ব্যর্থ হন। নির্বাচনী আইনে বলা হয়েছে, যদি কেউ ব্যক্তিগত লোন নিয়ে থাকেন অথবা ব্যক্তিগত লোন নেয়ার ক্ষেত্রে জিম্মায় থাকেন তাহলে তাকে মানোনয়নপত্র জমাদানের ৭ দিন আগে সেই লোন পরিশোধ করতে হবে।

    এক্ষেত্রে জনৈক ব্যক্তিটি লোন পরিশোধ করেছেন একদিন আগে, যা নির্বাচনী আইনের লঙ্ঘন। এ কারণে জিয়া উদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

    মোছলেম, সুফিয়ান ও বাবলু ছাড়াও নির্বাচনী লড়াইয়ে আছেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ও ন্যাপের বাপন দাশগুপ্ত।

    উল্লেখ্য : ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল।

    এ নিয়ে তিনি এ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৭ নভেম্ব^র ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে এ আসন শূণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তাঁর মৃত্যুর পরপরই এলাকার নতুন সংসদ সদস্য কে হবেন তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১৩ জানুয়ারি সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৮৯টি কেন্দ্রে ইল্কেট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৮ আসনে ভোটার রয়েছেন ৪লক্ষ ৭৫হাজার ৯৯৬ জন।

    এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৪১হাজার ৯২২জন। মহিলা ভোটার ২লক্ষ ৩৪ হাজার ৭৪জন। তৎমধ্যে নগরের ৫টি (৩-৭) ওয়ার্ডে ভোটার রয়েছেন ৩ লক্ষ ১১হাজার ৯৯৬জন। বোয়ালখালী (শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন ব্যতীত) উপজেলায় ১ লক্ষ ৬৪হাজার ভোটার।