২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : রাজধানী ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত ভাইকে দেখতে গিয়ে সে প্রাণঘাতী অদৃশ্য ভাইরাস কেড়ে নিল বোনের জীবন। করোনায় আক্রান্ত হয়েছেন বোনের স্বামী ও দুই সন্তান।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় মারা যাওয়া বোনের নাম নাজমুন নাহার। তিনি কুমিল্লার হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
নাজমুন নাহারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা। তিনি বলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন নাহার ছুটিতে থাকাবস্থায় ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি ২০১০ সালে হোমনায় চাকরিতে যোগ দিয়ে প্রতিদিনই ঢাকা-হোমনায় আসা-যাওয়া করতেন। হোমনায় অফিস করে প্রায়দিনই ঢাকায় তার করোনা আক্রান্ত ভাইকে দেখতে যেতেন।
সেখানে যাওয়া-আসা করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। তার সংসারে স্বামী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তারা সবাই করোনায় আক্রান্ত। তবে নাজমুন নাহার বেশ কিছুদিন ছুটিতে ছিলেন।
ওই কর্মকর্তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা মজিদ, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনাসতহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে, কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮১ জনে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, জেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং জেলার আদর্শ সদরে ছয়জন, হোমনায় দুইজন, বুড়িচংয়ে ২০ জন, লাকসামে ছয়জন, চান্দিনায় ১৭ জন, লালমাইয়ে দুইজন এবং মুরাদনগরে ১৫ জন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন মোট ১০০ জন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স