Tag: জীবানুনাশক পানি

  • চমেক হাসপাতাল এলাকায় জীবাণুনাশক পানি ছিটালেন মেয়র নাছির

    চমেক হাসপাতাল এলাকায় জীবাণুনাশক পানি ছিটালেন মেয়র নাছির

    করোনাভাইরাস সংক্রমন রোধে আজও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এলাকায় ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন।

    আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি হাসপাতালের পৌঁছামাত্রই চমেক এর পূর্ব গেইট থেকে পানি ছিটানো কাজ শুরু করেন।

    সিটি মেয়র চমেক হাসপাতাল ভেতরে – বাইরের রাস্তা পর্যন্ত প্রায় ১৬ হাজার লিটার পানি ছিটিয়েছেন। বেলা ১টা পর্যন্ত ২ঘন্টা একটানা পানি ছিটিয়েছেন সিটি মেয়র।

    গতকাল বুধবার সকালে ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট পর্যন্ত নিজ হাতে জীবাণুনাশক পানি ছিটিয়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কার্যক্রম উদ্বোধন করেন।

    এই সময় উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডাক্তার মজিবুল হক খান,সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রে.জেনারেল এস.এম.হুমায়ুন কবির, চমেক অধ্যক্ষ ডাক্তার শামীম হাসান,উপাধ্যক্ষ,প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী,তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক উপস্থিত ছিলেন।

    এক সংক্ষিপ্ত বক্তব্যে সিটি মেয়র বলেন করোনা ভাইরাস নিমূল না পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন নগরে বসবাসকারী ছোট বড় সকলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান ।

    এই প্রসঙ্গে তিনি চীনের উহানে কথা উল্লেখ করে বলেন, সেখানে করোনাভাইরাস দেখার দেওয়ার পরপরই চসিক এব্যাপারে প্রচার-প্রচারণা শুরু করে। উল্লেখ্য চসিক এর কট্টোল রুম দামপাড়া থেকে চসিক জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে সার্বক্ষনিক ডাক্তার,নার্সসহ অন্যান্যরা নগরবাসির সেবায় নিয়োজিত থাকবে। কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে ০৩১-৬৩৪৫৮৪ । যে কোনো তথ্য এই নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের।