Tag: জুভেন্টাস

  • রোনালদোর জোড়া গোলে বার্সাকে উড়িয়ে দিল জুভেন্টাস

    রোনালদোর জোড়া গোলে বার্সাকে উড়িয়ে দিল জুভেন্টাস

    দুই তারকার মহামিলন; ম্যাচের ফলাফলের চেয়ে এই দ্বৈরথ দেখতে মুখিয়ে ছিল ফুটবল ভক্তরা। কিন্তু পুনর্মিলনের ম্যাচে একাই আলো ছড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সুযোগ তৈরি করেও সফলতা পেলেন না লিওনেল মেসি। পর্তুগিজ তারকা রোনালদোর জোড়া গোলে বার্সেলোনাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস।

    গতকাল মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। রোনালদোর দুই গোলের সঙ্গে আরেকটি করেন ওয়েস্টন ম্যাককেনি।

    অবশ্য ম্যাচটিতে জুভেন্টাস গোলরক্ষক বিশেষভাবে নজর কেড়েছেন। ম্যাচের পুরোটা সময় গোলবার আগলে রেখেছেন জানলুইজি বুফন। অভিজ্ঞ এই ইতালিয়ান গোলরক্ষকের বাধা এড়িয়ে সাফল্যের দেখা পাননি মেসিরা।

    অথচ হারলেও পুরো ম্যাচে জুভেন্টাসের চেয়ে বেশি আক্রমণাত্মক ছিল বার্সা। ম্যাচের ৬০ শতাংশ বল দখলে রেখে অন টার্গেট শট নেয় ১৯ বার। কিন্তু একটিও সফল হতে দেননি জুভেন্টাস গোলরক্ষক। অন্যদিকে, পুরো ম্যাচে ৪০ ভাগ সময় বল দখলে রেখে সাতবার শট নিয়েই সফল জুভেন্টাস।

    এর আগে প্রথম দেখায় জুভেন্টাসের মাঠে ২-০ গোলে জিতেছিল বার্সা। ওই ম্যাচে ছিলেন না রোনালদো। এবার ফিরেই চ্যাম্পিয়ানস লিগে বার্সাকে প্রথম হারের স্বাদ দিলেন তিনি।

    এদিন ম্যাচের ১৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় জুভেন্টাস। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। বার্সার ডি-বক্সে ঢুকলে পর্তুগিজ তারকাকে ফাউল করে বসেন স্বাগতিক ডিফেন্ডার আরাহো। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ওই সুযোগে গোল আদায় করে নেন রোনালদো।

    ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। কুয়াদরাদোর ক্রস ধরে ডি বক্সের বাইরে পেয়ে ডান পায়ের ভলিতে স্কোরলাইন ২-০ করেন তিনি।

    বিরতির পর তৃতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় জুভেন্টাস। সেটিও আসে স্পট কিক থেকে। বার্সেলোনার ডি-বক্সে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। পেনাল্টি থেকে জোরালো শটে দলের বড় জয় নিশ্চিত করেন রোনালদো। সবমিলিয়ে এই প্রতিযোগিতায় ১৩৪টি গোল করলেন জুভেন্টাস ফরোয়ার্ড।

  • রোনালদোর অতিমানবীয় গোলে জুভেন্টাসের জয় (ভিডিও)

    রোনালদোর অতিমানবীয় গোলে জুভেন্টাসের জয় (ভিডিও)

    ইতালিয়ান সিরি-আ’র ম্যাচে বুধবার সাম্পদোরিয়াকে ২-১ গোলে হারিয়েছে প্রতিযোগিতাটির টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

    ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে খেলতে থাকে তুরিনের বুড়িরা। ১৯তম মিনিটে পাওলো ডিবালার দুর্দান্ত গোলে এগিয়ে যায় জুভেন্টাস। আলেক্স সান্দ্রোর পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে বাঁ পায়ের জোরালো কোনাকুনি শটে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আসরে তার মোট গোল হলো পাঁচটি।

    এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি শিরোপাধারীদের। ডি-বক্সে তারা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় পেয়ে ১০ গজ দূর থেকে জোরালো শটে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড জানলুকা কাপরারি।

    রোনালদোর দুর্দান্ত হেডে ৪৫তম মিনিটে আবারও এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক থেকে সান্দ্রোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে অনেকখানি লাফিয়ে হেডে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

    এই নিয়ে আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল হলো ১০টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল হলো ১২টি।

    ১৭ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউভেন্তুস। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান।

    দেখুন রোনালদোর করা সেই অসাধারন জয়সূচক গোলটি

  • চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

    চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

    এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। নক আউট পর্বে সবচেয়ে আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। অপরদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা; তাদের প্রতিপক্ষ নাপোলি।

    সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র হয়। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আতলেতিকোর মাদ্রিদের বিপক্ষে।

    দেখুন চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোয় কে কার মুখোমুখি

    বরুসিয়া ডর্টমুন্ড-পিএসজি

    রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

    আটালান্টা-ভালেন্সিয়া

    এটলেটিকো মাদ্রিদ-লিভারপুল

    চেলসি-বায়ার্ন মিউনিখ

    অলিম্পিক লিওঁ-জুভেন্টাস

    টটেনহ্যাম হটস্পার-লিপজিগ

    নাপোলি-বার্সেলোনা

    আগামী ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ।

    ফাইনাল হবে তুরস্কের ইস্তানবুলে, আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।