Tag: জুমার নামাজ

  • প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

    প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

    পবিত্র রমজানের প্রথম জুমায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মসজিদে মসজিদে বয়ান ও খুতবায় সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।

    বিভিন্ন মসজিদ ঘুরে দেখা গেছে, রমজান মাসের প্রথম জুমায় মুসল্লিরা নিজেদের শপে দেন মহান রবের দরবারে। সিজদায় নত শির, মুখে ছিল মহান আল্লাহর মাহাত্ম্যের ঘোষণা।

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রান মুসল্লিদের। বায়তুল মোকাররমে জুমার জামাতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

    জুমার খুতবা পরিচালনা করেন প্রধান খতিব মাওলানা রুহুল আমিন। প্রায় পৌনে ১ ঘণ্টার খুতবায় তিনি সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরেন।

    রাজধানীর অন্যান্য মসজিদগুলোতেও একই চিত্র দেখা গেছে। আজানের আগেই বিভিন্ন স্থান থেকে দলে দলে মসজিদে এসে ভিড় জমান মুসল্লিরা। নির্দিষ্ট স্থানে সংকুলান না হওয়ায় অনেকেই অবস্থান নেন মসজিদের আশপাশে।

    নামাজ শেষে মুসল্লিরা জানান, প্রথম রোজার জুমার জামাতে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। পাশাপাশি এবারের রমজানে পাঁচটি জুমার নামাজ পড়ার আশা করেন মুসল্লিরা।

  • ইজতেমায় দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

    ইজতেমায় দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

    টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন শুক্রবারে হাজারো মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

    দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে নামাজ শুরু হয়। মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী এতে ইমামতি করেন।

    দেশের বৃহত্তম এ জুমার জামাতে অংশ নিতে রাত থেকেই মুসল্লিরা ভিড় করেন ইজতেমা ময়দানে।

    নামাজ শুরুর আগে কথা হয় উত্তরা থেকে আগত মুসল্লি শেখ সালমানের সঙ্গে। তিনি বলেন, প্রথম পর্বের জুমার নামাজে শামিল হতে পারিনি। তাই আজ চলে এলাম। ভালোই লাগছে, কারণ গতবারের চেয়ে ভিড় কম।

    আশুলিয়া থেকে আগত সাদ্দাম হোসেন বলেন, জুমার নামাজটা ইজতেমায় সবার সঙ্গে আদায় করার জন্য এখানে এলাম। আশা করি আল্লাহপাক নামাজ কবুল করবেন।

    সন্তানসহ এসেছেন মুসল্লি তরিকুল ইসলাম। তিনি বলেন, নিজের ছেলেকে নিয়ে আজ এ বিশাল ময়দানে লাখ লাখ মানুষের সঙ্গে নামাজ আদায় করব, ভাবতেই ভালো লাগছে।

  • তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির জমায়েত

    তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির জমায়েত

    বিশ্ব ইজতেমার প্রথমদিনে জুমার নামাজে দেশ-বিদেশের লাখো মুসল্লির জমায়েত। আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ নদীর তীর। শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন সবাই। মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কাল পেরিয়ে আবারো সমবেত হতে পারায় শুকরিয়া আদায় করেন তারা। পুরো আয়োজন ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। কাজ করছে পুলিশের সাইবার টিমও।
    তুরাগতীরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি

    শুক্রবার (১৩ জানুয়ারি) ইজতেমা মাঠে অনুষ্ঠিত হলো স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজের জামাত। নামাজ শুরু হয় দুপুর ১টা ৪৫ মিনিটে; ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।

    ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মুসল্লিদের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সব স্থান পরিণত হয় জনসমুদ্রে।

    বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন চটের বস্তা কিংবা খবরের কাগজ বিছিয়ে নামাজে শরিক হন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    মো. ইসমাঈল হোসেন নামে নরসিংদী থেকে আসা এক মুসল্লি বলেন, বড় জামাতে নামাজ আদায় করা অনেক ফজিলত। তাই জুমার নামাজ আদায় করার জন্য ভোরেই বাড়ি থেকে বের হয়েছি। রাস্তায় যানবাহনে প্রচুর ভিড় থাকায় ইজতেমা ময়দান পর্যন্ত পৌঁছাতে অনেক কষ্ট হয়েছে।

    এদিন ফজরের পর মাঠে আমবয়ান করেন মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশে বিশেষ বয়ান করেন আলীগড়ের প্রফেসর সানাউল্লাহ। একই সময় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বয়ান করেন পাকিস্তানের ড. নওশাদ। মাঠে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশে বয়ান করেন হায়দরাবাদের মাওলানা আকবর শরীফ। আরব জামাতের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহীম দেওলা।

    জুমার আগে বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা, জুমার খুতবা পড়েন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তিনি ইমামতিও করেন। জুমার পর মাঠের মূলমঞ্চ থেকে বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ-আছর বয়ান করবেন মাওলানা যোবায়ের ও বাদ-মাগরিব ভারতের মাওলানা আহমদ লাট বয়ান করবেন। বয়ান অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা উমর ফারুক।

  • বরিশালে সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা

    বরিশালে সমাবেশস্থলে জুমার নামাজ আদায় করলেন বিএনপি নেতাকর্মীরা

    বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন আজ শুক্রবার বঙ্গবন্ধু উদ‌্যানে (বেলস পার্ক) নেতাকর্মীদের ভিড় ছিল। তাঁরা মাঠেই পৃথক দুটি জামাতে জুমার নামাজ আদায় করেছেন।

    নামাজে অংশ নেওয়া ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. স্বপন সিকদার বলেন, ‘আমি ভোলার দৌলতখান থেকে এসেছি। নেতাকর্মীদের নিয়ে মাঠে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছি।’ তিনি বলেন, ‘ভোলা থেকে আসতে ভেদুরিয়া ঘাটে আমাদের অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা স্পিড বোটে ওঠার পর আমাদের দিকে লাঠি ছুড়ে মারা হয়েছে। ঘাট দিয়ে নৌকা, ট্রলার, লঞ্চ কিছুই ছাড়তে দেয়নি। খুব কষ্ট করে এই পর্যন্ত আসতে পেরেছি।’

    গৌরনদীর মাহিলারা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সজল বলেন, ‘একসঙ্গে অনেক মানুষ নামাজ আদায় করতে দেখে ভালো লেগেছে। নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামাজ আদায় করেছে।’

    বরগুনা জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রনি আহমেদ নাসির বলেন, ‘প্রখর রোদে গরমে কষ্ট হলেও একসঙ্গে অনেকে নামাজ আদায় করতে পেরে ভালো লাগছে। গণপরিবহন বন্ধ থাকায় সমাবেশ স্থলে আসতে অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে। তবে, সমাবেশে যে পরিমাণ লোকজন অংশ নিয়েছে, তা দেখে সব কষ্ট বিলীন হয়ে গেছে।’

    ২৪ঘণ্টা/এনআর

  • আমিরাতে ৪ ডিসেম্বর থেকে পুনরায় জুমার নামাজ চালু

    আমিরাতে ৪ ডিসেম্বর থেকে পুনরায় জুমার নামাজ চালু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ডিসেম্বর থেকে মসজিদে জুমার নামাজের অনুমতি দেওয়া হয়েছে।

    গত মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে এই তথ্য জানানাে। ১ জুলাই থেকে মসজিদ চালু হয় আর আগামী ৪ ডিসেম্বর থেকে জুমার জন্য অনুমতি দিলেও মানতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির নিয়ম।

    করােনাভাইরাসের কারণে ১৬ মার্চ ‘ দ্য জেনারেল অথরিট অব ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড এনডাওমেন্টসের ঘােষণা মােতাবেক বন্ধ রাখা হয় দেশটির সব মসজিদ।

    এদিকে দেশটির আইন অনুযায়ী প্রতি দুই সারির মধ্যে একটি ফাঁকা সারি রাখতে হবে। প্রতি দুই ব্যক্তির মধ্যে ১.৫ মিটার ফাক রাখতে হবে। মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। নামাজের জন্য মুসল্লা বা নামাজের চাদর বাসা থেকে নিয়ে আসতে হবে।

  • মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায়ের নির্দেশ

    মসজিদে না গিয়ে বাসায় নামাজ আদায়ের নির্দেশ

    ২৪ ঘণ্টা ডট নিউজ ::: করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে মসজিদে জামাতে নামাজের মুসল্লির সংখ্যা নির্ধারণ করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

    এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা হবে সর্বোচ্চ পাঁচজন। আর জুমার নামাজে মুসল্লি থাকবে এক মসজিদে সর্বোচ্চ ১০ জন।

    সোমবার মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, ভয়ানক করোনাভাইরাস সংক্রমণ রোধে মসজিদের ক্ষেত্রে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ছাড়া অন্য সব মুসল্লিকে সরকারের পক্ষ থেকে নিজ নিজ বাসায় নামাজ আদায় করতে নির্দেশ দেওয়া যাচ্ছে।

    জুমার জামাতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায়ের নির্দেশ দেওয়া যাচ্ছে।

    এতে আরও বলা হয়, মসজিদে জামাত চালু রাখার প্রয়োজনে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে পাঁচ ওয়াক্তের নামাজ অনধিক পাঁচজন এবং জুমার জামাতে অনধিক ১০ জন শরিক হতে পারবেন। বাইরের মুসল্লি মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না।

    স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে করোনায় মোট আক্রান্ত ১২৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।

    এদিকে করোনা প্রাদুর্ভাবের কারণে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মসজিদে জামাত আদায়ের ক্ষেত্রে একই ধরনের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে।

  • আজ সিঙ্গাপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না

    আজ সিঙ্গাপুরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না

    বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ প্রভাব ফেলেছে মুসলিমদের ধর্মীয় কার্যক্রমেও। ছোঁয়াচে হওয়ায় এই ভাইরাস মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে।

    করোনাভাইরাসের বিস্তার রোধে সিঙ্গাপুরের সকল মসজিদ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার (১৩ মার্চ) থেকে আগামী পাঁচদিন দেশটির ৭০টি মসজিদের সবগুলোই বন্ধ থাকবে। এমনকি শুক্রবার জামায়াতে জুমার নামাজও অনুষ্ঠিত হবে না।

    দেশটির সরকার জানিয়েছে, মালয়েশিয়ার সেলানগরে একটি ধর্মীয় গণজমায়েতে অংশ নেয়ার পর সিঙ্গাপুরের দুই নাগরিক করোনা সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে সিঙ্গাপুরের অন্তত ৯০ জন নাগরিক ওই ধর্মীয় সমাবেশে অংশ নেন। তাদের মধ্যে অনেকেই স্থানীয় কিছু মসজিদে সমবেত হতেন।

    সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বলছে, ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে কয়েকদিনের জন্য সাময়িকভাবে দেশের সব মসজিদ বন্ধ থাকবে।পাঁচদিন ধরে বন্ধ থাকা সব মসজিদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

    পরিষ্কার করার জন্য ইতোমধ্যে পাঁচটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে এই ধর্মীয় কাউন্সিল। বৃহস্পতিবার দেশটির মুসলিম কল্যাণবিষয়ক মন্ত্রী ম্যাসাগোস জুলকিফলি এক সংবাদ সম্মেলনে বলেন, দেশে ফেরত আসার পর এক ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ওই ব্যক্তির যাতায়াত আছে এমন চারটি মসজিদ শনাক্ত করা হয়েছে।

    মুসলিম সম্প্রদায়ের সুরক্ষার জন্যই সব মসজিদ বন্ধের অস্থায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেশটির পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন মুসলিম কল্যাণবিষয়ক মন্ত্রী ম্যাসাগোস জুলকিফলি।

    তিনি বলেন, মসজিদে প্রার্থনায় অংশ নেয়া বৃদ্ধরা বিশেষ ঝুঁকিতে আছেন। আমাদের নিজেদের, সম্প্রদায় এবং প্রিয়জনদের রক্ষা করা দরকার। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে কোভিড-১৯ এ সংক্রমণের বেশি ঝুঁকিতে আছেন জ্যেষ্ঠ এবং বয়স্করা।

    ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বলছে, মসজিদের সব ধরনের কার্যক্রম যেমন, বয়ান, ধর্মীয় শিক্ষার ক্লাস আগামী ২৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। তবে আগামী ১৬ মার্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যালোচনার পর খুলে দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।