চট্টগ্রামের রাউজানে রাতে বসা একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থসহ সাতজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।
এ সময় জুয়া খেলার অপরাধে আটক সাতজনকে জুয়া আইনে ১৮৬৭ আইনের ধারায় ৭দিনের বিনাশ্রম দন্ড প্রদান সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
৫ অক্টোবর শনিবার রাত সাড়ে আটটার দিকে রাউজান পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ গহিরা এলাকার মোক্তার আলীর বাড়িতে এই অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ।
দন্ডপ্রাপ্তরা হলেন, একই এলাকার মীর মীর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে ওমান প্রবাসী মাহবুল আলম (৩৮), মোঃ ইদ্রিসের ছেলে কামরুল ইসলাম (৩৯), কোরবান আলীর বাড়ীর আব্দুল গফুরের ছেলে ভ্যানগাড়ী চালক মোঃ আরমাদ (৩২), মৃত মনির আহম্মদের ছেলে শহীদুল ইসলাম(২৬), হাসান আলী তালুকদার বাড়ির মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ সোলায়মান (২৭), মৃত আলতাফ মিয়ার ছেলে আবুল কালাম (৬০), আশরাফ আলী সারাং বাড়ির মৃত রফিকুল ইসলামের ছেলে রাজু ইসলাম (৪৮)।
আটককৃতদের রাউজান থানায় হস্তান্তরের পর কারাগারে সোর্পদ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে সাতজন জুয়ারি এলাকার একটি পাকা ভবনের ছাদে সোলায়মানের মুরগী ফার্মের পার্শ্বের একটি কক্ষে জুয়া খেলছিল। গোপন সূত্রে এই সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুনায়েদ কবির সোহাগ।