Tag: জুয়াড়ি আটক

  • চট্টগ্রামে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

    চট্টগ্রামে ১২ জুয়াড়ি গ্রেপ্তার

    চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার (২৮ মে) ভোরে থানার ফলমণ্ডি ইঞ্জিনিয়ার কলোনির ২ নম্বর কক্ষের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    এসময় তাদের কাছ থেকে নগদ ১১ হাজার ৫০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

    কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়া খেলার খবর পেয়ে সিআরবি পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • মানিকছড়িতে ৬ জুয়াড়ি আটক

    মানিকছড়িতে ৬ জুয়াড়ি আটক

    খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথবাহিনী গতকাল শুক্রবার রাতে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে আটক করেছে।

    পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল গতকাল রাতে শুক্রবার মানিকছড়ির পান বাজারে একটি আবাসিক ভাবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়,
    এই সময় জুয়া খেলারসরঞ্জামাদি ও ৫ হাজার ৮ শত ৮০ টাকা সহ ওই ৬ ব্যক্তিকে আটক করে।

    আটকৃতরা হলে মানিকছড়ি উপজেলার বাসীন্দা মো.ছগির(৪০), নুরুর আলম(৩১), শাহজাহান(৪২), হোসাইন(২৮),ছিদ্দিক(৩৮), এনামুল হক(৩০)।

    মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো.আমির হোসেন জানান আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, মামলা নং -৭ ২৮/২।

  • সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ৮ জুয়াড়ির কারাদন্ড

    সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে ৮ জুয়াড়ির কারাদন্ড

    নীলফামারীর সৈয়দপুরে ধলাগাছ কয়াকিসামতপাড়া থেকে জুয়া খেলা অবস্থায় গভীর রাতে আটক ৮ তরুণকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

    ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ৩১ অক্টোবর (বুধবার ৩০ অক্টোবর দিবাগত রাতে) ওই দন্ডাদেশ দেন।

    দন্ডপ্রাপ্তরা হলো- কয়াকিসামতপাড়া এলাকার ইব্রাহিম আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জমশেদ আলীর ছেলে মোঃ আরিফ, তছলিম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী, মৃত হাসানের ছেলে মাহমুদ আলী, আনছার আলীর ছেলে আঃ মজিদ।

    প্রত্যেককে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং সুলতানের ছেলে মোঃ টিপু, মৃত কবিরের ছেলে রাজা ইসলাম কে ৭ দিনের ও মৃত তছলিমের ছেলে ইমান আলী কে একই আইনে ৩ দিনের বিনাশ্রম দন্ডাদেশ দেন প্রদান করা হয়েছে।

    সৈয়দপুর থানার এসআই ইমাদ উদ্দিন জানান, আসামীদের রাত ৩ টার দিকে শহরের ধলাগাছ কয়াকিসামত পাড়ায় অবস্থিত জনৈক সাদ্দাম হোসেনের চায়ের দোকান থেকে আটক করা হয়। তারা প্রত্যেকে টাকা ও তাস দিয়ে জুয়া খেলায় মগ্ন ছিল। এমতাবস্থায় বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে সঙ্গিয় ফোর্স নিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরাঞ্জাম তাস ও টাকা উদ্ধার করা হয়।

    পরে আটককৃত জুয়াড়িদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জুয়ার খেলার অপরাধে আটক তরুণদের আলাদা আলাদা মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

    বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার জানান, শহরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধ দমনে ভ্রাম্যমান আদালত সদা সক্রিয় আছে এবং থাকবে। এই জুয়ার কারনে অনেক সুখি সংসারে অশান্তি দেখা দিচ্ছে। সেই লক্ষ্যে গভীর রাত হলেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদের আইনানুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।