ফটিকছড়ি প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন, ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল বিকালে উপজেলার বারৈয়ারহাটের ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কমিটির আহবায়ক মঈনুল, জসিম, জয়নাল আবেদীন, সাহাবউদ্দীন, রেজাউল করিম, আবদুল বাতেন বিপ্লব, মালেক গাজী, কাশেম, মৌলানা নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর জেএসডি’র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবু তাহেরসহ আরো অনেকে। পরে দেশ, জনগন ও দলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন মৌলানা নুরুল আবছার।
সভায় বক্তারা, জেএসডির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে, বিশেষ করে দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জাতীয় সরকারসহ দশ দফা বাস্তবায়নের দাবী জানান।
সভায় মোহাম্মদ মুঈনুল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, নগর যুগ্ম আহ্বায়ক জসিমউল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাষ্টার জসিম, সদস্য মির্জা মোহাম্মদ আকবর, শেখ কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, মোহাম্মদ ইয়াকুব, মোস্তফা শাহাবুদ্দিন, রেজাউল করিম, আবুল কাশেম, আবুল হাসেম মোহাম্মদ নজরুল ইসলাম, আবু আহমেদ সিকদার, জাহাঙ্গীর আলম চৌধূরী।