Tag: জেনারেল

  • চট্টগ্রামে করোনাযুদ্ধে হেরে গেলেন আরো এক চিকিৎসক/৭ ঘণ্টায় ৩ মৃত্যু

    চট্টগ্রামে করোনাযুদ্ধে হেরে গেলেন আরো এক চিকিৎসক/৭ ঘণ্টায় ৩ মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনের মাত্র ৭ ঘণ্টার ব্যবধানেই ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। করোনা যুদ্ধে হেরে গেছেন চট্টগ্রামের আরো এক চিকিৎসক।

    আজ ৪ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১২টার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এবং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    জানা যায়, আজ ৪ জুন বৃহস্পতিবার সকাল ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একই হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা.মুহিদ হাসান।

    তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী।

    তিনি বলেন,মাত্র একদিনের ব্যবধানে আমাদের আরেক সহকর্মীকে হারালাম। কয়েকদিন আগে নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়। মুহিত মৃত্যুর আগ পর্যন্ত চমেক হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

    এর আগে একই হাসপাতালে চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হয়েছিলো। গতকাল ৩ জুন বুধবার দুপুরে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ ডা. এহসানুল করিম।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ নারীর মৃত্যু :

    আজ একদিনে চিকিৎসক মুহিদ হাসানের মৃত্যুর মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে করোনা আক্রান্ত আরো ২ নারীর মৃত্যুর খবর জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, মাত্র দুই ঘন্টার ব্যবধানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। দুজননেরই করোনা পজেটিভ ছিলো।

    তিনি বলেন, এদের একজন হলেন নগরীর জামালখান এলাকার বাসিন্দা সেলিনা আফরোজ (৫৬)। তিনি করোনা আক্রান্ত হয়ে গত ২৯ মে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন।

    আজ ভোরে তার শারিরীক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালের আইসিইউতে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনা আক্রান্ত হওয়ার আগে থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগেও ভোগছিলেন।

    তিনি আরো বলেন, এ নারীর মৃত্যুর মাত্র ২ ঘণ্টা আগেই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী অপর এক নারী করোনায় মারা গেছেন।

    আজ ভোর ৫টার সময় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় হাফসা বেগমের মৃত্যু হয়। এর আগে গত মঙ্গলবার করোনা আক্রান্ত এ নারী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    করোনার পাশাপাশি তিনিও রক্ত চাপ ও ডায়াবেটিস রোগে ভোগছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।

    প্রসঙ্গত : জেলা সিভিল সার্জন সুত্রে গতকাল ৩ জুন রাতে সর্বশেষ প্রকাশিত ফলাফলে জানা গেছে চট্টগ্রামের মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫৩৭ জন। এর মধ্যে নগরে ২৬৬৬ জন এবং উপজেলায় ৮৭১ জন। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮৫ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪৮ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা/চমেক ও জেনারেল হাসপাতালে ২ ব্যাক্তির মৃত্যু,উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন

    করোনা/চমেক ও জেনারেল হাসপাতালে ২ ব্যাক্তির মৃত্যু,উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টার মধ্যে চমেক ও জেনারেল হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনায়। উপসর্গ নিয়ে মারা গেছে আরো একজন।

    গতকাল ২৮ মে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ ২৯ মে শুক্রবার দুপুর সাড়ে ১২ টার মধ্যে নগরীর চমেক ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পৃথক ৩টি মৃত্যুর ঘটনা ঘটে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, গত (২১ মে) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এক বাসিন্দা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও কিডনীর সমস্যা নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন।

    গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে করোনা ইউনিটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তিনি মারা যান। নিহতের বয়স ৩৭ এবং নাম মো. আলী বলে জানা গেছে।

    এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায় অপর এক করোনা রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, আজ শুক্রবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টায় করোনায় আক্রান্ত ৫৩ বছর বয়সী এক রোগী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

    গত ১৬ মে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় নগরীর পাচঁলাইশ এলাকার বাসিন্দা মঞ্জুর মোর্শেদ। তার প্রচণ্ড শ্বাস কষ্ট থাকায় ভর্তির পর থেকেই তিনি শ্বাসকষ্ট থাকায় হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরে তিনি মারা যায়।

    এর আগে আজ ২৯ মে শুক্রবার সকালে একই হাসপাতালে সৌলভ চৌধুরী নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করার তথ্যও জানিয়েছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, নগরীর মোগলটুলী থেকে ৬৫ বছর বয়সী এক ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় গতকাল ২৮ মে বৃহস্পতিবার।

    আজ সকালে তার অবস্থা খারাপ হলে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) নেয়া হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স