Tag: জেনারেল হাসপাতালে

  • করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আয়ার মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৬০ বছর বয়সী এক কর্মচারীর মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে। তিনি ওই হাসপাতালের করোনা ইউনিটে চুক্তিভিত্তিক আয়ার দায়িত্বে নিযুক্ত ছিলেন।

    আজ ১ জুন সোমবার সকাল ৮ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তথ্যটি নিশ্চিত করেছেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম।

    তিনি বলেন, গতকাল করোনার উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

    আজ (সোমবার) সকাল ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাছাড়া মৃত্যুর আগে তিনি দীর্ঘদিন ধরে এজমায় ভুগছিলেন বলে তিনি জানান।

    জানা গেছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ওই নারী হাসপাতালের ফ্লু কর্নারে ক্লিনার হিসেবে চাকরি করতেন।

    অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার পাশাপাশি করোনা ভাইরাস (কোভিড-১৯) ইউনিটে রোগীদের কিছু প্রয়োজন হলে গেইটের বাইরে থেকে তা সংগ্রহ করে দিতেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স