Tag: জেলার

  • চট্টগ্রাম জেলার গ্রীণ জোন বোয়ালখালীতে করোনা আক্রান্ত দেড়শ ছুঁই ছুঁই, সুস্থ ২৫

    চট্টগ্রাম জেলার গ্রীণ জোন বোয়ালখালীতে করোনা আক্রান্ত দেড়শ ছুঁই ছুঁই, সুস্থ ২৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম জেলার গ্রীণ জোনে ভাগ করা বোয়ালখালী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দেড়শ ছুঁই ছুঁই।

    খোজ নিয়ে জানা যায়, ১৪৫ দশমিক ৪৪ বর্গ কি.মি. আয়তনের বোয়ালখালীতে জনসংখ্যা হলো প্রায় ২ লাখ ৮৭ হাজার। গত ১৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় চট্টগ্রামের এ উপজেলায়।

    গতকাল মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৭ জন। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমানসহ, চিকিৎসক, ২ সাংবাদিক, বোয়ালখালী থানায় কর্মরত ২৪জন পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন এবং মৃত্যু ২ জনের।

    তবে এ উপজেলার জনসংখ্যার তুলনায় আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, ১৪ এপ্রিল থেকে আজ বুধবার ১০ জুন পর্যন্ত উপজেলার ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ জন ও বোয়ালখালী পৌরসভায় ৮০ জন।বোয়ালখালী এসি ল্যাণ্ড স্ট্যাটাস

    এছাড়া উপজেলার কধুরখীলে ৭, শাকপুরায় ৭, সারোয়াতলীতে ৯, পোপাদিয়ায় ৩, চরণদ্বীপে ৫, শ্রীপুর-খরণদ্বীপে ৬, আমুচিয়ায় ৪, আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে ২ জন এবং নগরীতে থাকা বোয়ালখালীর বাসিন্দা ৫ জন।

    এদিকে আক্রান্তের হার বাড়লেও বোয়ালখালী উপজেলা এখনো রয়েছে গ্রীণ জোনে। অথচ বোয়ালখালীর চেয়ে তিনগুণ জনসংখ্যার পার্শ্ববর্তী কয়েকটি উপজেলাকে রেড ঘোষণা করেছে প্রশাসন।

    চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বোয়ালখালীর স্থানীয় অনেকের মনেই এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তা তা হল উপজেলায় কতজন করোনা রোগী শনাক্ত হলে রেড জোন ঘোষণা করবে প্রশাসন?

    ২৪ ঘণ্টা/পূজন সেন/আর এস পি

  • ২১ মে বিআইটিআইডিতে-২২,চমেকে-৬৯ এবং কক্সবাজার ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

    ২১ মে বিআইটিআইডিতে-২২,চমেকে-৬৯ এবং কক্সবাজার ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, চমেক ও কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া বিআইটিআইডি ল্যাবে চট্টগ্রাম মহানগরের পুরাতন এক রোগী নতুন করে আবার পজেটিভ এসেছে।

    তবে চট্টগ্রামে করোনা পরীক্ষার ২য় ল্যাব চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু)র ফলাফল হাতে না আসায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ২২ মে শুক্রবার সকালে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করার কথা জানিয়েছেন।

    ২১ মে বৃহস্পতিবার চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, র‌্যাব ও পুলিশ সদস্য এবং ২ মাসের একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২১ মে) রাতে বিআইটিআইডির ল্যাব সূত্র জানা যায়, ২২ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে নতুন ৯ জন এবং পুরাতন একজন রোগীর করোনা পজেটিভ আসে। আর চট্টগ্রামের চার উপজেলা মিলে এ ল্যাবে মোট ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলে।

    চট্টগ্রাম মহানগরের নতুন ৯ জনের মধ্যে ৩১ বছর বয়সী র‌্যাব-৭ এর পুরুষ সদস্য, ৩০ বছর বয়সী পুরুষ পুলিশ সদস্য, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২ মাসের শিশু, সবুজবাগ পুরুষ বয়স (৩৬), শেরশাহ কলোনি পুরুষ বয়স (৪০), হালিশহর পুরুষ বয়স (৫২), কোরবানিগঞ্জ পুরুষ বয়স (৪৬), হালিশহর পুরুষ বয়স (৭৪) ও সাগরিকা মহিলা বয়স (৪৫)।

    একই ল্যাবে চট্টগ্রামের ৪ উপজেলায় নতুন করে যে ২২ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে তার মধ্যে হাটহাজারীতে ৬ জন ( ২৮, ২৫,৩০,৫৭, ও ৩৪ একজনের বয়স জানা যায়নি) সন্দীপ উপজেলার ২৬,৩০ ও ৪২ বছর বয়সী তিনজন পুরুষ। রাউজান উপজেলায় ৪০ ও ৪৪ বছর বয়সী দুজন পুরুষ এবং সীতাকুন্ড উপজেলার বারককুন্ড পুরুষ বয়স (২৬)।

    এদিকে ২১ মে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ৬৮ জনসহ মোট ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২১ মে রাতে নমুনা পরীক্ষার ফলাফলে আক্রান্ত ৬৯ জনের মধ্যে শুধুমাত্র একজন ফেনীর ছাগলনাইয়ার হলেও বাকি ৬৮ জন চট্টগ্রামের।

    চট্টগ্রামের এ ৬৮ জনের মধ্যে ৬১ জন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও জেলার বিভিন্ন উপজেলার ৭ জন করোনা পজেটিভ রোগী রয়েছে। উপজেলার মধ্যে সীতাকুণ্ডের দারোগার হাটের ৩ জন, কর্ণফুলী, পটিয়া, ফটিকছড়ি ও সাতকানিয়ার একজন করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

    তাছাড়া বৃহস্পতিবার (২১ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট করে ২৬ জনের পজিটিভ আসে। যাদের মধ্যে কক্সবাজার সদরে ১২ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার একজন রোগী রয়েছে। তবে সীতাকুন্ডের পজিটিভ আসা রোগী কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে নমুনা পাঠানো হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

    সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)তে গত ২৪ ঘণ্টায় ৬১টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা সনাক্ত হয়।

    এরমধ্যে ৩৯ জন চট্টগ্রাম জেলা এবং ১ জন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা। আজ ৮ মে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, সিভাসু ল্যাবে সনাক্ত হওয়া চট্টগ্রামের ৩৯ জনের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৫ জন এবং জেলার ৪ উপজেলায় আরো ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম নগরীতে সনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে নগরীর বাকলিয়ায় ৪ জন, হালিশহরে ৩ জন, ইপিজেড ২ জন, সাগরিকা অলংকারে ১ জন, সাগরিকা কাজিরদীঘিতে ১জন এবং নগরীর বহদ্দারহাট ১, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, নাসিরাবাদ ১, মোগলটলী ১, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী রোড ১, মীর্জাপুল ১, সদরঘাট ১ ও আম বাগান রেলওয়ে কলোনীতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়।

    তাছাড়া গত ২৪ ঘণ্টায় একই ল্যাবে নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৪টি উপজেলায় আরো ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের করোনা হটস্পট সাতকানিয়ায় ৭ জন, সীতাকুণ্ডে ৫ জন, হাটহাজারীতে ১ জন এবং বোয়ালখালীতে আরো একজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তি দাঁড়াল ১৯৭ জনে। বাইরে থেকে পজিটিভ হয়ে আসা চট্টগ্রামের বাসিন্দা আছেন আরও পাঁচজন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ৪৭ জন।

    একই ল্যাবে আজ ভিন্ন জেলার একমাত্র রোগীটি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স