২৪ ঘণ্টা ডট নিউজ। বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রাম জেলার গ্রীণ জোনে ভাগ করা বোয়ালখালী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দেড়শ ছুঁই ছুঁই।
খোজ নিয়ে জানা যায়, ১৪৫ দশমিক ৪৪ বর্গ কি.মি. আয়তনের বোয়ালখালীতে জনসংখ্যা হলো প্রায় ২ লাখ ৮৭ হাজার। গত ১৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয় চট্টগ্রামের এ উপজেলায়।
গতকাল মঙ্গলবার (৯ জুন) পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৭ জন। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমানসহ, চিকিৎসক, ২ সাংবাদিক, বোয়ালখালী থানায় কর্মরত ২৪জন পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫ জন এবং মৃত্যু ২ জনের।
তবে এ উপজেলার জনসংখ্যার তুলনায় আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, ১৪ এপ্রিল থেকে আজ বুধবার ১০ জুন পর্যন্ত উপজেলার ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ জন ও বোয়ালখালী পৌরসভায় ৮০ জন।
এছাড়া উপজেলার কধুরখীলে ৭, শাকপুরায় ৭, সারোয়াতলীতে ৯, পোপাদিয়ায় ৩, চরণদ্বীপে ৫, শ্রীপুর-খরণদ্বীপে ৬, আমুচিয়ায় ৪, আহলা কড়লডেঙ্গা ইউনিয়নে ২ জন এবং নগরীতে থাকা বোয়ালখালীর বাসিন্দা ৫ জন।
এদিকে আক্রান্তের হার বাড়লেও বোয়ালখালী উপজেলা এখনো রয়েছে গ্রীণ জোনে। অথচ বোয়ালখালীর চেয়ে তিনগুণ জনসংখ্যার পার্শ্ববর্তী কয়েকটি উপজেলাকে রেড ঘোষণা করেছে প্রশাসন।
চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের পরিসংখ্যান দেখে বোয়ালখালীর স্থানীয় অনেকের মনেই এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তা তা হল উপজেলায় কতজন করোনা রোগী শনাক্ত হলে রেড জোন ঘোষণা করবে প্রশাসন?
২৪ ঘণ্টা/পূজন সেন/আর এস পি