Tag: জেলায়

  • চট্টগ্রাম করোনার ভয়াবহ ছোবল, একদিনে ৬৫ জন আক্রান্ত, মৃত্যু ১

    চট্টগ্রাম করোনার ভয়াবহ ছোবল, একদিনে ৬৫ জন আক্রান্ত, মৃত্যু ১

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে আজ করোনার ভয়াবহ ছোবল পড়েছে। চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    তিনটি ল্যাবে মোট ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলা ও বাইরের জেলায় সর্বমোট ৮০টি পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম শহর ও জেলায় ৬৫ জন এবং চট্টগ্রামের বাহিরের জেলায় ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ৩২ জন এবং নোয়াখালী জেলার ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। 

    চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৮৩ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৮ ফেনী জেলার ১ এবং নোয়াখালী জেলার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ১২ টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একজনের করোনা শনাক্ত হয়।

    আজ সোমবার (১১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৫ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৩৩ জন।

    এর মধ্যে চট্টগ্রাম নগরে ৪১ জন, জেলায় ২৪ জন এবং ফেনী ১ নোয়াখালী জেলায় ৭ জনের করোনা শনাক্ত হয়।

    নগরীতে আক্রান্তরা হলেন- গ্রীনভিউ সোসাইটি ১, কর্নেলহাট ১, নোয়াপাড়া পাহাড়তলী ১, বাঁচা মিয়া রোড ১, পশ্চিম বাঘঘোনা লালখান বাজার ১, নয়াবাজার মৌসুমি ১, আকবরশাহ ১, চকবাজার ১, পশ্চিম নাসিরাবাদ ১, পাঁচলাইশ ১, ফিল্ড হাসপাতাল ১, দামপাড়া পুলিশ লাইন ১, নন্দন কানন ১, ছোটপুল (আগ্রাবাদ) ১, আগ্রাবাদ ২, সিএমসিএইচ ১, কাজীর দেউরি ১, লালদিঘির পাড় ১, কদমতলী ২, হালিশহর ২, ফিরিঙ্গিবাজার ১, পতেঙ্গা ১, টেরীবাজার ১, এয়ারপোর্ট রোড ১, পশ্চিম গলি চকবাজার ১, রাহাত্তারপুল ২, বিএমএ (BMA) ২, হাজারী গলি ২, বন্দরটিলা (ইপিজেড) ১, বিএনএস (পতেঙ্গা) ১, বায়েজিদ ১, বেপারীপাড়া ১, ডিসি অফিস (ডবলমুরিং) ১, সাকেরপুল ১ এবং ফ্রিপোর্ট বন্দর ১ জন।

    চট্টগ্রাম জেলায় আক্রান্তরা হলেন- পটিয়া উপজেলায় ১২ জন তার মধ্যে পৌরসভায় ২, কাগজীপাড়া ১, কমলমুন্সীরহাট ৯ জন সাতকানিয়া ৫ জন, রাঙ্গুনিয়া ২ জন এবং সীতাকুণ্ড ২ জন।

    এদিকে আজ ১১ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছর বয়সী করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামের বাসিন্দা। নাম আমেনা বেগম (৬৫)।

    এনিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ২০ জন মারা গেছেন। আজ নতুন ২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

    তিন ল্যাবের ফলাফল/চট্টগ্রামে একদিনে ৪৯ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৬৮

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম বিভাগে করোনা পরীক্ষার তিন ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    তিনটি ল্যাবে মোট ৩১৭ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলা ও বাইরের জেলায় সর্বমোট ৭৫টি পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৯ জন, নোয়াখালী ১৬ জন, ফেনী জেলায় ৭ জন এবং লক্ষীপুর জেলার তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়। 

    চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ১৪ জন এবং নোয়াখালী জেলার ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

    এছাড়া চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩ টি নমুনা পরীক্ষা করে এতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি।

    আজ রবিবার (১০ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিআইটিআইডিতে ২১৭টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ২২ জন।

    চট্টগ্রাম নগর ও জেলায় ১৪ জন এবং ভিন্ন নোয়াখালী জেলায় ৮ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রাম নগরীর ১৪ জনের মধ্যে নগরীতে ১০ জন এবং জেলায় ৪ জন করোনা পজেটিভ আসে।

    নগরীতে আক্রান্তরা হলেন, হালিশহরে ২ জন, আগ্রাবাদ (হাজীপাড়া) ১ জন, নাসিরাবাদ (মেয়রগলি) ১ জন, সরাইপাড়া ১ জন, একে খান ১ জন, উত্তর কাট্রলী ১ জন, মুন্সীপাড়া ১ জন, কর্ণেলহাট ১ জন এবং ফিল্ড হাসপাতালে ১ জন।

    চট্টগ্রাম জেলার মধ্যে সীতাকুণ্ড উপজেলা (ভাটিয়ারী) ১ জন, চন্দনাইশ (দোহাজারী) ১ জন, মীরসরাই (অলিনগর) ১ জন এবং হাটহাজারী (ডাকবাংলো রোড) ১ জনের করোনা শনাক্ত হয়।

    এর আগে দুপুরে চট্টগ্রামের করোনা পরীক্ষার ২য় সিভাসু ল্যাবে ৯৭ টি নমুনা পরীক্ষা করে ৫৩টি পজেটিভ আসে। এরমধ্যে চট্টগ্রাম নগরীর ২ জন এবং জেলায় ৩৩ জনসহ চট্টগ্রামের মোট ৩৫ জন শনাক্ত হয়।

    এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখা দাড়িয়েছে  পাওয়া গেছে ২৬৮ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জন মারা গেছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • দুই জেলায় র‌্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ও ইয়াবা কারবারির মৃত্যু

    দুই জেলায় র‌্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধে সন্ত্রাসী ও ইয়াবা কারবারির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : দেশের দুই জেলায় র‌্যাবের সাথে পৃথক বন্দুকযুদ্ধের ঘটনায় কক্সবাজারের মাদক কারবারি মো. রুবেল (২২) ও পাবনার তালিকাভুক্ত সন্ত্রাসী আমিন শেখ (৪০) এর মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় এ সময় র‌্যাবের দুই সদস্য আহত এবং বিপুল দেশীয় অস্ত্র, গুলি, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের তথ্য জানিয়েছে র‌্যাব।

    আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. রুবেল (২২) নামে এক মাদক ও অস্ত্র কারবারি নিহত হয়েছেন। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভোররাত ৩টার দিকে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউপির বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার চালান খালাসের সংবাদ পেয়ে অবস্থান নেয়।

    কিছুক্ষণ পর র‌্যাবের উপস্থিতি টের পেলে মাদক কারবারিরা তাদের উপর গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হলে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরী একটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও গুলির ২টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

    এসময় গুলিবিদ্ধ এক মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

    নিহত রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মা পাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে। সে মাদক ও অস্ত্র কারবারি এবং ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল বলে জানিয়েছে র‌্যাব। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব। তিনি এই ঘটনায় তদন্ত সাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান।

    এদিকে আমাদের পাবনা প্রতিনিধি জানিয়েছেন বুধবার ভোর ৪টার দিকে পাবনার সদর উপজেলার রাজাপুর এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে আমিন শেখ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

    র‌্যাবের দাবি, নিহত আমিন শেখ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে সদর থানায় তিনটি করে হত্যা ও অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। নিহত আমিন উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এসকেন শেখের ছেলে।

    র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার রাজাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে ভোররাত ৪টার দিকে অভিযানে যায় র‌্যাবের একটি অভিযানিক টিম।

    ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩টি তাজা গুলি, একটি রাম দা, একটি চাপাতি ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালানোর চেষ্টা করে ডাকাতদলের সদস্যরা। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।

    এক পর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।