২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় এর সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে সরকার গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।
ঊন্ধ ঘোষণা করেছে দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। এমনকি গণপরিবহন চলাচলও রয়েছে বন্ধ। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে গরিব, দিন মজুর, নিম্ন আয় ও শ্রমজীবি মানুষ। তারা কর্মহীন হয়ে পড়ায় তাদের পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে হিমশিম খাচ্ছে।
তাদের কথা চিন্তা করে এসব পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের উদ্দ্যেগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। আজ ৩০ মার্চ সোমবার থেকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।
প্রাথমিকভাবে জেলার ১৬টি থানা এলাকার অফিসার ইনচার্জ এর মাধ্যমে ২ হাজার পরিবারে মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ঢাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরন করা হয় আজ সোমবার।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) একেএম এমরান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্তি পুলিশ সুপার (সদর) মোঃ জাহাংগীর এসব ত্রাণ বিতরনে মনিটরিং করছে।
এসব পুলিশ অফিসাররা জেলার বিভিন্ন থানা এলাকায় উপস্থিত থেকে সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জসহ গরিব ও অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এ ধরনের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
২৪ ঘন্টা/ আর এস পি