Tag: জেলা প্রশাসন

  • কুমিল্লায় অবৈধ ইটভাটা ধ্বংস করলো জেলা প্রশাসন

    কুমিল্লায় অবৈধ ইটভাটা ধ্বংস করলো জেলা প্রশাসন

    মাহফুজ বাবু : অনুমোদনহীন সনাতন পদ্ধতিতে তৈরি অবৈধ ইটভাটা উচ্ছেদে সাড়াশি অভিযান শুরু করেছে কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

    এরই ধারাবাহিকতায় প্রথম দিন কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কালখারপাড় মোড়ে জিয়াউর রহমান টিটুর মালিকানাধীন এনএসবি ব্রিকসে অভিযান পরিচালিত হয়।

    কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার অনুমতি না থাকায় ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়।

    পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা জানায়, পরিবেশ অধিদপ্তরের নিয়ম অনুযায়ী ১২০ফিট তথা সনাতন পদ্ধতির সকল ধরনের ইটভাটার কার্যক্রম ২০১১সাল থেকে স্থগিত করেছে সরকার। সরকারী নির্দেশনা অমান্য করে কুমিল্লা সদরের কালখারপাড় এনএসবি ব্রিকস নামের এ ইটভাটাটি কোন প্রকার অনুমতি ব্যাতীতই কার্যক্রম পরিচালনা করে আসছিল। বারবার তাগদা ও নোটিশ দেয়ার পরও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার সকাল ১০টায় ফায়ার সার্ভিসের সহায়তায় এক্সেভেটর দিয়ে ইটভাটাটি গুড়িয়ে দেয়া হয়। এসময় জলন্ত ভাটায় পানি দিয়ে চুল্লিগুলো নেভানো হয়।

    এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেহেদী ইসলাম ও অমিত দত্ত জানান, অবৈধ কার্যক্রমের অভিযোগে ইটভাটাটি ভেঙ্গে ফেলা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি বলেন, সনাতন চুল্লি পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর, কুমিল্লার সবগুলো ইটভাটাই জিগজাগ প্রকৃতির চুল্লিতে চলছে। একমাত্র এনএসবি ইট ভাটাটি সনাতন পদ্ধতির। এছাড়া পরিবেশ অধিদপ্তরে কোন প্রকার অনুমতি না থাকায় একাধিকবার নোটিশ দিয়ে ও কার্যকর কোন ব্যবস্থা গ্রহন না করায় ইটভাটাটি ভেঙ্গে ফেলা হয়েছে।

    অভিযানে সহযোগিতা করেন জেলা প্রশাসন ফায়ার সার্ভিস, র‌্যাব ১১ সিপিসি-২ কুমিল্লার একাধিক টিম।

    এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর নজরুল ইসলাম, আমির হোসেনসহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • কক্সবাজার জেলা প্রশাসনকে মশক নিধন যন্ত্র ফগার মেশিন দিল আইওএম

    কক্সবাজার জেলা প্রশাসনকে মশক নিধন যন্ত্র ফগার মেশিন দিল আইওএম

    মশক নিধনের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে ১২টি ফগার মেশিন দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

    কক্সবাজার অঞ্চলে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া বিস্তারের সম্ভাবনা নির্মূল কাজে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করতে ফগার মেশিনগুলো কক্সবাজার জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে।

    আইওএম-এর বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল পেরেইরা রোববার জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় উপস্থিত থেকে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে ফগার মেশিনগুলো হস্তান্তর করেন।

    জেলার আটটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও) এবং আইওএমের প্রতিনিধিগণসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রতিনিধিগণও সভায় উপস্থিত ছিলেন।

    কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সভা। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইওএম-এর বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল পেরেইরা।

    হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক আইওএমকে ধন্যবাদ জানিয়ে বলেনঃ “এই ধরণের সহযোগীতায় জেলার মানুষ উপকৃত হবে এবং মশক নিধনে আমাদের কর্মতৎপরতা আরো বাড়বে।”

    আইওএম-এর বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল পেরেইরা বলেনঃ “ কক্সবাজারের স্থানীয় মানুষদের সহায়তার ক্ষেত্রে বদ্ধপরিকর আইওএম। আইওএম-এর এই অনুদান সামগ্রিক সহায়তা কর্মসুচীর একটি অংশ।”

    এই ১২টি ফগার মেশিনের মধ্যে আটটি ইউএনও অফিসকে দেওয়া হবে, দুটি কক্সবাজার পৌরসভার মেয়রের অফিসে, একটি কক্সবাজার সদর হাসপাতালে এবং অন্য একটি জেলা প্রশাসনের কার্যালয়ে সংরক্ষণ করা হবে।

    ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং এধরণের মশাবাহিত রোগ বিস্তারের জন্য কক্সবাজার ঝুঁকিপূর্ণ ।

  • কক্সবাজারে পর্যটকরা হোটেল বন্দি,সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে

    কক্সবাজারে পর্যটকরা হোটেল বন্দি,সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা নিরাপদে

    ইসলাম মাহমুদ, কক্সবাজার প্রতিনিধি : ‘বুলবুল’র প্রভাবে কক্সবাজার সমুদ্রবন্দরে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। উত্তাল রয়েছে সাগর। ঘূর্ণিঝড়ের পাশাপাশি পূর্ণিমা থিতির জোয়ারে স্বাভাবিকের চেয়ে সাগরের জোয়ারের পানি বেড়েছে ৭-৮ ফুট।

    কক্সবাজারের সর্বত্র গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে হোটেলেই বন্দি সময় পার করছেন টানা তিনদিনের জন্য বেড়াতে আসা পর্যটকরা। ঘরবন্দি হয়ে আছেন নানা শ্রেণি-পেশার মানুষ।

    অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে গিয়ে আটকা পড়েছেন প্রায় ১২০০ পর্যটক। তবে তারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বুলবুলের প্রভাবে যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে স্থানীয়দের পাশাপাশি আটকে পড়া পর্যটকদের নিরাপদ রাখতে সাইক্লোন শেল্টার এবং বহুতল ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে।

    জেলা প্রশাসনের নির্দেশনায় পর্যটকদের আহার ও আবাসন নির্বিঘ্ন করা হচ্ছে। বৈরী আবহাওয়া না কাটা পর্যন্ত তাদের দেখভাল করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দ্বীপেও বৃষ্টির পাশাপাশি হালকা বাতাস রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে।

    ঢাকা থেকে পরিবার-পরিজন মিলিয়ে ২৫ জনের দল নিয়ে তিনদিনের জন্য কক্সবাজারে ঘুরতে আসা মাহমুদুল হাসান। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, বেড়াতে এসে এখন হোটেল রুমে বন্দি হয়ে আছি। কক্সবাজারে সংকেত কম হলেও বৈরী আবহাওয়া এবং বৃষ্টির কারণে টিমের নারী ও শিশু-কিশোররা বের হতে ভয় পাচ্ছে। তাই কোথাও ঘুরা হচ্ছে না।

    পর্যটকদের মাঝে তরুণরা বৃষ্টি উপেক্ষা করে বালিয়াড়িতে ঘুরলেও বেশিরভাগ পর্যটক হোটেল কক্ষেই সময় কাটাচ্ছে।

    কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, দুপুর ১২টা নাগাদ ঘূর্ণিঝড় বুলবুল কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খুলনা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা গতিবেগ রয়েছে ১৩০ কিলোমিটার। যেটি দমকা বা ঝোড়ো হাওয়ায় ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যহত রয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনাও দেখা যাচ্ছে।

  • অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

    অব্যাহত অভিযানেও পেঁয়াজ বিক্রি হচ্ছে বেশি দামে : আড়তদারকে জরিমানা

    পেঁয়াজের দামে কারসাজিতে জড়িত আড়তদারদের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অধিক মুনাফায় বেশি দামে পেঁয়াজ বিক্রি না করার প্রতিশ্রুতিও যেন কোন কাজে আসছে না। ভ্রাম্যমান আদালত পরিচালিত বুধবারের অভিযানেও বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমান পেয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    বুধবার নগরীর পাইকারী বাজার খাতুনগঞ্জের মাহিন এন্টারপ্রাইজ নামক একটি আড়তদারকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

    অভিযান শেষে তিনি জানান, পেঁয়াজের দরে উদ্ধগতি থামাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও যৌথ অভিযান পরিচালনা করে।

    অভিযানে পেঁয়াজের বাজারের কারসাজিতে জড়িত সিন্ডিকেটের একটি তালিকাও করা হয়। জরিমানা আদায়, প্রতিষ্ঠান বন্ধসহ কারসাজিতে জড়িত কয়েকজন ব্যবসায়িকে দেয়া হয় সাজা। আরো খবর : পেঁয়াজের দরে কারসাজির তালিকায় অভিযান শুরু

    কিন্তু এরপরও চোরা না শুনে ধর্মের কাহিনী। অসাধু ব্যবসায়িরা পেঁয়াজের বাজারে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি টেকনাফ ও কক্সবাজারে পেঁয়াজের বাজারে নিয়মিত মনিটরিংয়ে অসাধু ব্যবসায়িরা এখন কৌশল পরিবর্তণ করে মিশর ও চীনের পেঁয়াজের দামে কারসাজি করার চেষ্টা চালাচ্ছে।

    তৌহিদুল ইসলাম বলেন, মিশর ও চীনের পেঁয়াজ ৪০-৪৫ টাকা আমদানি মূল্য হলে পাইকারিতে ৫০ টাকায় বিক্রি করার কথা। কিন্তু বুধবার অভিযানের সময় দেখা যায় মাহিন এন্টারপ্রাইজ নামক এক প্রতিষ্ঠানে এসব পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করছে। আরো খবর : পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত ১৫ জনের সিন্ডিকেট

    এমনকি আমদানি ও বিক্রিত মালামালের সঠিক কোন কাগজ পত্রও তারা দেখাতে পারেনি। ফলে আড়তদারকে ২০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

    পেঁয়াজের বাজারে যতদিন স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

    এর আগে মঙ্গলবার বিকেলে রেয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে পেঁয়াজের মূল্যে কারসাজি ও মজুদদারির অভিযোগে ঘোষাল কোয়ার্টার এলাকার জে এস ট্রেডার্সের মালিক মিনহাজুদ্দিন বাপ্পি (২৮) এবং এ হোসেন ব্রাদাসের মালিক আবুল হোসেনকে (৫৫) ১৫ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক উপস্থিত ছিলেন।

  • পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত ১৫ জনের সিন্ডিকেট, বাণিজ্য মন্ত্রণালয়ে তালিকা!

    পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত ১৫ জনের সিন্ডিকেট, বাণিজ্য মন্ত্রণালয়ে তালিকা!

    মিয়ানমার থেকে আমদানিকৃত পেঁয়াজের দামের কারসাজিতে যুক্ত রয়েছে ১৫ জনের একটি সিন্ডিকেট। সিন্ডিকেটে রয়েছে টেকনাফ বন্দর, টেকনাফ উপজেলা, কক্সবাজার সদর এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ভিত্তিক পেঁয়াজ আমদানিকারক, সিএন্ডএফ, আড়তদার ও কতিপয় বিক্রেতা।

    এদের যোগসাজশে মিয়ানমার থেকে ৪২ টাকা দরে আমদানীকৃত পেঁয়াজ পাইকারী বাজার পর্যায়ে ৯০ থেকে ১১০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে ব্যবসায়িরা।

    আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে আসে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এসব সিন্ডিকেটের তথ্য দেন খাতুনগঞ্জস্থ ব্যবসায়ীরা।

    সোমবার দুপুর ১২টার দিকে অভিযান শুরুর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সেলিম হোসেন, উপসচিব কর্তৃক জেলা প্রশাসন, কক্সবাজারের নিকট পেঁয়াজের দামে কারসাজিতে যুক্ত সিন্ডিকেটের তালিকাটি প্রেরণ করা হয়।

    তালিকায় কক্সবাজারের টেকনাফ এলাকার ৪ আমদানিকারক সজিব, মম (মগ), জহির ও সাদ্দাম। কাদের নামে একজন রয়েছে টেকনাফ স্থল বন্দরের সিএন্ড এফ অ্যজেন্ট এ। টেকনাফের পেঁয়াজ বিক্রেতা ফোরকান, দালাল শফি, বিক্রেতা গফুর, মিন্টু, খালেক, টিপু দখলে নিয়েছে পেঁয়াজের রাজত্ব।

    এদের সাথে যুক্ত হয়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স আজমীর ভান্ডার, মেসার্স আল্লার দান স্টোর, নগরীর স্টেশন রোড নুপুর মার্কেটের মেসার্স সৌরভ এন্টারপ্রাইজ, ঘোষাল কোয়ার্টার খাজা দস্তগীর ম্যানশনের নিচ তলার এ হোসেন ব্রাদার্স ও কক্সবাজারের টেকনাফ কে কে পাড়ার জেসি হাউজের মেসার্স আলীফ এন্টারপ্রাইজের মালিকরা।

    জানা যায়, কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারের টেকনাফ ভিত্তিক উপরোক্ত সিন্ডিকেট ভাঙ্গতে অভিযান পরিচালিত হচ্ছে। আজ সোমবার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রামের খাতুনগঞ্জ, চাক্তাই ও রিয়াজুদ্দিন বাজারের পাইকারি পেঁয়াজের আড়তগুলো পরিদর্শন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উপ-সচিব সেলিম হোসেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

    আজকের অভিযানে বারবার সতর্ক করা সত্ত্বেও মাত্রাতিরিক্ত দামে মিয়ানমারের পেয়াজ বিক্রি করার দায়ে খাতুনগঞ্জের গ্রামীণ বাণিজ্যালয়কে ৫০ হাজার টাকা এবং রিয়াজুদ্দিন বাজারের রুহুল আমিন সওদাগরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুল ইসলাম এসব তথ্য ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন।

    তিনি বলেন, অভিযানে বিভিন্ন আড়তের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, মিয়ানমার থেকে পেয়াজের আমদানি মূল্য কেজি প্রতি পড়ছে ৪২ টাকা। ফলে পরিবহন খরচ, শ্রমিক খরচ, মুনাফা ও বিবিধ খরচসহ মিলিয়ে কেজিপ্রতি পাইকারি পর্যায়ে মিয়ানমারের পেয়াজের দাম ৫৫-৬০ টাকা দরে এবং খুচরা পর্যায়ে ৬৫-৭০ টাকা দরে বিক্রি করার নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি সেলিম হোসেন।

    অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা ফাতেমা চৌধুরী, র‍্যাব-৭, এপিবিএন, সিএমপি সদস্যগণ এবং বাজার পরিদর্শক বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।

  • কোচিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত : ২ কোচিংকে জরিমানা

    কোচিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত : ২ কোচিংকে জরিমানা

    চট্টগ্রাম নগরীর কোচিং সেন্টার বন্ধে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ রবিবার নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে অভিযান চালিয়ে দুটি কোচিং সেন্টারকে জরিমানা করে সতর্ক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় প্রায় সকল ধরনের কোচিং বন্ধ রয়েছে। বিভিন্ন কোচিং এবং প্রাইভেট হোম প্রতিষ্ঠান গেইটে সরকারী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে।

    জেলা প্রশাসনের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর লালখান বাজারের হাই লেভেল রোডে দুটি কোচিং খোলা রাখার দায়ে প্রাইভেট হোমের মালিক মো মোস্তাফিজুর রহমান ও লিডিং কোচিং সেন্টারের মালিক তানজীনুল করিম নামের দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। তাছাড়া ভবিষ্যতে সরকারী আদেশ অমান্য করবেনা মর্মে ভূল স্বীকার করায় সতর্ক করে দেওয়া হয়।

    জেলা প্রশাসনের চলমান অভিযানের কারনে অনেক কোচিং সেন্টার তাদের সকল কার্যক্রম সরকারী নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখছে। এমনকি তারা সাইনবোর্ডের মাধ্যমে নিজেদের অবস্থান জানাচ্ছে। সাইনবোর্ড থাকলেও ম্যজিস্ট্রেট কোচিং সেন্টারগুলো বাইরে থেকে তালাবদ্ধ পাওয়া যায়।

    এর আগের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয় এবংং তিনজনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।