২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে রেললাইনের ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) লাশ উদ্বার করেছে পুলিশ।
আজ সোমবার(৫ অক্টোবর) সকাল ১০ টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোরআমতলা এলাকার রেললাইনের ব্রীজের নিচ থেকে লাশটি উদ্বার করে।
স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, মধ্যে বয়সী লোকটি রেললাইন দিয়ে হেঁটে ব্রীজ পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের ধাক্কায় ব্রীজের নিচে পড়ে গিয়ে মারা যায়।
তবে ধারণা করা হচ্ছে লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, রেললাইনের ব্রীজের নিচ থেকে অজ্ঞাত একটি লাশ উদ্ধার করা হয়েছে, পোষ্টমোটেমের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘণ্টা/কামরুল/রাজীব