Tag: জ্বর

  • জ্বর গলাব্যথায় করোনা ভয়, মাকে জঙ্গলে রেখে পালিয়েছে সন্তান-স্বামী

    জ্বর গলাব্যথায় করোনা ভয়, মাকে জঙ্গলে রেখে পালিয়েছে সন্তান-স্বামী

    ২৪ ঘণ্টা নিউজ ডেস্ক || টাঙ্গাইলের সখীপুরে পঞ্চাশোর্ধ নারী মাজেদা বেগমের জ্বর হয়। দেখা দিয়েছে গলাব্যথা,কিছুটা শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি। তাতেই বিপত্তি।

    পরিবারের সকল সদস্যরা ভেবেই নিয়েছেন তার করোনা হয়েছে ফলে রাঁতের আঁধারে হাসপাতালে নেয়ার কথা বলে বৃদ্ধাকে গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের জঙ্গলে নিয়ে যায় তার স্বামী ও সন্তানরা।

    কৌশলে মাকে জঙ্গলেই ফেলে পালিয়ে গেছেন তার সন্তানরা সাথে স্বামীও। পরদিন সকালে স্থানীয়রা জঙ্গলের মধ্য গোঙ্গানির শব্দ শুনে সেখান থেকে মাজেদাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    সেখান থেকে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

    মাজেদা বেগম (৫০) শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

    জানা গেছে, গভীর রাতে উপজেলার ইছাদিঘী গ্রামের জঙ্গল থেকে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। এরপর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানালে রাতেই তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চেচামেচির শব্দ শুনে স্থানীয়রা বিষয়টি তাদের জানায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে অবগত করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় এবং জঙ্গলে আসার ঘটনা জানেন।

    তিনি বলেন, তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে সখীপুরের ইছাদিঘী এলাকায় একটি সামাজিক বনের ভেতর ফেলে রেখে পালিয়ে যান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। করোনার উপসর্গ থাকায় রাতেই তাকে এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

    মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    জ্বর, কাশি নিয়ে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি রোগী আইসোলেশনে,অতঃপর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। খাগড়াছড়ি প্রতিনিধি : জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত এক রোগী গত ৯ মার্চ ভর্তি হয়েছিলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে।

    ২৫ মার্চ বুধবার দুপুর ২টার দিকে শ্বাসকষ্ট, গলা ব্যথাসহ তার শারিরীক অবস্থা নিয়ে সন্দেহজনক হওয়ায় তাকে রাখা হয় হাসপাতালটির আইসোলেশনে। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় তার মৃতদেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।

    খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ তথ্যটি নিশ্চিত করে বলেন, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী রোগীটি গত ৯ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হয়। এরপর তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকলে সন্দেহ হওয়ায় তাকে দুপুরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

    তিনি বলেন, তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হবে। রাতেই যথাযথ নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে মরদেহ মৃত ব্যক্তির গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

    এদিকে রোগীটির মৃত্যুর পর ওই হাসপাতালে রোগীর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার, দুই জন নার্স ও এক আয়াকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

    ২৪ ঘন্টা/ আর এস পি

  • চীন থেকে ফিরেছে ৩১৬জন, জ্বর থাকায় ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়

    চীন থেকে ফিরেছে ৩১৬জন, জ্বর থাকায় ৮ জনকে নেয়া হচ্ছে কুর্মিটোলায়

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চীনের উহান নগরীতে আটকে পড়া ৩১৬ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরেছে বিমানের বিশেষ ‘রেসকিউ ফেরি ফ্লাইট’ বিজি-৭০০২।

    আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৪ মিনিটে দেশে ফিরেছে বিমানের বিশেষ ফ্লাইটটি।

    রোগতত্ত্ব ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা হ্যান্ড স্ক্যানারের সাহায্যে ফ্লাইটের ভেতরে যাত্রীদের জ্বর আছে কি না, তা এখন পরীক্ষা করে দেখছেন।

    আগত যাত্রীদের মধ্যে ৮ জনের জ্বর ১০০ ডিগ্রির ওপরে। এজন্য তাদেরকে চিকিৎসার জন্য সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানের এই বিশেষ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উহানের উদ্দেশে ছেড়ে যায়।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। উহানের তিয়ানহে বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে রাত ২টার দিকে ফ্লাইটটি ঢাকায় ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ করতে দেরি হয়ে যায় ফ্লাইটটির।

    উহানের তিয়ানহি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে স্থানীয় সময় শনিবার ভোর পৌনে ৬টায় (বাংলাদেশ সময় সকাল পৌনে ৮টায়) তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ঢাকার উদ্দেশে উড়াল দেয়।

  • জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি তামিম

    জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি তামিম

    দীর্ঘ ছয় পর ব্যাট হাতে ফিরে কয়েক ম্যাচ খেলতে না খেলতেই আবারো ব্যাট-গ্লাভস তুলে রাখতে হচ্ছে তামিমকে। প্রচণ্ড জ্বর নিয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দল ও বিপিএলে ঢাকা প্লাটুনের এই বাঁহাতি ওপেনার।

    ঢাকা পর্ব শেষ করে তামিমকে ছাড়াই বন্দরনগরীতে এসেছে ঢাকা। দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানান, “চট্টগ্রামে প্রথম ম্যাচে হয়তো তামিমকে পাওয়া যাবে না। প্রচণ্ড জ্বর নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে।”

    উল্লেখ্য, ঢাকা পর্বের প্রথম ম্যাচে রান না পেলেও শেষ দুই ম্যাচে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তামিম। কিন্তু এরই মধ্যে জ্বরের কারনে ছিটকে পড়তে হলো তাকে।

    চট্টগ্রাম পর্বে মাশরাফী বিন মোর্ত্তজার দল ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচ আগামী বুধবার। মাহমুদউল্লাহ রিয়াদদের বিপক্ষে এ ম্যাচে তামিমের খেলার সম্ভাবনা নেই সেটি নিশ্চিত। তবে পরের ম্যাচে ফিরতে পারবেন কি সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।