Tag: জয়

  • চলতি বছরের শেষে ৫জি চালু হবে: জয়

    চলতি বছরের শেষে ৫জি চালু হবে: জয়

    প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫জি সেবা চালু করা হবে। নিউইয়র্কে বিজনেস রাউন্ড টেবিলে তিনি বলেন, ‘চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে আমাদের ৫জি প্রযুক্তি চালু করার পরিকল্পনা রয়েছে।’

    তিনি আরো বলেন, যেহেতু সরকার শেষ প্রান্তের মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ সে হিসেবে বাংলাদেশের সক্ষমতা ও ব্যান্ডউইথের ঘাটতিও নেই। তিনি বলেন, ‘আমাদের প্রচুর সক্ষমতা ও অপটিকেল ফাইবার রয়েছে।’

    জয় আরো বলেন, শেষ প্রান্তের ব্যবহারকারীরা ফিক্সড লাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন না। তারা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

    তিনি বলেন, ‘এ জন্য আমরা স্পেকট্রাম ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে কিছুটা ঘাটতির চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। ঘন-জনবসতির কারণে আমাদের ব্যাপক জায়গায় এই সংযোগ দিতে হবে এবং অতিরিক্ত সংযোগ নিলামের মাধ্যমে দিতে হবে। আর এ জন্য আমরা মোবাইল অপারেটরদের জন্য অধিক স্পেকট্রাম অবাধ করে দিচ্ছি।’

    তারা কয়েক বছর আগে ৪জি চালু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আরো বলেন, ‘আমরা আশা করছি যে-অতিরিক্ত স্পেকট্রাম ব্যবহার করে মোবাইল অপারেটরগুলো দুর্গম গ্রামীণ এলাকাগুলোতে (শেষ প্রান্তে) ৪জি চালু করতে পারবে।’

    তিনি আরো বলেন, ‘একত্রে ৪জি ও ৫জি’র মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমানা পর্যন্ত ইন্টারনেট সংযোগের সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু দেশের মধ্যেই প্রচুর সক্ষমতা ও ফাইবার আছে।’

    ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে বিজেনস রাউন্ড টেবিলের আয়োজন করে। প্রধানমন্ত্রী জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফরোয়ার্ড: দি নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক রাউন্ড টেবিলে ভার্চুয়ালি যোগ দেন।

    সজীব ওয়াজেদ জয় বলেন, বিগত দুই বছরে তারা অনলাইন আইডেন্টিটি (কেওয়াইসি) চালু করেছে এবং মাত্র কয়েক সপ্তাহ আগেই আরেকটি সেবা চালু করেছে। যার ফলে বাংলাদেশের যে কোন ব্যাংক একাউন্টে তাৎক্ষণিক পেমেন্ট করা যাবে।

    প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা আরো বলেন, এখন পর্যন্ত অর্থাৎ এই সেবা শুরুর আগে, এই পেমেন্ট করতে দুই দিন পর্যন্ত সময় লেগে যেত। জয় রাউন্ড টেবিলে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা অনলাইনের মাধ্যমে এই সেবা গুলো থেকে বঞ্চিত হবেন না। আপনাদের সিস্টেম এই সেবাগুলোর সাথে সংযোগ ঘটাতে সক্ষম।’

    জয় বলেন, আরো কিছু ডিজিটাল পেমেন্ট সিস্টেমেরও পরীক্ষামূলক প্রক্রিয়ায় রয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে আইডিপিপি-যার ফলে দেশে আন্তসংযোগের জন্য এমএফএস করা সম্ভব হবে। তিনি আরো বলেন, ‘তাই আমরা এই সেবাগুলো চালু করার প্রক্রিয়ায় রয়েছি এবং আপনাদের সাথে এ ব্যাপারে কাজ করতে পেরে আনন্দিত। আপনাদের এ ব্যাপারে কোন পরামর্শ থাকলে দিতে পারেন।’

    এন-কে

  • এবার করোনা জয় করলেন ৯৪ বছরের বৃদ্ধ

    এবার করোনা জয় করলেন ৯৪ বছরের বৃদ্ধ

    ২৪ ঘণ্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা’র মরণঘাতী ছোবলে পুরো বিশ্বের ন্যায় ভারতও যখন দিশেহারা ঠিক তখনই ৯৪ বছর বয়সী এক বৃদ্ধের করোনা জয়ের খবরে কিছুটা আশার আলো দেখছে দেশটির জনগণ।

    ভারতের উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের ম্যাজিস্ট্রেট সুহাস ললিনাকারে ইয়াথিরাজ রোববার ৯৪ বছর বয়সী এক বৃদ্ধের করোনা জয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এবং তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

    ভাইরাসটিকে পরাজিত করে সুস্থ হয়ে ওঠায় বৃদ্ধের দৃঢ় মনোবলের প্রশংসা করেন ম্যাজিস্ট্রেট নিজেও। তিনি বলেন, রোববার গৌতম নগরে ৬০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যেই ওই বৃদ্ধ একজন।

    টুইটারে ওই বৃদ্ধের ছবি টুইট করে ম্যাজিস্ট্রেট সুহাস লিখেছেন, স্যার, আপনি আমাদের আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা জোগাচ্ছেন। টুইটে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

    গৌতম বুদ্ধ নগরের জেলা তথ্য কর্মকর্তা রাকেশ চৌহান বলেন, রোববার শারদা হাসপাতাল থেকে ১০ রোগীকে ছেড়ে দেয়া হয়েছে। করোনার সফল চিকিৎসায় সুস্থ হওয়াদের মধ্যে ছিলেন ৯৪ বছর বয়সী ওই বৃদ্ধ।

    দেশটির সরকারি সংবাদসংস্থা পিটিআই বলছে, নবতিপর এই বৃদ্ধকে কয়েক দিন আগে গৌতম বুদ্ধ নগরের বেসরকারি শারদা হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত এই হাসপাতাল থেকে রোববার ছাড়পত্র পান তিনি।

    এর আগে করোনার আরেক মৃত্যুপুরী ইতালীতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০১ বছর বয়সী এক বৃদ্ধ। ১০১ বছরের বৃদ্ধ মিস্টার পি’র বাড়ি ইতালির রিমিনিতে।

    রিমিনির ভাইস মেয়র গ্লোরিয়া লিসি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ১৯১৯ সালে জন্মগ্রহণ করেন ওই ব্যক্তি। তার শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাওয়াই হাসপাতালে ভর্তি করা হয়। ১০১ বছরের বৃদ্ধের সুস্থ হয়ে যাওয়ার পর গোটা দেশে আশার আলো দেখা দিয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • জয় দিয়ে বিপিএলে চট্টগ্রামের শুভ সূচনা

    জয় দিয়ে বিপিএলে চট্টগ্রামের শুভ সূচনা

    মোহাম্মদ মিঠুনের ঝড়ো ইনিংসও দলের জয়ের জন্য যথেষ্ট হতে পারেনি। জাতীয় দলের আরেক তারকা ইমরুল কায়েসের দুর্দান্ত অর্ধ-শতকে সিলেট থান্ডারকে ৫ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলে শুভসূচনা করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

    মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান জড়ো করে সিলেট থান্ডার। দলের পক্ষে দারুণ এক ইনিংস খেলেন মিঠুন। ৪৮ বলের মোকাবেলায় ৮৪ রান করে অপরাজিত থাকেন ৪টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে।

    এছাড়া অন্যান্যদের মধ্যে জনসন চার্লস ২৩ বলে ৩৫ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ৩৫ বলে ২৯ রান করেন।

    চট্টগ্রামের পক্ষে রুবেল হোসেন শিকার করেন দুটি উইকেট।

    জয়ের লক্ষ্যে খেলতে নামা চট্টগ্রাম দলীয় ৪২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও সেই চাপ সামাল দেন চারে নামা ইমরুল কায়েস ও ওপেনার অভিষকা ফার্নান্দো। ফার্নান্দো ২৬ বলে ৩৩ রান করে বিদায় নিলেও ইমরুল দেখেশুনে খেলে যান।

    ২টি চার ও ৫টি ছক্কায় ৩৮ বলে ৬১ রানের ইনিংস খেলে ইমরুল যখন বিদায় নিচ্ছেন দল তখন জয়ের দোরগোড়ায়। শেষদিকে চ্যাডউইক ওয়ালটনের ৩০ বলে ৪৯ রানের ইনিংস দলকে ৫ উইকেট ও ৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেয়। ওয়ালটন হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা। ৫ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

    সিলেটের পক্ষে নাজমুল ইসলাম অপু শিকার করেন দুটি উইকেট।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

    সিলেট থান্ডার ১৬২/৪ (২০ ওভার)
    মিঠুন ৮৪*, চার্লস ৩৫, মোসাদ্দেক ২৯
    রুবেল ২৭/২, নাসুম ৩৪/১, এমরিট ৩৮/১

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬৩/৫ (১৯ ওভার)
    ইমরুল ৬১, ওয়ালটন ৪৯*, ফার্নান্দো ৩৩
    অপু ২৩/২, মোসাদ্দেক ৯/১, এবাদত ৩৩/১

    ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে জয়ী।