Tag: জয়পুরহাট

  • জয়পুরহাটে ট্রেনে আগুন

    জয়পুরহাটে ট্রেনে আগুন

    জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

    সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। জয়পুরহাট স্টেশনে গিয়ে আগুন জ্বলতে থাকে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, উত্তরা এক্সপ্রেস (মেইল ট্রেন) ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে পার্বতীপুরের উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি আক্কেলপুর স্টেশনের পর জামালগঞ্জ স্টেশনে দাঁড়ায়। সেখান থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে আগুনের ঘটনা ঘটে।

    জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগানো অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি স্টেশনে আসে। আগুনে দু-একটি সিট পুড়ে গেছে। পরে রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে।

  • জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১১

    জয়পুরহাটে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১১

    জয়পুরহাটের রেলগেটে ট্রেন ও বাসের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় সারাদেশের সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

    শনিবার (১৯ ডিসেম্বর) সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যায় আরো একজন। হাসপাতালে চিকিৎসাধীন আরো ৫ জনের অবস্থা গুরুতর।

    ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রাজশাহী যাচ্ছিলো উত্তরা এক্সপ্রেস ট্রেনটি। পথে পুরানাপৈল রেলক্রসিংয়ের ওপর একটি যাত্রীবাহী বাস উঠে পড়ে। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সেখানে আরো একজন মারা যায়।

    স্থানীয় পুলিশ প্রশাসন, বিজিবি এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

    দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

  • আসামি ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্যু

    আসামি ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্যু

    জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। সাহেদ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

    শনিবার (১৮ জুুলাই) বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

    জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে অভিযান চালায় র‍্যাব। অভিযানে যায় সহকারী পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় র‌্যাব সদস্যদের দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে আসামিরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদও তাদের ধরতে ঝাঁপ দেয়। বেশ কিছুক্ষণ পর নদী থেকে সাহেদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সাহেদ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়েছে দুলাভাই

    সপ্তম শ্রেণীর ছাত্রীকে নিয়ে পালিয়েছে দুলাভাই

    জয়পুরহাটে ৭ম শ্রেণিতে পড়ুয়া শ্যালিকাকে নিয়ে পালিয়েছেন দুলাভাই । এ ঘটনায় মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন।

    গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশিয়াচাপর গ্রামে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

    অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে পাঁচবিবি উপজেলার কাশিয়াচাপর গ্রামের মৃত ছাত্তার মোল্লার ছেলে হেলাল মোল্লার সঙ্গে একই এলাকার আমছের আলীর মেয়ে শামীমা আক্তারের বিয়ে হয়। সংসার জীবনে তাদের ঘরে দু’টি সন্তানও আছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে কারণে-অকারণে স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতনও করতেন হেলাল।

    শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার সুবাদে স্ত্রীর ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হেলাল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোরে হেলাল তার শ্যালিকাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান।

    শ্বশুর আমছের আলী বলেন, হেলাল আমার বড় মেয়ের জামাই। সে কেন ছোট মেয়েকে নিয়ে পালিয়ে যাবে? ও আমার বড় মেয়েকে অনবরত টাকার জন্য চাপ দিত। প্রতিশোধ নিতেই সে এমন কাজ করেছে। এ কারণেই আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

    ২৪ ঘণ্টা/এম আর

  • ঝড়ে জয়পুরহাটে লণ্ডভণ্ড ৪০ গ্রাম, মা-দুই শিশুসহ নিহত ৪

    ঝড়ে জয়পুরহাটে লণ্ডভণ্ড ৪০ গ্রাম, মা-দুই শিশুসহ নিহত ৪

    জয়পুরহাটের ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে দেয়াল চাপা পড়ে মা ও দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার রাতের এই ঝড়ে সদর, ক্ষেতলাল ও কালাই উপজেলার অন্তত ৪০টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।

    প্রায় দুই হাজার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। শত শত গাছ ও বিদ্যুতের শতাধিক খুঁটি ওপড়ে গেছে।

    এ ছাড়া বিভিন্ন স্থানে মুরগির সেড ভেঙে ৪০ হাজার মুরগি মারা গেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার পর থেকে এখন পর্যন্ত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

    নিহতরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ি গ্রামের দিনমজুর জয়নাল আবেদিনের স্ত্রী শিল্পী বেগম (২৮), তার দুই সন্তান নেওয়াজ (৮) ও নিয়ামুল (৩) এবং কালাই উপজেলার হারুঞ্জা আকন্দপাড়া গ্রামের মৃত সালামত আলীর স্ত্রী মরিয়ম বেগম (৭০)।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার পর জেলায় প্রবল বেগে ঝড় আঘাত হানে। এ ঝড়ে দেয়াল চাপা পড়ে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গ্রামগুলোতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আশি বছরের বৃদ্ধা মায়ের জমি লিখে ঈদের দিন রাস্তায় ফেলে গেল ৩ ছেলে

    আশি বছরের বৃদ্ধা মায়ের জমি লিখে ঈদের দিন রাস্তায় ফেলে গেল ৩ ছেলে

    ২৪ ঘণ্টা জেলা সংবাদ : আশি বছরের বৃদ্ধা ছিরাতুন্নেছা। তিনি জয়পুরহাট পৌর শহরের জানিয়ার বাগান এলাকার মৃত নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী। তার তিন তিনটি স্বচ্ছল ছেলে থাকা স্বর্ত্তেও ঈদের দিন তাকে থাকতে হয় রাস্তায়। 

    ঈদের দিনে রাস্তায় বসে আহাজারি/ আর্তনাথ করতে দেখে অচলপ্রায় বৃদ্ধার পাশে এসে স্থানীয়রা বিষয়টি শুনে হতবাক। তারা বিষয়টি অবহিত করতে ৯৯৯ নাম্বারে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে সোমবার ২৫ মে রাতেই জয়পুরহাট কারীগরি প্রশিক্ষণ কেন্দ্রের সেফ হোমে রেখে আসে।

    সোমবার রাতেই বৃদ্ধার পক্ষে তার নাত বৌ শিল্পী আক্তার বাদী হয়ে তার শ্বশুর ও চাচা শ্বশুরদের বিরুদ্ধে মামলা করলে বৃদ্ধার তিন ছেলেকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- একই এলাকার আব্দুর রাজ্জাক, মোয়াজ্জেম হোসেন ও মোজাম্মেল হক।

    জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, আটককৃতরা কৌশলে তাদের মায়ের নামের সব জমি লিখে নেন। এরপর থেকে ছেলেরা ৮০ বছরের ওই বৃদ্ধা মায়ের ভরণ-পোষণে অবহেলা, গালমন্দ, মানষিক নির্যাতনসহ তার প্রতি চরম অমানবিক আচরণ করতে থাকেন।

    এরই এক পর্যায়ে মায়ের ভরণ পোষণ কোন ছেলেই আর গ্রহণ করবেন না বলে সোমবার সকালে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের পাশে বৃদ্ধা মা ছিরাতুন্ন্ছোকে ফেলে রেখে চলে যান তারা। পরে ৯৯৯ নাম্বারে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ২৫ টন সরকারি চালসহ আ.লীগ নেতা আটক

    ২৫ টন সরকারি চালসহ আ.লীগ নেতা আটক

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার এলাকার একটি গোডাউন থেকে ২৫.৪৪ টন অর্থাৎ ২৫ হাজার ৪৪০ কেজি বিভিন্ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত সরকারি চাল জব্দ করেছে র‌্যাব সদস্যরা।

    শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় এসব চাল জব্দ করার পাশাপাশি ওই গোডাউন মালিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আল ইসরাইল জুবেলকে (৪৯) আটক করে র‌্যাব।

    আটক আওয়ামী লীগ নেতা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত নজির উদ্দিন আহমেদের ছেলে।

    জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, সন্ধ্যায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই নেতার গোডাউন থেকে বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

    বর্তমান দুর্যোগপূর্ণ সময়ে সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দকৃত সরকারি চাল কৌশলে অবৈধভাবে মজুদ করে চড়া দামে বিক্রয় করার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক আল ইসরাইল জুবেল।

    এ ঘটনায় আক্কেলপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

  • ‘আমার জন্য যে চলে গেল, আমিও গেলাম’:প্রেমিকার পর প্রেমিকের আত্মহত্যা

    ‘আমার জন্য যে চলে গেল, আমিও গেলাম’:প্রেমিকার পর প্রেমিকের আত্মহত্যা

    জয়পুরহাট শহরে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যার পর প্রেমিকও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মৃত্যুর আগে প্রেমিক তার বাম হাতে কলম দিয়ে লিখে গেছেন– ‘আমার জন্য যে চলে গেল, আমিও গেলাম।’

    বুধবার সকাল ৮টায় জয়পুরহাট শহরের ট্রাক টার্মিনাল এলাকার চেতনা মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রের স্টাফ কক্ষ থেকে প্রেমিক ইনজামামুল হক ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্র কর্তৃপক্ষ বলছে, ওই কক্ষের ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন ইমরান।

    এর আগে মঙ্গলবার রাতে আত্মহত্যা করে তাজনুবা নাভিলা চৌধুরী নীড়, যার সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানান।

    আত্মহত্যার পথ বেছে নেয়া তাজনুবা নাভিলা চৌধুরী নীড় তুলা উন্নয়ন বোর্ডে কর্মরত আবদুস সামাদের মেয়ে। সে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। ইমরান হোসেন জয়পুরহাট পৌর এলাকার মাদারগঞ্জ মৌজার ফরিদ উদ্দিনের ছেলে। তিনি শহরের জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

    মঙ্গলবার রাতে জয়পুরহাট শহরের আরাফাত নগরের ইয়ুথ প্লাজার ভাড়াটে বাসা থেকে নাভিলা চৌধুরী নীড়ের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশে সাদা কাগজে একটি চিরকুটে লেখা ছিল– ‘I am sorry. মাফ করে দিও আমাকে, আমি তোমাদের ভালো মেয়ে হতে পারলাম না। মাফ করে দিও। খোদা হাফেজ।’ রাতেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নাভিলার মৃত্যুর পর দিন বুধবার সকাল ৮টায় জয়পুরহাট শহরের ট্রাক টার্মিনাল এলাকার চেতনা মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রের স্টাফ কক্ষ থেকে ইমরান নামের এক তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই কক্ষের ফ্যানের সঙ্গে বিছানার চাদর গলায় পেঁচিয়ে ইমরান আত্মহত্যা করেন।

    ইমরান মৃত্যুর আগে তার বাম হাতে কলমের কালি দিয়ে লিখে যান– ‘IMRAN+NABILA. আমার জন্য যে চলে গেল, আমিও গেলাম’।

    স্থানীয়রা বলছেন, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম কেন্দ্র করে প্রথমে আত্মহত্যার পথ বেছে নেয় নাবিলা। প্রেমিকার মৃত্যু মেনে নিতে না পেরে পর দিন একই পথ বেছে নেন ইমরান।

    ইমরানের পরিবারের সদস্যরা জানান, নাভিলার সঙ্গে ইমরানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে ইমরান মাদকাসক্ত হয়ে পড়লে তাকে জয়পুরহাট ট্রাক ট্রার্মিনাল এলাকায় চেতনা মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রে তিন মাস চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। তিন ভাইয়ের মধ্যে ইমরান সবার ছোট।

    ইমরানের বাবা ফরিদ উদ্দিন বলেন, আমার ছেলের সঙ্গে নাভিলার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা গরিব। ছেলেকে অনেক নিষেধ করেছি কিন্তু কিছুতেই শোনেনি। নাভিলার আত্মহত্যার খবর পাওয়ার পর থেকে ছেলেটি যেন পাগলের মতো আচরণ শুরু করে।

    মঙ্গলবার রাত ৮টার দিকে আত্মহত্যারও চেষ্টা করে। অনেক বোঝানোর পর বায়না ধরে মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে যাওয়ার। বুঝতে পারিনি আমাদের ফাঁকি দিয়ে আত্মহত্যার জন্যই ছেলেটি মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে যাওয়ার জন্য বায়না ধরেছিল।

    এ বিষয়ে নাভিলার পরিবারের সঙ্গে কথা বলার জন্য বারবার যোগাযোগ করা হলেও পরিবারের কেউ কথা বলতে রাজি হননি।

    চেতনা মাদকাসক্ত চিকিৎসাকেন্দ্রের সিনিয়র স্টাফ এসএ জাহাঙ্গীর তুহিন বলেন, রাত ১০টার দিকে ইমরানকে তার বাবা ফরিদ উদ্দিন চিকিৎসাকেন্দ্রে রেখে যান। পরের দিন সকাল ৮টার দিকে আমাদের স্টাফ রুমে ইমরানের মরদেহ ঝুলতে দেখে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

    জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান বলেন, এ ঘটনায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তিনি বলেন, নাভিলা ও ইমরানের আত্মহত্যার বিষয়টি প্রেমের কারণেই ঘটেছে।

  • তেঁতুল গাছ থেকে দম্পতির লাশ উদ্ধার

    তেঁতুল গাছ থেকে দম্পতির লাশ উদ্ধার

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুডুম্বা গ্রামে নিজ বাড়ির অদূরে পুকুর পাড় সংলগ্ন জঙ্গলের কাছে একটি তেঁতুল গাছ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার সকালে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান ওই গ্রামের শাহীন মিয়া ও তার স্ত্রী আশা পারভিনের মরদেহ তাদের বাড়ির থেকে কিছু দূরে পুকুরপাড়ের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সেখানে তাদের মরদেহ গাছের ডালের সঙ্গে ঝুলানো ছিল।

    দুজনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আত্মহত্যার কারণ তদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি ওবায়েদ।

  • ভাষা দিবসে ছিন্নমূলদের পেট ভরে খাওয়াল পুলিশ

    ভাষা দিবসে ছিন্নমূলদের পেট ভরে খাওয়াল পুলিশ

    মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর রাতে ছিন্নমূল, গরীব ও অসহায় লোকজনকে পেট ভরে খাবার খাওয়াল জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ।

    বৃহস্পতিবার রাতে পাঁচবিবি রেলস্টেশন এলাকায় গরীব ও অসহায়দের জন্য এ পিকনিকের আয়োজন করা হয়।

    সেখানে শতাধিক ছিন্নমুল ও অসহায় ব্যক্তিদের খাবার বিতরণ করেন পাঁচবিবি থানার পুলিশ সদস্যরা।

    এসময় থানার তদন্ত কর্মকর্তা রাইসুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই ফারুক হোসেনসহ থানার পুলিশ সদস্যরা তাদের সঙ্গে বসে খান।

    গভীর রাতে অসহায়দের খাবার খাইয়ে প্রশংসায় ভাসছে পাঁচবিবি থানা পুলিশ। গভীর রাতে এই দৃশ্য দেখে এক ট্রেনযাত্রী জানান, ভাষা দিবসে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাতে এমন কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।

    স্টেশন এলাকার হতদরিদ্র মনিরা বেগম বলেন, ‘পুলিশ স্যাররা আমাদের আজ পেট ভরে খাওয়ালেন। আমরা তাদের জন্য ও শহীদদের জন্য প্রাণ ভরে দোয়া করব।’

    পৌর এলাকার দানেজপুর মহল্লার হোটেল কর্মচারী মান্নান মন্ডল বলেন, ‘এবার পাঁচবিবিতে ভাষা শহীদদের শুধু ফুল দিয়েই শ্রদ্ধা জানানো হয়নি, তাদের রূহের মাগফেরাত কামনায় ওসি শতাধিক গরীবকে পেট ভরে খাইয়েছেন। এমন উদ্যোগ দেশের সব থানার নেয়া উচিত।’

    থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, ‘এসব গরীব-অসহায় লোকগুলো অর্থের অভাবে সব সময় ভালো খেতে পারেন না। এ কারণে থানার সব পুলিশ সদস্যদের সহযোগিতায় মুজিববর্ষ ও ভাষার মাসে তাদেরকে একবেলা পেট ভরে খাওয়ানো হয়েছে।’

  • আক্কেলপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৭ জনের ফাঁসি

    আক্কেলপুরে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, ৭ জনের ফাঁসি

    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে গৃহবধূ আরতি রাণীকে ধর্ষণের পর হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

    মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবিএম মাহমুদুল হাসান এ রায় দেন।

    মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজনকে পাঁচ লাখ ও পাঁচজনকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

    দণ্ডপ্রাপ্তরা হলেন-আক্কেলপুর উপজেলার মারমা গ্রামের সোহেল তালুকদার, দেওড়া সোনারপাড়া গ্রামের আফজাল হোসেন,দেওড়া গুচ্ছগ্রামের রাহিন, দেওড়া সাখিদার পাড়ার ফেরদৌস আলী, দেওড়া সোনারপাড়ার মজিবর রহমান, জগতি গ্রামের রুহুল আমীন ও দেওড়া গুচ্ছগ্রামের আজিজার রহমান।

    আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ অক্টোবর রাতে দেওড়া গ্রামের উজ্জল মহন্তের স্ত্রী আরতি রাণীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসামিরা গণধর্ষণ করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে আরতি রাণী মারা যান। এ ঘটনায় ১০ অক্টোবর আরতি রাণীর স্বামী উজ্জল মহন্ত বাদী হয়ে সাত জনকে আসামি করে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

    মামলার দীর্ঘ শুনানির পর আজ জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাত আসামিকেই মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে আসামি সোহেল ও ফেরদৌসকে পাঁচ লাখ টাকা আর বাকি পাঁচজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী আর বাদী পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও রফিকুল ইসলামসহ পাঁচজন ছিলেন।

  • খাবারে চুল পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

    খাবারে চুল পেয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

    জয়পুরহাট সদর উপজেলায় ভাতের প্লেটে চুল পেয়ে গৃহবধূ আরজিনা বেগমকে নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেয় স্বামী বাবলু মিয়া।

    সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শালগ্রামে এ ঘটনা ঘটে। পরে দুপুরে বাবলুকে আটক করে পুলিশ।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান জানান, বাবলু নিয়মিত স্ত্রী আরজিনাকে নির্যাতন করে আসছিল। সকালে বাবলু ভাত খাওয়ার সময় ভাতের প্লেটে চুল দেখে আরজিনাকে মারধর করার এক পর্যায়ে তার হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে।

    খবর পেয়ে গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাবলুকে আটক করে। পরে থানায় এসে আরজিনা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।