Tag: ঝালকাঠি

  • ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৬ জনের মৃত্যু

    ঝালকাঠিতে বাস পুকুরে পড়ে ১৬ জনের মৃত্যু

    ঝালকাঠি সদর উপজেলার ধাঁনসিড়ি ইউনিয়ন পরিষদের সামনে বরিশাল-খুলনা মহাসড়কের একাটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযানে কাজে করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটসহ পুলিশ প্রশাসন ও স্থানীরা।

    শনিবার (২২ জুলাই) সকাল ১০টায় ভান্ডারিয়া থেকে বরিশাল যাওয়ার পথে বাসটি উল্টে পুকুরে পড়ে যায়। বাসে যাত্রী ছিল ৫০ জন।

    এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও দুইজন শিশু ছিল। উদ্ধার অভিযান এখনও চলছে।

    ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল জানান, খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

    তিনি জানান, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

    আহত একজন যাত্রী জানিয়েছেন, চালক বাসটি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়।

    জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাচ্ছিল বাসটি। পথে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  • মাঝরাতে চলন্ত লঞ্চে ৩০ যাত্রী পুড়ে অঙ্গার

    মাঝরাতে চলন্ত লঞ্চে ৩০ যাত্রী পুড়ে অঙ্গার

    ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও নিখোঁজ রয়েছেন অনেকে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে আগুন লাগে।

    শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক কামাল হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, লঞ্চটির ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    জানা গেছে, লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। এতে প্রায় হাজারখানেক যাত্রী ছিলেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন লাগে। পরে পার্শ্ববর্তী দিয়াকুল এলাকায় ভেড়ানো হয়।

    লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, আগুনে ৭০-৮০ জন দগ্ধ হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দগ্ধদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর দগ্ধদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

    তিনি বলেন, লঞ্চটিকে বর্তমানে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউড়িসাইক্লোন শেল্টারের পাশে (বিষখালী নদীর তীরে) নোঙর করা হয়েছে।

    এন-কে

  • ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনর্দিষ্টিকালের জন্য বাস চলাচল বন্ধ

    ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনর্দিষ্টিকালের জন্য বাস চলাচল বন্ধ

    ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মাহেন্দ্রা গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে বুধবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রীরা।

    ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ জানান, ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিদ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে সুযোগ পেলেই এ গাড়িগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।

    বুধবার সকাল ৯টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচলে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাহিন্দ্রা চালকরা তাকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে ঝালকাঠি বাসটার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের জরুরী সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রশাসনের কাছে আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্রা গাড়ি বন্ধের দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও আমুয়াসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ফলে দুর্ভোগে পড়েছেন এ রুটে যাতায়াতকারী হাজারো যাত্রী।

    ২৪ ঘণ্টা/আতাউর

  • ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে মুরগির-ফার্মসহ দুটি বাড়ি ভষ্মীভূত

    ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে মুরগির-ফার্মসহ দুটি বাড়ি ভষ্মীভূত

    ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির শহরের গাবখান রূপসীর গ্রামে গতকাল বুধবার (২৫ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডে নুরজাহান বেগম নামে এক নারীর মুরগির খামার সহ বাড়ি পুড়ে দগ্ধ হয়েছে। আগুনে দুইটি বসতঘর ও একটি মুরগীর খামার পুড়ে যায়। এতে ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী।

    এলাকাবাসী আরও জানান এ ঘটনায় আহত নুরজাহান বেগমকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি খান আরিফুর রহমান।

    ঝালকাঠি সদর উপজেলা পরিরষদের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের খোজ খবর নিয়ে তাদের ব্যক্তিগতভাতে অর্থ সহায়তা করেন।

  • ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

    ঝালকাঠিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

    ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে জনৈক জলিল তালুকদারের নির্মানাধীন ভবনের ছাদে এক মধ্য বয়সি নারীর মৃতদেহ পাওয়া গেছে। ম্যাক্সি ও পাজামা পড়া এই নারীর পাঁয়ের গোড়ালী ভাঙ্গা ছিল।

    বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে ছাদে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। শব্দ শুনে পার্শবর্তী লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত‍্যদেহটি পড়ে থাকতে দেখে।

    খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ, সদর সার্কেলের দায়িত্বরত সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃশাখাওয়াত হোসেন, সদর থানার ওসি খলিলুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন।

    এসময় পুলিশ পার্শ্ববর্তী বেলায়েত মুন্সির ৬ তলা ভবনের ছাদ থেকে একটি ব্যাগের ভিতরে শাহানাজ আক্তার, পিতা জালাল আহমেদ, ঠিকানা দক্ষিণ পিপলিতা, বাসন্ডা, ঝালকাঠি ঠিকানার জাতীয় পরিচয়পত্র, নগদ টাকা, বোরকা, স্যান্ডেল উদ্ধার করেছে।

    জানাগেছে মৃত নারী ঝালকাঠি বাসন্ডার এনএস কামিল মাদ্রাসার মসজীদের মোয়াজ্জিন আব্দুল আহাদের স্ত্রী।

    স্বামি আব্দুল আহাদ জানান, আমার স্ত্রী শাহনাজ পিপিলিতা গ্রামে গণশিক্ষা বিদ্যালয়ে শিশুদের পড়াশুনা করাতো। কিছুটা মানসিক রোগী ছিল। সে আজ সকাল ৯ টার দিকে মেয়েকে সাথে নিয়ে ব্যাংকে টাকা উঠাতে গিয়ে ছিল। ব্যাংক থেকে বেড়িয়ে আমার মেয়ে বাড়িতে চলে আসে। এরপর তার কোন খবর পাওয়া যায়নি। বেলায়েত মুন্সি আমার মামাতো ভাই। বছর খানেক আগে আমার সাথে স্ত্রী শাহানাজ তার বাসায় গিয়ে ছিল। এখন শুনছি তার লাশ পাওয়া গেছে। তাই তাকে সনাক্ত করতে থানায় যাচ্ছি।

    এ বিষয়ে বেলায়েত মুন্সি জানান, এই মহিলাকে আমি চিনিনা। সে আমার আজ বাসায়ও আসেনি। আমার ছাদে কিভাবে তার ব্যাগ এলো তা আমি বলবো কি ভাবে। এলাকাবাসি জানিয়েছে ছাদ থেকে ঝাঁপ দিলেও মৃতদেহের পাশে কোন রক্তের দাগ দেখা যায়নি। তবে দুুটি পা ভাঙ্গা ছিল এবং ডান পায়ের গোড়ালি ফেটে যায়।

    এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্ত রিপোর্ট না পেলে কিছুই বলা যাচ্ছেনা। রিপোর্ট পেলে বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছে কিনা নাকি সে আত্মহত্যা করেছে।

    আহাদের কন্যা সাথী জানান, আমার মা শাহানাজ প্রায় আত্মহত্যার চেষ্টা করতো। সে মানসিকভাবে ভারসাম্যহীণ ছিল। আজ ব্যাংক থেকে আমাকে বাড়ী পাঠিয়ে বলেছিল আমি আসতেছি এর পর তার মৃত্যুর খবর পেলাম।

    ২৪ ঘণ্টা/আতাউর

  • ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব‍্যবসায়ী আটক

    ঝালকাঠিতে ইয়াবাসহ নারী মাদক ব‍্যবসায়ী আটক

    ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটির দপদপিয়া থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক কারবারি সোনিয়া ওরফে রিয়া মনি (২০) কে আটক করেছে ডিবি পুলিশ।

    সোমবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার দপদপিয়া চৌমাথা থেকে তাকে আটক করা হয়।

    সোনিয়া ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রামের আনসার উদ্দিন তালুকদারের মেয়ে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

    ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান জানান, ওই নারী দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবিদের কাছে ইয়াবা টেবলেট বিক্রি করে আসছিল। সোমবার রাতে ক্রেতা সেজে ঝালকাঠি ডিবি পুলিশের একটি টিম নলছিটির দপদপিয়া চৌমাথায় থেকে তাকে আটক করে।

    ২৪ ঘণ্টা/আতাউর

  • নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ঝালকাঠিতে দুই জেলের কারাদণ্ড

    নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ঝালকাঠিতে দুই জেলের কারাদণ্ড

    ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    রবিবার (১৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিষখালী নদী থেকে মা ইলিশ শিকারের সময় উজ্জল ও আবুল কালাম নামে দুই জেলেকে আটক করা হয়। এ সময় বেশ কিছু কারেন্ট জাল জব্দ করা হয়।

    পরে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন ঐ দুই জেলেকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। আটককৃত জেলেরা হলো জেলা সদরের কিস্তাকাঠি আবাসন এলাকার বাসিন্দা। জব্দকৃত জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ সকালে পুড়িয়ে ফেলা হয়।

    জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে নদীতে নেমে ইলিশ শিকার করছিল। এ সময় উজ্জল ও আবুল কালামকে আটক করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। পরে ভ্রম্যমাণ আদালতে তাদেরকে এক বছর করে কারাদন্ড দেয়া হয়।

    ২৪ ঘণ্টা/ইমু/আতাউর

  • ঝালকাঠিতে শারদীয় দুর্গা পূজার রঙ-তুলির ছোঁয়ায় চলছে শেষ প্রস্তুতি

    ঝালকাঠিতে শারদীয় দুর্গা পূজার রঙ-তুলির ছোঁয়ায় চলছে শেষ প্রস্তুতি

    ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার রঙ-তুলির ছোঁয়ায় চলছে শেষ প্রস্তুতি।

    আগামী ২১ অক্টোবর ৫দিনব্যপি এই উৎসব শুরু হবে। জেলার পূজা মন্ডবগুলিতে প্রতিমা তৈরীর কাজ নিয়ে ব্যস্ত চারুকলার প্রতিমা শিল্পীরা। তারা বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির বায়না করে তাদের সঙ্গী-সাথীদের নিয়ে ছুটে চলেছে।

    জেলার ৪টি উপজেলায় এ বছর তিনটি পূজামন্ডব কমে ১৭০টি পূজামন্ডবে শারদীয় পূজা হবে। করোনা পরিস্থিতির কারণে সরকারি নির্দেশনা মেনে আড়ম্বর কমিয়ে উৎসবের আয়োজন করা হচ্ছে।

    পূজা উদযাপন কামিটির নেতারা আশা করছে অন্যান্য বছরের ন্যায় এ বছরও শান্তিপূর্ণ পরিবেশে এ উৎসব পালন করা হবে। সরকার ইতিমধ্যেই প্রতিটি মন্ডবের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্দ করেছে।

    ঝালকাঠি সদর উপজেলায় দুটি পূজা মন্ডব কমে এবছর ৭২টি মন্ডবে পূজার আয়োজনের প্রস্তুতি চলছে। অনুরুপভাবে কাঁঠালিয়া উপজেলায় ৫৭টি, নলছিটি উপজেলায় ২১টি ও রাজাপুর উপজেলায় ২০টি পূজামন্ডবে পূজার আয়োজনের প্রস্তুতি চলছে।

    আর মাত্র ৩/৪ দিন পরেই ঢাকে কাঠি পড়বে। শুরু হবে শারদীয় দুর্গোৎসব। ঝালকাঠিজুড়ে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দিন-রাত এক করে এখন রঙ আর তুলির আঁচড়ে শেষ রূপায়নের কাজ করছেন প্রতিমাশিল্পিরা। আগামী ২১ শে অক্টোবর বোধনের মধ্য দিয়ে দশভূজা দেবী দর্শন দেবেন তার ভক্তদের।

    সরেজমিনে ঘুরে দেখাযায়, ঝালকাঠির প্রতিটি মন্ডপেই এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা ও প্রত্যেকটির বিভিন্ন অনুষঙ্গ তৈরি, নিখুঁতভাবে কাজ ফুটিয়ে তোলা এবং রঙয়ের কাজে ব্যস্ত সময় কাটছেন প্রতিমাশিল্পিদের। যেনো ঘুম নেই তাদের চোখে। প্রাপ্তি যোগের আশায় মনের আনন্দে চলছে পার্বণের জোর প্রস্তুতি।

    প্রতিমা নির্মাতা সজল পাল বলেন, ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে তারা প্রতিমা তৈরি শুরু করছেন, কাজ প্রায় শেষ। এখন শুধু প্রতিমাগুলোতে চূড়ান্ত রঙ লাগিয়ে পোশাক পরিচ্ছদে সুসজ্জিত করা হচ্ছে বলে জানান তিনি।

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ হাবিবুল্লাহ রহমান জানান, শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এবার বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পূজা শুরুর প্রথম দিন থেকে প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত পুলিশ সর্তক অবস্থায় থাকবে। তিনি আরো জানান, করোনার কারনে লোকজনের সমাগম ও বিশৃঙ্খলা এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রিহাম/আতাউর

  • ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

    ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ

    ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ রক্ষায়, নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের কয়েকটি টিম বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনভর নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করেছে।

    প্রতিবছরের ন্যায় ইলিশ শিকার,পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা শুরু হলেও এবারে প্রশাসনের তাৎপরতা অতীতের যে কোন সময়ের চেয়ে জোরদার করা হয়েছে।

    উপজেলা নিবার্হী(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃসাখাওয়াত হোসেন’র প্রচেষ্টায় এবারে অভিযান পরিচালনার জন্য একটি হাই স্পিড বোট প্রশাসনের সাথে যুক্ত হয়েছে।

    অভিযানে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তার সাথে ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি, নলছিটি থানায় কর্মরত এএসআই অনিক সিদ্দিকীসহ উপজেলা মৎস্য বিভাগের এসএম সোয়েব ও শাহিন পঞ্চায়েত।

    জব্দকৃত কারেন্ট জাল নলছিটি শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের সময় কোন জেলে আটক করা যায়নি। এছাড়া জব্দকৃত মাছ পাশ্ববর্তী ইয়াতিম খানায় পৌছে দেওয়া হয়েছে ।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে চাই, কাউকে নদীতে অবৈধ ভাবে জাল ফেলতে দেওয়া যাবেনা। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • ঝালকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ

    ঝালকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ

    ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরিকে (১৮) একধিকবার ধর্ষন করে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের এসে ওই কিশোরি এ অভিযোগ করেন।

    অভিযোগে জানাগেছে, বরিশালের উজিরপুর উপজেলার দেহুরগাতি গ্রামের আনোয়ার সরদারের ছেলে নাঈম সরদার (২২) এর সাথে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের দিন মজুর মোঃমোশারফ হোসেনের কিশোরী মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

    পরে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে নাঈম সরদার। কৌশলে ধর্ষনের ভিডিও ও ছবি মোবাইলে ধারন করে নাঈম। ওই কিশোরির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে নাঈম বিয়ে করতে অস্বীকার করে। এর পরে ওই কিশোরির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য প্রস্তাব দিলে নাঈম আপত্তিকর ছবি নিয়ে ছেলের পরিবারের কাছে গিয়ে ভাঙ্গানি দেয়।

    কিছু দিন ধরে ওই কিশোরির কাছে মুঠোফোনের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে নাঈম। দাবিকৃত চাঁদার টাকা না পেলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেরে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকী দেয়া হচ্ছে। ইতিমধ্যে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেরে দেয়া হয়েছে।

    বর্তমানে কিশোরির পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

    অভিযুক্ত নাঈম সরদার শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে বলেন,‘ আমি তাকে কখনোই বিয়ের প্রতিশ্রতি দেইনি। তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।

    ২৪ ঘণ্টা/রানা/আতাউর

  • ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

    ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা

    ঝালকাঠি জেলা প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরে অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে ৮ ব্যক্তিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    শনিবার (০৩ অক্টোবর ) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলনের দায়ে দিনভর পৃথক অভিযান চালিয়ে এদের আটক করে জড়িমানা করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গালুয়া ইউনিয়নের কাটাখালি, উপজেলা সদরের বাগড়ি ও বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সাথে ভ্রাম্যমান আদালত কাটাখালি থেকে ২টি, উপজেলা সদরের বাগড়ি ব্রীজ সংলগ্ন খাল থেকে ১টি ও বাজার ব্রীজ সংলগ্ন খাল থেকে ২টি বালুর বলগেট (বালুবাহী জাহাজ) জব্দ করে ।

    দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার কদম আলীর পুত্র আব্দুল মন্নান (৫০), পার্শ্ববর্তী পিরোজপুর জেলা সদরের চিমলিয়া এলাকার মোঃ বজলু খান এর পুত্র মোঃ সবুজ খান (২৪), বাদুরা এলাকার আব্দুল রুস্তুম খন্দকার এর পুত্র মোঃ রিপন (২৬), নাজিরপুরের সাতকাহনিয়া এলাকার মোঃ ঈসা মোল্লার পুত্র মোঃ রমজান মোল্লা (২০), নেছারাবাদের জগন্নাথকাঠী এলাকার মৃত আবুবকর এর পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০), ভান্ডরিয়া উপজেলার দাওয়া গ্রামের আব্দুল খালেক ফরাজীর পুত্র মোঃ মনিরউজ্জামান ফরাজী (৫০). বরিশালের বানারীপাড়ার ইলুহার গ্রামের মোঃ সিদ্দিক হোসেন এর পুত্র মোঃ আরিফুল ইসলাম (২০), ঝালকাঠির সদরের কিফায়েত নগর এর মৃত আনিস খান এর পুত্র মোঃ সেলিম খান (৩৭)।

    রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, জব্দকৃত ৫টি বলগেট নিলাম কমিটি নিয়োগ করে তাদের মাধ্যমে প্রকাশ্য নিলাম দেয়া হবে। ৮ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

    ২৪ ঘণ্টা/রানা/আতাউর

  • জুয়া খেলতে বাধা দেয়ায় পিতাকে হত্যা করল পুত্র,মা আহত

    জুয়া খেলতে বাধা দেয়ায় পিতাকে হত্যা করল পুত্র,মা আহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। সারাদেশ ডেস্ক : ঝালকাঠির রাজাপুরে জুয়া খেলায় বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা।

    সোমবার (১১ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবার মৃত্যু হয় জানান রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন।

    নিহত বাবা মো. ইসমাইল আকন (৫২) ওই উপজেলার শুক্রাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের বাসিন্দা এবং প্রয়াত আব্দুল হামিদ আকনের ছেলে।

    রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, রোববার সন্ধ্যায় ছেলে মাহফুজ আকন (২২) জুয়া খেলার একটি কোড ও গুটি নিয়ে নিজের বাড়িতে রাখে। বিষয়টি বাবা মো. ইসমাইল আকনের চোখে পড়লে তিনি জুয়া খেলার সরঞ্জামগুলো ফেলে দিতে উদ্যত হন।

    এতে বাবা-ছেলের বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। মা রোকেয়া বেগম (৪৬) বাকবিতণ্ডা দেখে এগিয়ে আসেন। এসময় লাঠি দিয়ে জুয়াড়ি ছেলে মাহফুজ আকন বাবা-মাকে দিয়ে আঘাত করে।

    এতে ইসমাইল আকন ও রোকেয়া বেগম রক্তাক্ত জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    সোমবার সকালে বাবা ইসমাইল আকন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জানিয়ে ওসি মো. জাহিদ হোসেন বলেন, ঘাতক পুত্র মাহফুজ আকনকে আটক করা হয়েছে।

    এ ঘটনায় আইনগত অন্যান্য ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। সোমবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করেছে।

    জানা গেছে, মাহফুজ এলাকায় চিহ্নিত একজন জুয়াড়ী, মাদক সেবী ও মাদক বিক্রেতা। এলাকায় সব রকমের অপরাধের সাথে মাহফুজ জড়িত। গত শনিবার উপজেলা উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমান আদালতে ৪ জুয়াড়ীকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

    এ ঘটনা জানার পরে বাবা তার ছেলেকে বাঁচাতে ঘটনার দিন রোববার (১০ মে) সন্ধ্যায় মাহফুজের ঘরে রাখা একটি জুয়ার কোড ও গুটি বাহিরে ফেলে দেয়। এতে বাবা-ছেলের মধ্যে বাকভিতন্ড হয়।

    এক সময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এসময় ইসমাইল আকন এর স্ত্রী মোসাঃ রোকয়া বেগম দৌড়ে এসে বাধা দিলে মাহফুজ লাঠি দিয়ে তার মাথাও আঘাত করে।

    প্রতিবেশিরা ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

    নিহত ইসমাইল আকনের ছোট ভাই মোঃ ইসাহাক আকন জানায়, তার ভাই ইসমাইল আকন সোমবার (১১ মে) ভোরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যুবরন করেন। ঘাতক পুত্র মাহফুজকে রাতেই বরিশাল থেকে আটক করা হয়েছে। রোকেয়া বেগমের অবস্থাও বেশি একটা ভাল না।

    রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, ঘাতক পুত্র মাহফুজকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

    ২৪ ঘন্টা/এম আর