Tag: ঝিনাইদহ

  • ঝিনাইদহ সড়কে ঝরলো ৩ যুবকের প্রাণ

    ঝিনাইদহ সড়কে ঝরলো ৩ যুবকের প্রাণ

    ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় শাকিল হোসেন (২০), রকি (২০) ও তুষার হোসেন (৩৮) নামের তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-যশোর মহাসড়কের কয়ারগাছি এবং শৈলকুপার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া রবিউল ইসলাম মনির ছেলে শাকিল হোসেন ও মিটুল হোসেনের ছেলে রকি (২০)। তারা দুইজন ঝিনাইদহ সদর হাসপাতাল এলাকায় ওষুধ ফার্মেসিতে কাজ করতো।

    ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই দুইজন মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    অন্যদিকে, জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার হাবিবপুরে বাসের চাপায় তুষার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শৈলকুপা শহর থেকে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে কবিরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

  • ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১০

    ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ১০

    ঝিনাইদহের কালীগঞ্জে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অনন্ত ৩০ জন। বুধবার ( ১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের বারোবাজার নামক স্থানে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক।

    বারোবাজার হাইওয়ে থানার ওসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেকে পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মাগুরার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে।

    কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে ১০ জনের মরদেহ উদ্ধার করেছি। ঢাকা মেট্রো গ-১১০২১৪ বাসটি রাস্তার উপর উল্টে পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসের মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করি। আহতদের কালীগঞ্জ ও যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

    ঝিনাইদহের-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, জেলা প্রশাসক সরোজ কুমার নাথসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

    যশোর থেকে ওই বাসটি কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় কালীগঞ্জের বারোবাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয় বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নসিমন সংঘর্ষ, নিহত ৭

    ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক-নসিমন সংঘর্ষ, নিহত ৭

    ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের মদনডাঙ্গা বাজারের শ্রীরামপুর বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রাক-নছিমন মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এসময় আরো ৬ জন আহত হয়েছে। হতাহতরা সবাই ঢালাই মিস্ত্রি। নিহতদের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

    নিতদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    আহতদের স্থানীয়রা ও পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

    ঝিনাইদহের পুলিশ সুপার মনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, নিহতরা সকলেই নসিমনের যাত্রী ছিলেন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকায় হাটিয়া নামকস্থানে একটি ঢালাই কাজ করে নছিমনযোগে বাড়ি ফিরছিল মিস্ত্রিরা।

  • ঝিনাইদহে ২ মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫ ট্যাংকার লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ২ মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫ ট্যাংকার লাইনচ্যুত, রেলযোগাযোগ বন্ধ

    ঝিনাইদহের কোটচাঁদপুর সাফদালপুর স্টেশনে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

    সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার সাফদালপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

    সংশ্লিষ্ট কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে পাথরবোঝাই ও যশোর নোয়াপাড়া থেকে মালবাহী ডিজেল তেলবোঝাই ট্রেন দুটি সিগন্যাল অমান্য করে একই লাইনে ঢুকে পড়ে।

    এ সময় বিকট শব্দে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়।

    বগি লাইন থেকে পড়ে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ডিজেল তেল এলাকায় ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছিয়েছে। সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

    তিনি আরও জানান, চালকের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

    কোটচাঁদপুর ফায়ার স্টেশনের অফিসার আবদুর রাজ্জাক জানান, দর্শনা থেকে খুলনাগামী পাথরবোঝাই (মালবাহি) ট্রেনটি স্টেশনে অপেক্ষায় ছিল। বিপরীত দিক থেকে আসা তেলবোঝাই মালবাহী ট্রেনটি ওই ট্রেনে আঘাত করে। এ সময় তেলবোঝাই ট্রেনের ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয় এবং তিনটি ফেটে তেল বের হতে থাকে।

    খবর পেয়ে রাত ৩টার দিকে দমকল বাহিনীর সদস্যরা সেখানে আসেন। এর পর থেকে এলাকার সব ধরনের দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে। এ সময় ধূমপান ও আশপাশের বাড়ি ঘরে আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করা হচ্ছে। বড় ধরনের ক্ষতির আশঙ্কায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    তিনি আরও জানান, রেললাইনের ধারের খানাগর্ত তেলে ভর্তি হয়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া তেল অপসারণ না করা হলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ ছড়িয়ে পড়া তেল লুটে নিচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

    এ বিষয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দায়িত্বশীল একটি সূত্র বলেছে, সিগন্যাল পরিবর্তন না করার কারণে যশোর নোয়াপাড়া থেকে আসা তেল ট্যাংকার ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা অপর ট্রেনে আঘাত করে। এতে তেল বোঝাই কেপি ট্রেনের তিন বগি ছিটকে পড়ে এবং দুটি লাইনের ওপর থেকে যায়। পড়ে যাওয়া তেল ট্যাংকারগুলো ফেটে তেল বের হতে থাকে। সূত্রটি এ দুর্ঘটনার জন্য স্টেশন সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা রয়েছে বলে দাবি করেছেন।

    এদিকে ঈশ্বরদী রেলওয়ে কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে কর্মকর্তারা অবস্থান করছেন এবং তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান করা হয়েছে সহকারী পরিবহন কর্মকর্তা আবদুস সোবহানকে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • এলাকাবাসী খাটিয়া না দেয়ায় করোনায় মৃত ব্যক্তির জানাযা অ্যাম্বুলেন্সে

    এলাকাবাসী খাটিয়া না দেয়ায় করোনায় মৃত ব্যক্তির জানাযা অ্যাম্বুলেন্সে

    ঝিনাইদহে করোনায় মৃত ব্যক্তির জানাযা পড়ানোর জন্য এলাকাবাসী খাটিয়া না দেওয়ায় অ্যাম্বুলেন্সের মধ্যেই জানাযা পড়াতে বাধ্য হয় ইফার দাফন কমিটির সদস্যরা।

    ঘটনায়টি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পৌরসভার খুদের মোড় এলাকায়।

    জানা গেছে, পৌর এলাকার মধ্যপাড়া গ্রামের রফি উদ্দিন মোল্লার গোলাম সরোয়ার মোর্শেদ (৫২) চট্টগ্রামে চাকুরি করতেন। সেখানে করোনা উপসর্গ দেখা দিলে ২৯ জুন শৈলকুপার নিজ বাড়িতে চলে আসেন।

    এরপর নমুনা পরীক্ষায় পজিটিভ আসে তার। চিকিৎসার জন্য ১ জুলাই কুষ্টিয়া সরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি হন। সেখানেই চিকিৎসারত অবস্থায় ৪ জুলাই (শনিবার) দুপুর ২টায় তিনি মৃতবরণ করেন।

    প্রশাসনের নির্দেশনায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ খানের তত্ববাবধানে শৈলকুপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সহযোগিতায় মৃত গোলাম সরোয়ার মোর্শেদের জানাযা, দাফন কাফনের ব্যবস্থা করা হয়।

    ইসলামিক ফাউন্ডেশনের শৈলকুপা উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত দাফন কমিটির সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করেন।

    ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ খান জানান, করোনা আক্রান্ত মৃত ব্যক্তির জানাযা করার জন্য স্থানীয় জনগণ খাটিয়া দেয়নি এবং এলাকাবাসীর পক্ষ থেকে কেউ জানাযায় অংশগ্রহণও করেননি। তাই অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত ব্যক্তির জানাযা পড়ানো হয়েছে। এছাড়া তিনি করোনা সম্পর্কে সকলকে আরও বেশি বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

    ২৪ ঘণ্টা/এম আর

  • কুমড়া নিয়ে ঝগড়া: ভাইয়ের বঁটির কোপে আহত ভাইয়ের মৃত্যু

    কুমড়া নিয়ে ঝগড়া: ভাইয়ের বঁটির কোপে আহত ভাইয়ের মৃত্যু

    মিষ্টি কুমড়া নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের বঁটির কোপে জখম বড় ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

    নিহতের নাম মো. শাহাবুদ্দিন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামের বাসিন্দা।

    জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর বাড়ির পাশে খেলা করছিল নিহতের ছোট মেয়ে শারমিন। খেলার সময় শারমিনসহ অন্য শিশুরা বাড়ির পাশের ক্ষেত থেকে একটি মিষ্টি কুমড়া ছিঁড়ে আনে। এর পর শারমিনকে অকথ্য ভাষায় গালাগাল করে তার চাচা শুকুর আলী ও তার স্ত্রী পারুল।

    মেয়েকে গালাগালের প্রতিবাদ করেন শাহাবুদ্দিনের। এরপর তার ওপর হামলা করে ছোট ভাই মো. শুকুর আলী।

    গুরুতর অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

    এর পর সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন মারা যান শাহাবুদ্দিন।

    গত ১৮ ডিসেম্বর মো. শুকুর আলী ও তার স্ত্রী পারুল বেগমকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন শাহাবুদ্দিনের স্ত্রী রওশনারা বেগম। মামলার প্রধান আসামি শুকুর আলীকে পুলিশ আটক করে।

    রওশনারা বেগম জানান, চিকিৎসাধীন বৃহস্পতিবার রাতে আমার স্বামী মারা গেছেন। মামলা উঠিয়ে নেয়ার জন্য আসামিরা বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি দেয়। মামলা করে আমি নিজেও পালিয়ে বেড়াচ্ছি। আমার দুই ছোট মেয়েসহ আমি বাড়ির বাইরে বের হতে পারি না। আমি আমার ছোট দুই মেয়েকে নিয়ে কী করে দিন কাটাব?

    কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, ঘটনাটি আমি শুনেছি। আঘাতপ্রাপ্ত ব্যক্তি মারা গেছেন। তার মৃত্যুর সনদ পেলেই আমরা ধারা সংযোজন করে আদালতে পাঠাব।

  • ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

    ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

    ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিয়ের বরযাত্রীর বহরে থাকা মোটরসাইকেল ও ট্রাক্টরের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

    শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের হিদেরগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার লক্ষ্মীকুন্ডু গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির (১৮), চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রাকিবের ছেলে রাজু (২০) এবং একই এলাকার নজু (৪৫)।

    মহেশপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রমেশ কুমার সাহা বলেন, মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের আলীপুর গ্রাম থেকে একই ইউনিয়নের বাবলা মাথাভাঙা গ্রামে বিয়েতে যাচ্ছিলেন বরযাত্রীরা। এ সময় তিন বরযাত্রী দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হিদেরগাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বলেন, মূলত দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে বরযাত্রীবাহী মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।

  • স্বামীর পুরুষাঙ্গ কেটে শ্রী ঘরে স্ত্রী

    স্বামীর পুরুষাঙ্গ কেটে শ্রী ঘরে স্ত্রী

    ঝিনাইদহের মহেশপুরে সোহাগ হোসেন (২৬) নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শারমিন আক্তার শিলা(২৩) । এঘটনায় স্ত্রী শারমিন আক্তার শিলাকে আটক করেছে পুলিশ।

    এদিকে আশঙ্কাজনক অবস্থায় সোহাগ হোসেনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

    ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ২টার দিকে মহেশপুর উপজেলার জাগুসা দক্ষিণ পাড়া গ্রামে সোহাগের শশুরবাড়িতে। সোহাগ হোসেন একই উপজেলা যাদবপুর উত্তরপাড়া গ্রামের শফিউল্লাহ ওরফে পান্নুর ছেলে বলে পুলিশ জানিয়েছে।

    স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকে সোহাগ-শারমিন দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। সম্প্রতি পরিবারিকভাবে বসাবসি করে বিষয়টি মিমাংসা করে দেয়। এরপর ঘটনার দিন বুধবার শারমিন তার স্বামীকে তার বাপের বাড়ি জাগুসা গ্রামে ডেকে নিয়ে যায়। দুপুরে সোহাগ হোসেন শুয়ে থাকাবস্থায় তার লিঙ্গ বটি দিয়ে কর্তন করে তার স্ত্রী শারমিন আক্তার শিলা। পরে স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর হাসপাতালে ভর্তি করে।

    এদিকে আহত সোহাগ জানায়, আমার স্ত্রী শারমিনের সাথে অন্য এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। যে কারনে প্রায়ই আমার সাথে ঝড়গা করতো। ঘটনার দিন আমাকে খবর দিলে শশুর বাড়ি জাগুসা গ্রামে ডেকে নিয়ে যায়। সেখানে দুপুরে ঘরের মধ্যে সুযোগ বুঝে ধারালো বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কেটে দেয়।

    মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের ডাঃ ডোরা জানান, তার পুরুষাঙ্গের মাঝ থেকে মারাত্বক জখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোর্শেদ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রী শারমিন আক্তার শিলাকে আটক করা হয়েছে। সেখান থেকে পুলিশ ধারালো বটি ও কর্তন যাওয়া পুরুষাঙ্গটি উদ্ধার করা হয়েছে।

  • শীর্ষ সন্ত্রাসী বাদশা বন্দুকযুদ্ধে নিহত

    শীর্ষ সন্ত্রাসী বাদশা বন্দুকযুদ্ধে নিহত

    ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত খুনের আসামি বাদশা শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

    পুলিশের দাবি, নিহত বাদশা শেখ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি খুনসহ ১০টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে। বাদসা জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের হেলাল উদ্দিন শেখের ছেলে।

    রোববার দিবাগত রাত পোনে ২টার দিকে এলাকার তেতুলবাড়িয়া গ্রামের বটতলার কাছে একটি মেহগনি বাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

    হরিণাকুন্ডু থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সন্ত্রাসীরা নাশকতার পরিকল্পনা নিয়ে বৈঠক করছে গোপন সূত্রে জানতে পারেন তারা। সে মোতাবেক ঘটনাস্থল তেতুলবাড়িয়া গ্রামের বটতলার কাছে মেহগনি বাগানে যাওয়া মাত্র সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

    বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় এলাকার শীর্ষ সন্ত্রাসী বাদশাকে উদ্ধার করে স্থানীয় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন মর্মে দাবি করেছেন ওসি। আহতরা হলেন- হরিণাকুণ্ডু থানার এসআই সরোয়ার হোসেন ও কনস্টেবল সোহেল।

    নিহতের বিরুদ্ধে সাতটি খুনসহ ১০টি মামলা আদালতে বিচারাধিন রয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ানশুটার গান এবং এক রাউন্ড বন্দুকের গুলি।

    পুলিশের অন্য একটি সূত্র যুগান্তরকে জানায়, কথিত এ বন্দুকযুদ্ধে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি দল অংশ নেয়।