Tag: ঝুলন্ত লাশ

  • নিজ বাসা থেকে নব-গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজ বাসা থেকে নব-গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    বিউটি রানী নামে ২০ বছর বয়সী এক নব-গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ মে) দিনগত রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ধামোর ইউনিয়নের জুগিকাটা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    জানা যায়, নব-গৃহবধূ বিউটি রানী একই গ্রামের বিদ্যামহনের ছেলে উজ্জলের স্ত্রী। সে একই উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানি গ্রামের জতিসের মেয়ে।

    এ ঘটনায় মৃতের বাবার বাড়ির লোকেরা অভিযোগ করছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে মৃতের স্বামী মানষিক ভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে পুলিশ পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ দেখে চিৎকারে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

    এদিকে বিউটির বাবা জতিস ও পরিবারের লোকেরা অভিযোগ করেন, ১১ মাস আগে পারিবারিক ভাবে বিউটির বিয়ে হয় উজ্জলের সাথে। এর মাঝে বিউটি বাবার বাড়িতে জানায় উজ্জল বিয়ের পর একই এলাকায় নতুন এক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

    এ বিষয়ে স্বামীকে একাধীকবার বাধা দিলে তাদের মাঝে ঝগড়া বিবাদ শুরু হয় বলে জানায়। এখন বিউটিকে পরকিয়া প্রেমের সম্পর্কের কারণে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের।

    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • পটিয়ায় চেম্বার থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

    পটিয়ায় চেম্বার থেকে হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া আদালত রোড এলাকার নিজ চেম্বার থেকে ঝুলন্ত অবস্থায় এক হোমিও চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত হোমিও চিকিৎসকের নাম সজল খাস্তগীর (৫)। তিনি পৌরসদরের ২নং ওয়ার্ড এলাকার খাস্তগীর পাড়ার মৃত প্রভাত খাস্তগীরের ছেলে বলে জানা গেছে।

    বিষয়টি নিশ্চিত করেছে পটিয়া থানার এস.আই. মোক্তার। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল দেখে তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছি। এরপরও কারণ অনুসন্ধান করে দেখছি।

    এদিকে লাশ ময়নাতদন্ত ছাড়া দাহ করার জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন পটিয়া থানার এস আই মোক্তার।

  • হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে এশিয়ান ইউনির্ভাসিটির শিক্ষার্থী মো. এমদাদ উল্লাহ ওরফে হাসান সিকদারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার ‘মায়ের আঁচল’ নামে একটি ভবন থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।

    মো. এমদাদ উল্লাহ ওই এলাকার আবদুল মালেক সিকদার বাড়ির মৃত মো. রফিক সিকদারের ছেলে। সে এশিয়ান ইউনির্ভাসিটির বিএ (সম্মান) ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের ছাত্র এবং ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

    হাটহাজারী মডেল থানার ওসি মো. মাসুদ আলম লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে একটি ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তিনি বলেন, সুরতহাল রিপোর্টের প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে এমদাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

    এদিকে পরিবারের বরাত দিয়ে হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মো. ইউনুস মিয়া জানান, এইচএসসি পরীক্ষায় পাসের পর হাসান ঢাকায় এশিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশে (এইউবি) ভর্তি হন। এরপর পড়াশোনার পাশাপাশি বেসরকারি বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইনস লিমিটেডের সিকিউরিটি গার্ডের চাকরি নেন।

    গত রবিবার কর্মস্থল থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়ি মিরেরখিলে যান হাসান। সেখানে বড়বোন লাকি আক্তারের কাছে চাবি নিয়ে পর দিন সোমবার তিনি উপজেলার পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ড মিরেরখিল এলাকার গ্রামের বাড়িতে ওঠেন।

    দুপুরে খোঁজ নিতে বোন লাকি কয়েকবার হাসানের মোবাইল ফোনে কল করেন। কিন্তু হাসান রিসিভ করছিলেন না। পরে রাতে বোন বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজার ভেতর থেকে আটকানো।

    এতে সন্দেহ হলে স্থানীয় জনতার সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হাসানের নিথর দেহ সিলিংফ্যানের সাথে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশটি উদ্ধার করে।

  • লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

    লামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী আটক

    বান্দরবানের লামায় কদবানু বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার সরই ইউনিয়নের ডিগ্রিখোলাস্থ নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    কদবানু বেগম ডিগ্রিখোলা গ্রামের বাসিন্দা মৃত সামছুল হকের মেয়ে। এ ঘটনায় স্বামী কামাল হোসেনকে আটক করেছে পুলিশ।

    নিহতের স্বজন ও স্থানীয়রা অভিযোগ করে জানায়, কামাল হোসেন সম্প্রতি বাড়ীর পাশে একটি মুরগি খামার গড়ে তুলেন। শ্রমিকের কাজ করতে যাওয়ায় শুক্রবার স্ত্রী কদবানু বেগম প্রতিদিনের মত খামারের মুরগিকে খাবার দিতে পারেনি। কাজ শেষে বাড়িতে ফিরলে স্ত্রী ও স্বামীর মধ্যে এ নিয়ে ঝগড়া হয়।

    এক পর্যায়ে স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধম মারধর করলে কদবানু মারা যান। পরে লাশ ঘরের বিমের সাথে ঝুঁলিয়ে রাখা হয়। তবে স্বামী কামাল হোসেনের দাবী, ঝগড়ার জের ধরে কদবানু বেগম রাতের কোন এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

    এ বিষয়ে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, গৃহবধূ কদবানুর লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে। একই সময় স্বামী কামাল হোসেনকে জিঙ্গাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফটিকছড়ির ভূজপুরে বস্ত্রবিহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ফটিকছড়ির ভূজপুরে বস্ত্রবিহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ওমর কাজী বাড়ীর সংলগ্ন এলাকা থেকে বস্ত্রবিহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আজ ৩০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে স্থানীয়দের তথ্যমতে ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এ লাশটি উদ্ধার করে।

    এলাকাবাসীরা জানান, উপজেলার হারুয়ালছড়ি ইউপির ওমর কাজীর বাড়ির সামনে কে বা কারা রাতের কোনো এক সময় এই অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখে যায়। সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

    এ ব্যাপারে ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে হারুয়ালছড়ি এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি।

    তিনি বলেন, এলাকাবাসীরা কেউ তাকে চেনেন না। তার গায়ের রং কালো। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বললেন এ পুলিশ কর্মকর্তা।