Tag: ঝুলন্ত লাশ উদ্ধার

  • রাউজানে নিখোঁজের ২৬ ঘণ্টা পর পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    রাউজানে নিখোঁজের ২৬ ঘণ্টা পর পাহাড়ের চূড়া থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে নিখোঁজের ২৬ ঘন্টা পর মোহাম্মদ হাসান চৌধুরী (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    ১২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  রাবার বাগানের একশিয়ার ব্লক মুক্তির আলো প্রজেক্টের পূর্ব পাশ থেকে পাহাড়ের চূড়ায় গহীন অরণ্যে রাবার গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

    হাসান রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়ির প্রয়াত আবুল খায়ের চৌধুরীর ছেলে। তিনি বিবাহিত জীবনে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে গত ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ব্যাংকের উদ্দেশ্যে ঘর থেকে বের হন । দুপুরের পর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় ধরে ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাননি। মঙ্গলবার সকাল ১১টার দিকে হৃদয় ওরফে রাজা নামে রাবার বাগানের এক শ্রমিক সকালে রাবার রাবারে কস সংগ্রহ করতে গিয়ে দেখতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তিকে দেখে বিষয়টি বাগানের সুপারভাইজারকে জানান। পরে সুপারভাইজার থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে ঝুলন্ত লাশ পাওয়ার পাওয়ার নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হাসান চৌধুরীর বলে শনাক্ত করেন।

    রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোথাও আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

  • লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

    অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে রাস্তার পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কাশেম আলী (২৭) নামে এক ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক এলাকা থেকে মরদেহটি উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এদিকে ইটভাটা শ্রমিককে হত্যার পর গলায় মাফলার পেঁছিয়ে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

    নিহত কাশেম আলী সদর উপজেলার তেয়ারীগঞ্জ ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আবু তাহেরের ছেলে। সে জসিম ব্রিকস্ নামে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো।

    স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, গত কয়েকদিন স্থানীয় জসিম ব্রিকস ফিল্ডে ইট তৈরির কাজ শেষে সোমবার ভোরে বাড়ি ফিরছিলেন শ্রমিক কাশেম আলী। সকালে আন্দার মানিক এলাকায় বাড়ির কাছাকাছি পৌঁছালে কে বা কাহারে তাকে হত্যার পর রাস্তার পাশে গাছের সাথে ঝুলিয়ে রাখে। এসময় তার হাটু মাটির সাথে লেগে ছিলো। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

    স্থানীয় তেয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইবনে ওমর হোসাইন ভুলু বিষয়টি নিশ্চিত করেন।

    লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনি সঠিক ভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    নিহতের বাড়িতে চলছে আহাজারি। দূরদূরান্ত থেকে মানুষজন ছুটে আসছেন এমন মর্মান্তিক খবর শুনে।

  • যশোরের মণিরামপুরে এক দিনে ২ ঝুলন্ত লাশ উদ্ধার

    যশোরের মণিরামপুরে এক দিনে ২ ঝুলন্ত লাশ উদ্ধার

    যশোর প্রতিনিধি:::যশোরের মণিরামপুরে দেনার দায়ে ও রোগের জ্বালা সইতে না পেরে এক পুরুষ ও এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    শনিবার রাতে উপজেলার খানপুর ইউপির ঘুঘুদা ও মুন্সিখানপুর গ্রামে পৃথক ঘটনা ২টি ঘটে।

    খবর পেয়ে রবিবার সকালে লাশ দুইটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পৃথক ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

    নিহত তারক দাস (৫৫ )ঘুঘুদা গ্রামের মৃত জগবন্ধু দাসের ছেলে এবং আয়েশা বেগম (৩৫) মুন্সি খানপুর গ্রামের গোলাম রব্বানী তোতার স্ত্রী।

    মণিরামপুর থানার (এসআই) সৈয়দ আজাদ আলী বলেছেন, তারক দাস চুড়ি-ফিতা বিক্রি করতো। সংসারের বোঝা টানতে তিনি বেশ কিছু টাকা ঋণ হয়ে পড়ে সে। প্রায়ই পরিবারের লোকজনকে সে আত্মহত্যার কথা বলত। শনিবার রাতে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় তারক। রাতে আর বাড়ি ফেরেনি। পরে বরিবার সকালে বাড়ির পাশে মেহগনী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় স্বজনরা তার লাশ উদ্ধার করেছিলেন। তারক গলায় রশি জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    এদিকে মুন্সিখানপুর গ্রামের আয়েশা বেগম দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। গত ১০/১২ বছর ধরে স্বামী তার কোন খোঁজ নেননি। মানসিক ভারসাম্য হারিয়ে শনিবার রাতের কোন একসময় তিনি গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে স্বজনরা তার লাশ উদ্ধার করেন বলে জানান এসআই আজাদ।

    আজাদ বলেন, লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর/নিলয়

  • ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার,স্বামী আটক

    ময়মনসিংহে নারী পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার,স্বামী আটক

    ময়মনসিংহ নগরীর কাশর বৌবাজার এলাকায় জবা আক্তার সুইটি (২২) নামের এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী হাফিজ আল আসাদকে জিজ্ঞাসাবেদের জন্য আটক করা হয়েছে।

    মৃত জবা আক্তার সুইটি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার টেংরাপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার কাশর করোনেশন সড়কে ইয়াহিয়ার বাসায় সপরিবারে ভাড়া থাকতেন।

    আজ শুক্রবার বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

    খবর পেয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মো আহমার উজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

    উল্লেখ্য, মৃত পুলিশ সদস্য জবা আক্তার সুইটি ও হাফিজ আল আসাদ ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তাঁরা একসঙ্গে ময়মনসিংহ পুলিশ লাইন্সে স্পেশাল ফোর্সে (এসএফ) কর্মরত ছিলেন। তাদের প্রেমের বিয়ে ছিল।

  • হাটহাজারীতে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ : হত্যার পর লাশ গাছে ঝুলিয়েছে দাবি পরিবারের

    হাটহাজারীতে রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ : হত্যার পর লাশ গাছে ঝুলিয়েছে দাবি পরিবারের

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাড়ির পাশের আম গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় রাজমিস্ত্রি আনিসুর রহমান (১৯)’র লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা এলাকার নওশাপাড়া মিয়া মেম্বারের বাড়ির পাশের একটি আম গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আনিসুর রহমান ওই বাড়ির মনসুরের পুত্র।

    লাশ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলা হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে দাবী করছে তাকে কেউ হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য গলায় রশি বেঁধে আম গাছের সাথে ঝুঁলিয়ে রেখেছে।

    নিহত আনিসের পরিবারের সদস্যরা জানিয়েছেন ২১ অক্টোবর আনিস রাজমিস্ত্রী কাজে ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। তার অপেক্ষায় গভীর রাত পর্যন্ত বসে থেকে অবশেষে ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন।

    সকালে আনিসের পিতা গোসলের জন্য পুকুর ঘাটে যাওয়ার পথেই তার ছেলেকে আম গাছের ঢালে ঝুলে থাকতে দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় আনিসের মরদেহ উদ্ধার করে।

    নিহতের মা দিলওয়ারা বেগম জানিয়েছেন, তার পরিবারের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পাশ্ববর্তীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারা মিথ্যে মামলা দিয়ে আমাদের পরিবারের বিভিন্ন সদস্যদের হয়রারনি করছে।

    গত এক বছর আগেও পরিবারের সাত সদস্যকে আসামি করে একটি ডাকাতি মামলা দিলে ওই মামলায় নিহত আনিস আটদিন জেলও খেটেছেন। একই মামলায় গত ১ অক্টোবর সে হাজিরাও দিয়েছেন নিহত আনিস। নিহতের পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে আনিসকে কেউ হত্যা করে লাশটি গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে।

    এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আনিসের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

    লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারনা করছি। তবে নিহতের পরিবারের বিভিন্ন অভিযোগের সূত্র ধরে এবং মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।