Tag: টমটম উল্টে

  • স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা ৮ম শ্রেণীর ছাত্র রবিউলের : সড়কেই প্রাণ শেষ

    স্কুল থেকে বাড়ি ফেরা হলোনা ৮ম শ্রেণীর ছাত্র রবিউলের : সড়কেই প্রাণ শেষ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারাদিন স্কুলে পাঠদান শেষে বাড়ি গিয়ে খেলাধুলা করার জন্য মন কেমন আনচান করছিলো ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র রবিউল হাসানের। আর তাই বাড়ি থেকে অল্প দুরের পথ পারি দিতে উঠেছিলো ব্যাটারিচালিত টমটমে।

    তবে বাড়ি গিয়ে তার আর খেলাধুলা করার সুযোগ হয়নি। টমটম চালকের অসতর্কতা ও বেপোরোয়া গতির কারণে সড়কেই টমটম উল্টে না ফেরার দেশে পারি দিয়েছে রবিউল। 

    আজ ২২ জানুয়ারি বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ের নতুন হাট এলাকায় যাত্রীবাহি টমটম উল্টে মারা যায় স্কুল ছাত্র রবিউল। 

    নিহত স্কুল ছাত্রের নাম রবিউল হাসান। সে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড বৈতরণী গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার উদ্দ্যেশে টমটমে উঠেছিলো রবিউল। এসময় টমটম চালকের বেপোরোয়া গতিতে হঠাৎ টমটমটি উল্টে যায় এবং গুরুতর আহত হয় রবিউল।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অসীম বড়ুয়া নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।

  • লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

    লামায় টমটম উল্টে যুবকের মৃত্যু, আহত ২

    লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় একটি যাত্রীবাহি টমটম গাড়ি উল্টে মো. রাজন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২জন।

    শনিবার দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী সড়কের পাঁচ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। মো. রাজন ঢাকা কেরানী গঞ্জের দক্ষিণ কুন্ডা ইউনিয়নের দক্ষিণ কেরাণীগঞ্জ গ্রামের বাসিন্দা আবদুল খালেকের ছেলে।

    সূত্র জানায়, চকরিয়া উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি টমটম গাড়ি শনিবার দুপুর ১২টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী বাজারে যাচ্ছিল। এ সময় টমটম গাড়িটি সড়কের পাঁচ মাইল নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    টমটম গাড়ি উল্টে এক যুবক নিহত ও দুই যাত্রী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, নিহত রাজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।