Tag: টাইগারপাসে

  • চট্টগ্রামের টাইগারপাসে ১৫ কোটি টাকার কোকেন উদ্ধার : গ্রেফতার ১

    চট্টগ্রামের টাইগারপাসে ১৫ কোটি টাকার কোকেন উদ্ধার : গ্রেফতার ১

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের কোকেন উদ্ধার করেছে র‌্যাপিড একশান ব্যাটেলিয়ান (র‌্যাব-৭)। এসময় মো. বখতেয়ার হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোকেনসহ তাকে গ্রেফতার করে র‌্যাবের অভিযানিক টিম।

    গ্রেফতার বখতেয়ার চট্টগ্রামের রাউজান উপজেলার জুইপাড়া এলাকার জাফর আহমদের ছেলে। বর্তমানে সে নগরীর আগ্রাবাদ হাজিপাড়া এলাকায় বসবাসের সূত্রে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছেন বলে র‌্যাব জানায়।

    র‌্যাব-৭’র সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, তাদের কাছে আগে থেকেই গোপন সংবাদ ছিলো নগরীর টাইগার পাস এলাকায় কোকেনের একটি বড় চালান নিয়ে মাদক ব্যবসায়িরা অবস্থান করছে। এ খবরে বুধবার রাতেই সেখানে অবস্থান নেয় র‌্যাবের একটি অভিযানিক টিম।

    তথ্য মতে গভীর রাতে এক ব্যাক্তিকে ওই এলাকায় ব্যাগ হাতে দাড়ানো দেখে তাকে আটক করার পর তার ব্যাগ তল্লাশী করলে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৮২০ গ্রাম কোকেন পাওয়া যায়।

    র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে বখতেয়ার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।

    তার সাথে আর কে কে জড়িত আছে সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর কোতোয়ালি থানায় উদ্ধারকৃত কোকেনসহ হস্তান্তর করার কথা জানিয়েছেন র‌্যাব-৭’র সহকারি পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ।

  • কাভার্ডভ্যানের নিচে দুমড়ে মুচড়ে গেলো মোটরসাইকেল, প্রাণ হারালো প্রকৌশলী

    কাভার্ডভ্যানের নিচে দুমড়ে মুচড়ে গেলো মোটরসাইকেল, প্রাণ হারালো প্রকৌশলী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেছে চলন্ত একটি মোটরসাইকেল। এতে কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এমদাদুল হাসান শোভন (২৮) নামে এক প্রকৌশলী।

    ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌণে ১২টার সময় রেলওয়ে কলোনীর এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে ঘটে দুর্ঘটনাটি।

    পুলিশ জানিয়েছে নিহত শোভনের পকেটে পাওয়া আইডি কার্ড সূত্রে জানা যায়, সে একটি প্রতিষ্ঠানের অধীনে চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ২য় প্রকল্পে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় বসবাস করেন। তার পিতার নাম মো. আবুল হোসেন। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপটী এলাকায় শোভনের গ্রামের বাড়ি।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুলশি থানার এসআই মোহাম্মদ আলী বিন কাসেম। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শোভন তার মোটরসাইকেল (চট্টমেট্রো-ল-১৪১৭৩৯) নিয়ে কর্মস্থল থেকে বাসায় ফিরছেলেন। বৃহস্পতিবার রাত পৌণে ১২টার সময় টাইগারপাস রেলওয়ে কলোনী রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে গেলে চলন্ত একটি সিএনজি অটোরিকশার সাথে শোভনের বাইকের ধাক্কা লাগে।

    এতে মোটর সাইকেলসহ সড়কে ছিটকে পড়ে শোভন। এসময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলসহ শোভনকে চাপা দেন। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শোভনের মৃত্যু হয়।

    লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানালেন এসআই কাসেম।