Tag: টাকা লোপাট

  • ১৫ বছরে ব্যাংক খাতে লোপাট ৯২ হাজার কোটি টাকা: সিপিডি

    ১৫ বছরে ব্যাংক খাতে লোপাট ৯২ হাজার কোটি টাকা: সিপিডি

    ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংক খাত থেকে লোপাট হয়েছে ৯২ হাজার ২৬১ কোটি টাকা।

    শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।

    সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ভুয়া কাগজপত্র দিয়ে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নাম দিয়ে ঋণ, অর্থ লোপাটসহ নানান ধরনের আর্থিক অনিয়ম হয়েছে।

    তিনি বলেন, বিভিন্ন সময়ে ব্যাংকে যে স্ক্যাম বা অনিয়মগুলো হয়, সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদমাধ্যমে আসে। গণমাধ্যমকর্মীরা সেগুলো হয়তো অফিসিয়াল সূত্রেই আনেন। এগুলোকে কম্পাইল করেছি দেখার জন্য। ২০০৮-২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২২ দশমিক ৬১ বিলিয়ন টাকা বা ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ বা অপচয় হয়েছে। বিশাল এ অর্থ দিয়ে কী হতে পারে সেটা আপনারা হিসাব করতে পারেন। আপনারা হিসাব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত। সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এই পরিমাণ টাকা দিয়ে আমরা কী করতে পারতাম।

    তিনি আরও বলেন, এ টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে। ব্যাংকে যে টাকা, সেটি জনগণের টাকা। সেটা কীভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়। সেই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং খাতে নিয়মকানুন বাস্তবায়ন ও সংস্কার একেবারেই জরুরি হয়ে পড়েছে।

  • ৫৪০ কোটি টাকা লোপাট: বাধ্যতামূলক ছুটিতে ডাকের ডিজি সুধাংশু

    ৫৪০ কোটি টাকা লোপাট: বাধ্যতামূলক ছুটিতে ডাকের ডিজি সুধাংশু

    ডিজিটাল পোস্ট ই-সেন্টার নির্মাণের নামে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা লোপাটের অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

    তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

    এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় এক মাসের ছুটিতে যান সুধাংশু শেখর ভদ্র। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে ছুটির এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। যেখানে চলতি মাসের ১২ তারিখ থেকে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত পূর্ণ গড় বেতনে ছুটি মঞ্জুর করা হয়।

    গত ১২ সেপ্টেম্বরে সময় সংবাদের অনুসন্ধানী প্রতিবেদন ডাক বিভাগের ভয়ংকর ডাকাতি শিরোনামে সংবাদ প্রকাশের পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সুপারিশ করে ডাক বিভাগের মহাপরিচালকের পদ থেকে অপসারণ করার। যদিও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ছুটির প্রজ্ঞাপনে এখনো মহাপরিচালক পদে থেকেই তার ছুটি মঞ্জুর করা হয়।

    এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন, এই দুর্নীতির অভিযোগ ওঠা সুধাংশু শেখর ভদ্র এই মুহূর্তে ডাক বিভাগের মহাপরিচালকের পদে নেই।

    উল্লেখ্য সারাদেশে সাড়ে আট হাজার আধুনিক ডাকঘর নির্মাণের জন্য ২০১২ সালে ৫৪০ কোটি ৯৪ লাখ টাকা বরাদ্দ করে সরকার কিন্তু বেশির ভাগ জেলায় সেই ডাকঘর নির্মাণ না করেই টাকা তুলে নেন বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র।

    এই নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করে, যে কমিটি কেনাকাটা থেকে শুরু করে প্রকল্প সবখানেই দুর্নীতির প্রমাণ পায়।

    ২৪ ঘণ্টা/রিহাম