Tag: টাঙ্গাইল

  • টাঙ্গাইলে ট্রেনে আগুন

    টাঙ্গাইলে ট্রেনে আগুন

    টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনের দুটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

    বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ২০ মিনিট ধরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

    ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, রাত ২টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে ঢাকাগামী ওই ট্রেনটি স্থির ছিল। এ সময় ওই ট্রেনের তিন বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অপর বগিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

  • টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫

    টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৫

    ঘন কুয়াশায় টাঙ্গাইলের সদর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত তিনজন।

    মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার।

    তিনি জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

    এ সময় আহত হয়েছেন কমপক্ষে তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

  • টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

    টাঙ্গাইলে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

    টাঙ্গাইলের নাগরপুরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় প্রেমিক-প্রেমিকাসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    বুধবার (১১ নভেম্বর) ভোরে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার মুচিপাড়া নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে বেপরোয়াগামী মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।

    নিহতরা হলেন- দেলদুয়ার উপজেলার বানালিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে আক্তার সানি (১৮), টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হীরা সূকর্ণা (১৫) ও টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামের মোস্তফার ছেলে বাপ্পি (২২)।

    নাগরপুর থানা পুলিশের ওসি (তদন্ত) বাহালুল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমঘটিত কারণে তারা মোটরসাইকেলে পালাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে দেলদুয়ার থানায় নেয়াসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

    নিহতদের স্বজনদের বরাতে ওসি আরও জানান, টাঙ্গাইল সদর উপজেলার কাগমারা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মমতা হিয়া সুবর্ণা টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে দেলদুয়ার উপজেলার জালালিয়া গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে শুভ আক্তার সানীর প্রেমের সম্পর্ক ছিল।

    ঘটনার দিন ভোরে মমতা হিয়া সুবর্ণা তার নানার বাড়ি নাগরপুর থেকে পালিয়ে সানীর সঙ্গে চলে আসে। সানীর অপর বন্ধু বাপ্পীর মোটরসাইকেলে করে তারা পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৫ নৌকা আরোহী নিহত

    বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে ৫ নৌকা আরোহী নিহত

    টাঙ্গাইলের বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নৌকার ৫ জন আরোহী নিহত হয়েছেন।

    আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন।

    স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া এ তথ্যটি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের স্ত্রী (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম ( ২৫)।

    ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় নৌকাটি ডুবে যায়।

    এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

    বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

    টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা

    টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন ওই বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    শুক্রবার সকালে মধুপুর উপজেলা শহরের পল্লী বিদ্যুৎ রোড এলাকার মাস্টারপাড়ার ওই বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮) এবং কলেজপড়ুয়া ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

    স্থানীয়রা জানায়, দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ সকালে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

    মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে বলা যাবে।

    মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে দুই তিন দিন আগে দুর্বৃত্তরা তাদের গলাকেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মসজিদের প্রথম কাতারে অফিসাররা বসবেন সম্বলিত নোটিশ

    মসজিদের প্রথম কাতারে অফিসাররা বসবেন সম্বলিত নোটিশ

    টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদের প্রথম কাতারে বসবেন অফিসাররা, অন্য কেউ বসতে পারবেন না, সম্প্রতি এ সংক্রান্ত একটি ‘জরুরি নোটিশ’ সাঁটানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মসজিদে প্রবেশের দরজাসহ মসজিদের বিভিন্ন জায়গায় নোটিশটি লাগিয়ে দেওয়া হয়।

    বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ এলাকায় সমালোচনা সৃষ্টি হলে নোটিশ তুলে নেওয়া হয়। তবে কেন এই নোটিশ টানানো হয়েছিল, তা নিয়ে মসজিদ কমিটি ও ইমাম পরস্পরকে দায়ী করছেন।

    মসজিদ কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, ‘সকল ধর্মপ্রাণ মুসলমানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাসাইল উপজেলা পরিষদ জামে মসজিদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক নামাজের জায়গা চিহ্নিত করা হয়েছে। পাঁচ ওয়াক্ত এবং জুমার নামাজ চিহ্নিত জায়গার বাহিরে পড়া যাবে না এবং জামাত দাঁড়ানোর পূর্ব পর্যন্ত অফিসারগণের সম্মানে সামনের কাতারে না দাঁড়ানোর জন্য অনুরোধ করা হলো। জামাত দাঁড়ানোর সময় সামনের চিহ্নিত খালি জায়গা পূরণ করে দাঁড়াবেন। মসজিদের বাহিরে/রাস্তায় মসজিদের কার্পেট বিছানো হবে না, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।’

    এই মসজিদের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না ও সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন।

    ওই মসজিদে নিয়মিত যাতায়াতকারী মুসল্লি আকতারুজ্জামান রিপন বলেন, ‘নোটিশটি টানানোর পর থেকে আমি ওই মসজিদে যাওয়া বাদ দিয়েছি। ওটা অফিসারদের মসজিদ।’

    উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম বলেন, ‘গত বৃহস্পতিবার (২ জুলাই) মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদকের নির্দেশে এ সংক্রান্ত নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। এছাড়া শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের আগে নোটিশটি পড়ে মুসল্লিদের জানিয়ে দেওয়া হয়। সিদ্ধান্তটা পুরোপুরি মসজিদ কমিটির। তাদের নির্দেশনা মোতাবেক আমি শুধু সেটি বাস্তবায়ন করেছি।’

    উপজেলা পরিষদ জামে মসজিদের সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘মসজিদের ইমামকে যেভাবে বিষয়টি লিখতে বলা হয়েছিল, তিনি সেভাবে লেখেননি। এটা তার ভুলের কারণে হয়েছে।’

    তিনি আরও বলেন, ‘কয়েকদিন ধরে মুসল্লিরা স্বাস্থ্যবিধি না মেনে নামাজ আদায় করছিলেন। যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন এজন্য নোটিশ দিয়ে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছিল। কিন্তু মসজিদের ইমাম আগ বাড়িয়ে অফিসারদের বিষয়টি লিখেছেন। সামনের কাতারে অফিসাররা বসবেন এটা আমি তাকে লিখতে বলিনি।’

    উপজেলা পরিষদ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘নোটিশের বিষয়টি আমার জানা ছিল না। পরে জানতে পেয়ে নোটিশটি তুলে নেওয়া হয়েছে। আমার অনুমতি না নিয়ে কীভাবে নোটিশ দেওয়া হলো এ ব্যাপারে জানতে রবিবার (৫ জুলাই) জরুরি মিটিং আহ্বান করা হয়েছে।’

    এদিকে, মসজিদে গত কয়েকদিন ধরে মুসল্লিদের সামনের কাতার বাদ রেখে বসার জন্য বলে আসছিলেন মসজিদ কর্তৃপক্ষ।

    স্থানীয়রা জানান, এই মসজিদের সামনের কাতার থেকে মুসল্লিদের উঠিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে এর আগে।

    বাসাইল উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মজিবর রহমান হেলালী বলেন, ‘মসজিদে যিনি আগে ঢুকবেন তিনিই প্রথম কাতারে বসবেন। মসজিদে কোনও বৈষম্য নেই। সবাই সমান। কাউকে উঠিয়ে দেওয়া যাবে না। অফিসাররা প্রথম কাতারে বসবেন, এটা হাদিস সম্মত না। মসজিদ কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।’

    টাঙ্গাইলের ধুলেরচর মাদ্রাসার কেন্দ্রীয় দারুল ইফতার প্রধান মুফতি ও জেলা কওমি ওলামা পরিষদের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘মসজিদে যে মুসল্লি আগে যাবেন তিনিই প্রথম কাতারে বসবেন। কেবল রাষ্ট্রের এমন ব্যক্তিত্ব যাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তাদের জন্য ব্যবস্থা হতে পারে, সেটা হবে রাষ্ট্রীয় পর্যায়ের হিসেবে। যে কোনও মসজিদে এটা করা যাবে না। অফিসারদের জন্য সামনের কাতার রাখা হলে এটা ইসলাম পরিপন্থী হবে। অফিসারদের জন্য সামনের কাতার রাখার কথা বলা ঠিক হয়নি।’

    ২৪ ঘণ্টা/এম আর

  • জ্বর গলাব্যথায় করোনা ভয়, মাকে জঙ্গলে রেখে পালিয়েছে সন্তান-স্বামী

    জ্বর গলাব্যথায় করোনা ভয়, মাকে জঙ্গলে রেখে পালিয়েছে সন্তান-স্বামী

    ২৪ ঘণ্টা নিউজ ডেস্ক || টাঙ্গাইলের সখীপুরে পঞ্চাশোর্ধ নারী মাজেদা বেগমের জ্বর হয়। দেখা দিয়েছে গলাব্যথা,কিছুটা শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি। তাতেই বিপত্তি।

    পরিবারের সকল সদস্যরা ভেবেই নিয়েছেন তার করোনা হয়েছে ফলে রাঁতের আঁধারে হাসপাতালে নেয়ার কথা বলে বৃদ্ধাকে গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের জঙ্গলে নিয়ে যায় তার স্বামী ও সন্তানরা।

    কৌশলে মাকে জঙ্গলেই ফেলে পালিয়ে গেছেন তার সন্তানরা সাথে স্বামীও। পরদিন সকালে স্থানীয়রা জঙ্গলের মধ্য গোঙ্গানির শব্দ শুনে সেখান থেকে মাজেদাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    সেখান থেকে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

    মাজেদা বেগম (৫০) শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বাসিন্দা। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

    জানা গেছে, গভীর রাতে উপজেলার ইছাদিঘী গ্রামের জঙ্গল থেকে ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। এরপর স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানালে রাতেই তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চেচামেচির শব্দ শুনে স্থানীয়রা বিষয়টি তাদের জানায়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে অবগত করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারসহ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় এবং জঙ্গলে আসার ঘটনা জানেন।

    তিনি বলেন, তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে সখীপুরের ইছাদিঘী এলাকায় একটি সামাজিক বনের ভেতর ফেলে রেখে পালিয়ে যান।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। করোনার উপসর্গ থাকায় রাতেই তাকে এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

    মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/ আর এস পি

  • টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৫,আহত ১৩

    টাঙ্গাইলে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৫,আহত ১৩

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কা‌ন্দিলা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন।

    শনিবার (২৮ মার্চ) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

    টাঙ্গাইল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ওই ট্রাকটি সিমেন্ট ও বেশ কিছু মানুষ নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি কান্দিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা মানুষের ওপর সিমেন্টের বস্তাগু‌লো পড়ে যায়। প‌রে খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

    এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে মানুষগু‌লো বাস না পেয়ে ট্রাকে ক‌রে বাড়ি যাচ্ছিল।’

  • নারী প্রভাষকের হিজাব টেনে খুলে নিলেন ছাত্রলীগ নেতা

    নারী প্রভাষকের হিজাব টেনে খুলে নিলেন ছাত্রলীগ নেতা

    টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমামুনসহ তিনজনের বিরুদ্ধে উক্ত কলেজের এক প্রভাষককে  শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ওই কলেজের শিক্ষিকা আলমামুনসহ তিনজনকে আসামি করে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

    মামলার অপর দুই আসামি হলেন- উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুর রহমান বিপ্লব ও মাইক্রোবাসচালক বাবু। পুলিশ শুক্রবার সকালে বাবুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, নাগরপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন বৃহস্পতিবার রাতে চশমা মেরামত করতে গেলে দোকানে কাউকে না পেয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় আলমামুন দোকানে এসে বসলে শিক্ষিকা তাকে দোকানদারের কথা জিজ্ঞেস করেন। এ সময় শিক্ষিকার সঙ্গে মামুন খারাপ ব্যবহার করেন। শিক্ষিকা এর প্রতিবাদ করলে বাবু ও বিপ্লব এগিয়ে এসে মামুনের সাথে যুক্ত হয়ে শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারতে উদ্যত হন। এক পর্যায়ে টান দিয়ে শিক্ষিকার মুখের হিজাব খুলে ফেলেন তারা।

    এব্যপারে কলেজ শিক্ষিকা শামীমা ইয়াসমিন তার ফেসবুক পেজে শ্লীলতাহানীর অভিযোগ নিয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন, ‘যেখানে আমি একজন সরকারি কর্মকর্তা হয়েও নিরাপদ নই তাহলে সাধারণ মেয়েদের অবস্থার কথা একবার চিন্তা করুন। আর আমি এজন্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

    এ ব্যাপারে সাবেক ভিপি আল-মামুন ঘটনা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

    নাগরপুর থানার (ওসি) আলম চাঁদ বলেন, নাগরপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শামীমা ইয়াসমিন শ্লীলতাহানির অভিযোগ এনে সাবেক ভিপি মামুনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। একজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • করোনা: ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ

    করোনা: ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ

    করোনা ভাইরাস সতর্কতায় টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোগের সংক্রমণ ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে জরুরি বৈঠকে বসে মসজিদ কমিটি। জনসমাগম ঠেকাতে শুক্রবার জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বিষয়টি এলাকাবাসী, পুলিশ ও উপজেলা প্রশাসনকেও জানায় কমিটি।

    প্রতি শুক্রবার জুমার নামাজে মসজিদটিতে ২০ থেকে ২৫ হাজার মুসল্লির সমাগম ঘটে। এছাড়াও প্রতিদিন মসজিদটির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।

    টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া এলাকায় ২০১৩ সালে ১২ বিঘা জমির ওপর ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হয়।

  • মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৬

    মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৬

    টাঙ্গাইলের মির্জাপুরে মাটিভর্তি ড্রাম ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে বাবা-মেয়েসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

    সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের বেলতৈল বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন-উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়া ছেলে হৃদয়, কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন, একই গ্রামের মাশরাফুল, হাফিজ উদ্দিন, হাফিজের মেয়ে রুনা আক্তার এবং ঘাঘরাই গ্রামের জাকির হোসেন। নিহতরা প্রত্যেকেই অটোরিকশার যাত্রী ছিলেন। হাসপাতালে ভর্তি আছেন আনোয়ার নামে একজন। আহত আরেকজন প্রাইভেটকার চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে সখিপুর দিক থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি দ্রুতগতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে যানটিতে চাপা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়।

    দুর্ঘটনায় অটোটিও উল্টে দুমড়ে মুচড়ে গেলে যানটির যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলে মারা যায়। আরেক যাত্রী সোনামকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত চারজনকে উদ্ধার করে কুমুদিনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে মারা যান আরও তিনজন।

    প্রাইভেটকারের চালক আহত রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে না পেরে অটোটিকে চাপা দেয় এবং প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়।

    মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাম ট্রাক আটক করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • উদ্বোধনের অপেক্ষায় ২০১ গম্বুজ মসজিদ

    উদ্বোধনের অপেক্ষায় ২০১ গম্বুজ মসজিদ

    ‘বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজবিশিষ্ট’ মসজিদ নির্মিত হচ্ছে টাঙ্গাইলে। ২০১ গম্বুজবিশিষ্ট এ মসজিদটি এখন উদ্বোধনের অপেক্ষায়। একই সঙ্গে নয়টি সু-উচ্চ মিনার দিয়ে সজ্জিত একটি পূর্ণাঙ্গ মসজিদ কমপ্লেক্স হিসেবে মসজিদটির নকশা করা হয়েছে। মসজিদটির পুরো নির্মাণ কাজ এখনও শেষ হয়নি।

    এই মসজিদটি ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের সবুজ শ্যামল প্রকৃতির নৈস্বর্গিক পল্লী দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মিত হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে মসজিদটি নিয়ে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। ফলে ইতোমধ্যেইে এই ২০১ গম্বুজবিশিষ্ট মসজিদটি দেখার জন্য প্রতিদিন দেশের বিভিন্ন জেলার হাজারো দর্শনার্থী ছুটে আসছেন এখানে।

    মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২০১৩ সালের ১৩ জানুয়ারি নির্মাণ কাজ শুরু হয়।

    এ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন। এ নকশার মসজিদটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে আনুমানিক একশ’ কোটি টাকা। মসজিদটির নির্মাণকাজ প্রায় শেষ। চলতি বছরের যেকোন সময় মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন নির্মাণ কর্তৃপক্ষ।

    সংশ্লিষ্টরা জানান, অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে ৮১ ফুট উচ্চতার একটি গম্বুজ রয়েছে। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ রয়েছে ২০০টি। এগুলোর প্রত্যেকটির উচ্চতা ১৭ ফুট। মূল মসজিদের চার কোণে রয়েছে চারটি মিনার। এদের প্রত্যেকটির উচ্চতা ১০১ ফুট। পাশাপাশি আরও চারটি মিনার রয়েছে ৮১ ফুট উচ্চতার। ৪৫১ ফুট উচ্চতাবিশিষ্ট ৫৭ তলা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিনার স্থাপন করা হবে।

    ১৪৪ ফুট দৈর্ঘ্য ও ১৪৪ ফুট প্রস্থের দ্বিতল এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫ হাজার মুসুল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের ভেতরে চার দেয়ালের টাইলসে অঙ্কিত রয়েছে পূর্ণ পবিত্র কুরআন শরিফ। যে কেউ বসে বা দাঁড়িয়ে, দিনে বা রাতে যে কোন সময় মসজিদের দেয়ালে অঙ্কিত কুরআন শরিফ পড়তে পারবেন। মসজিদের প্রধান ফটক নির্মাণে ব্যবহার করা হচ্ছে ৫০ মণ পিতল। আজান প্রচারের জন্য মসজিদে সবচেয়ে উঁচু মিনার নির্মাণ করা হবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও এতে সহস্রাধিক বৈদ্যুতিক পাখা সংযুক্ত থাকবে। মসজিদ পাদদেশে ২২ বিঘা জমির ওপর একটি সুদর্শন হেলিপোর্ট স্থাপন করা হয়েছে। এই হেলিপোর্টটি ইতোমধ্যে ধর্মমন্ত্রী উদ্বোধন করেছেন।

    ১৫ বিঘা জমির ওপর বিশাল মসজিদ কমপ্লেক্সটি অবস্থিত। মেহরাবের পাশে লাশ রাখার জন্য হিমাগার তৈরি করা হবে। এছাড়াও মসজিদের পাশে নির্মাণ করা হবে সু-বিস্তৃত আলাদা ভবন। ওই ভবনে থাকবে মাদ্রাসা কমপ্লেক্স, এতিমখানা, দুস্থ নারীদের চিকিৎসার জন্য বিনামূল্যের হাসপাতাল, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। এছাড়াও থাকছে বেকার যুবকদের কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করার প্রকল্প।

    কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে। তারা ছয় ভাই, তিন বোন। রফিকুল ইসলাম সবার বড়। রফিকুল ইসলাম জনতা ব্যাংকের সিভিএ প্রেসিডেন্ট।

    রফিকুল ইসলাম বলেন, আমি ব্যক্তি উদ্যোগে মসজিদটির কাজ শুরু করেছি। আমার পরিবারের লোকজনসহ বিভিন্ন ব্যক্তি আমাকে কাজটি সম্পন্ন করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আমার স্বপ্ন ছিল ব্যতিক্রম কিছু করার। সেই চিন্তা থেকেই এটির উদ্যোগ নিই। মহান আল্লাহ তায়ালার রহমতে বিশ্বের সব চেয়ে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদটি নির্মাণ করতে পেরেছি।

    রফিকুলের ছোট ভাই আব্দুল করিম বলেন, মসজিদটি বিশ্বের সবচেয়ে বেশি গম্বুজবিশিষ্ট। নির্মাণ কাজ সম্পন্ন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদটির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর নির্ধারিত তারিখ অনুযায়ী উদ্বোধনের দিন ধার্য করা হবে। ওই দিন পবিত্র কাবা শরিফের প্রধান ইমামও উপস্থিত থাকবেন।

    তিনি বলেন, আমার ভাই মসজিদটি করার জন্য উদ্যোগ নেন। আমরা তাকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। তার বন্ধুরাও আর্থিকভাবে সহযোগিতা করছেন। এছাড়াও মুসুল্লিরা দানবাক্সে দান করে যাচ্ছেন। দুই ঈদে প্রায় ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন মুসুল্লিরা।

    এছাড়া এই মসজিদটি নির্মাণের ক্ষেত্রে সরকারেরও প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা পাওয়া যাচ্ছে। মসজিদটির নির্মাণসামগ্রী দেশের বাইরে থেকে আনা হচ্ছে। এ সব নির্মাণসামগ্রী আনতে সরকারকে কোনো ভ্যাট দিতে হচ্ছে না।