Tag: টিফিন বক্স

  • রাউজানে ডাঃ রাজা মিয়া স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন বই ও টিফিন বক্স

    রাউজানে ডাঃ রাজা মিয়া স্কুলের শিক্ষার্থীরা পেলো নতুন বই ও টিফিন বক্স

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের ১৪৫ নং উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই হাতে পেয়েছে নতুন বই। একই সাথে তাদের হাতে তুলে দেওয়া হয় টিফিন বক্স।

    আজ বুধবার সরকার কর্তৃক বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বই উৎসবে নতুন বই এবং রাউজানের সাংসদ, রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির সৌজন্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। 

    বিদ্যালয়ের দাতা সদস্য, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে অতিথি ছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাতার পুত্র, শিক্ষানুরাগী ও সমাজ সেবক লিয়াকত আলী চৌধুরী, রাউজান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানা।

    বিদ্যালয়ের সি. শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। বক্তব্য রাখেন শিক্ষক শিব নারায়ন চৌধুরী, হাসনে আরা বেগম, অপর্ণা বড়ুয়া, ওমর ফারুক, শাহা আলম প্রমুখ।

    বক্তারা বলেন, বর্তমানে শিক্ষা বান্ধব সরকারের গৃহিত নানা কর্মসূচির ফলে আজ দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটেছে। বর্তমানে দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

    সরকার নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাত নতুন বই তুলে দেওয়াসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়নের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হচ্ছে। এছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়।