Tag: টিভি মিডিয়া

  • মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চান শর্মি ইসলাম

    মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চান শর্মি ইসলাম

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাংসদ নড়াইল এক্সপ্রেস মাশরাফির এলাকার মেয়ে দেশীয় টিভি মিডিয়ার উঠতি অভিনেত্রী মডেল ও অভিনেত্রী শর্মি ইসলাম। শর্মি একাধারে একজন নৃত্যশিল্পী, অভিনেত্রী ও মডেল। সুন্দরী, সুদর্শনা এবং স্মার্ট মেয়ে শর্মি। শোবিজ এ এসেছেন বছর দেড়েক। তাতেই নির্মাতা ও দর্শকদের নজরে এসেছেন তিনি। অভিনয় করছেন নাটক, টেলিফিল্ম,শর্ট ফিল্ম আর মডেলিং করছেন বিভিন্ন শিল্পীর মিউজিক ভিডিওতে।

    নিজের সম্পর্কে শর্মি ইসলাম তার সাংস্কৃতিক চর্চার শুরুর দিকটা জানালেন। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় তার বাবা এ আর এম নজরুল ইসলাম আলম তাকে নড়াইলের লোহাগড়ার স্থানীয় নাচের একাডেমিতে ভর্তি করিয়ে দেন। এর পর যুক্ত হন মঞ্চ নাটকের সাথে। ওখানকার গণনাট্য সংস্থার হয়ে শর্মি ইসলাম বেশ কিছু মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে কালপুরুষ নামের একটি নাটকের অসংখ্য শো করেছেন তিনি। অভিনয় আর নাচে ওই সময়ে খুলনা বিভাগীয় পর্যায়ে অসংখ্য বার চ্যাম্পিয়ন হয়েছেন বলে জানান শর্মি।

    প্রগতিশীল আর সংস্কৃতিমনা বাবার ঐকান্তিক আগ্রহ আর ইচ্ছায় পড়াশোনার পাশাপাশি চলতে থাকে শর্মির উদীচীর হয়ে অভিনয় আর নাচের চর্চা। গেলো বছর যশোর এম এম কলেজ থেকে অর্থনীতি বিষয়ে অনার্স কমপ্লিট হওয়ার পর শর্মি তার স্বপ্ন পূরণে উদ্যোগী হন। শুরু করেন টিভি মিডিয়ায় অভিনয়ের পথচলা।

    বন্ধুবৎসল আর সদাহাস্য তরুণী শর্মি বলেন, আমি আরো আগেই নিজের স্বপ্নের জগতে আত্মপ্রকাশ করতে পারতাম। কিন্তু ওই সময়টাতে আমার কাছে অগ্রাধিকার ছিল আমার একাডেমিক ক্যারিয়ার। পরিবার থেকেও বলা হচ্ছিল অন্তত অনার্স কমপ্লিট করে যেন মিডিয়ায় আসি।

    নিজের প্রথম কাজ কোনটি জানতে চাইলে শর্মি জানান, লিটু করিম পরিচালিত শর্ট ফিল্ম অন্তরালে বিষাদ। এরপর তিনি নিরুপায়, কলংকিত বউ, নেশার জন্যে, বোবা বোন সহ প্রায় এক ডজন শর্ট ফিল্ম এ অভিনয় করে নিজের প্রতিভার দ্যুতি ছড়ান। এরপর শিল্পী বাধন রাজের গাওয়া লোভী মেয়ে গানে মডেল হয়ে শর্মি ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেন।

    কথায় কথায় মিষ্টি হাসির বিনয়ী মেয়ে শর্মি ইসলাম জানান, তিনি একজন জনপ্রিয় অভিনয় তারকা হওয়ার যে স্বপ্ন নিয়ে মিডিয়ায় এসেছেন, সেই স্বপ্ন পূরণের জন্য সম্প্রতি তিনি একটি কর্পোরেট কোম্পানির চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছেন। স্বল্প দিনের শোবিজ ক্যারিয়ারে ইতিমধ্যে চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব এসেছে তার কাছে। শর্মিও বিনোদনের বৃহৎ মাধ্যমে কাজ করতে আগ্রহী। তবে এ মূহুর্তে না। এখন তিনি টিভি মিডিয়ায় কাজ করে নিজেকে চলচ্চিত্রের জন্যে আরো দক্ষ ও উপযোগী করে নিতে চান।