ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দল ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ঘোষিত দলে ফিরেছেন আল আমিন হোসেন ও আরাফাত সানি। ২০১৬ সালে আল আমিন জাতীয় দলের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। একই বছর সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন আরাফাত সানিও। এছাড়া ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজে বিশ্রামে থাকা মূল ওপেনার তামিম ইকবাল খেলবেন এই সিরিজে।
দল থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, সাব্বির রহমান, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।
চলতি বছরের নভেম্বরে ভারত সফরে থাকবে বাংলাদেশ জাতীয় দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্টের পাশাপাশি তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। টেস্ট সিরিজের আগে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ২৫ অক্টোবর থেকে ভারত সফরের ক্যাম্প শুরু হবে। তবে ক্যাম্পে থাকবেন শুধু টি-টোয়েন্টি স্কোয়াডের ১৫ ক্রিকেটারই। বাকিরা যথারীতি ব্যস্ত থাকবেন জাতীয় ক্রিকেট লিগে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে আগামী ৩, ৭ ও ১০ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু যথাক্রমে দিল্লী, রাজকোট ও নাগপুর। ১৪ ও ২২ নভেম্বর ইনডোর ও কলকাতায় শুরু হবে টেস্ট দুটি।
একনজরে ভারত সফরে ১৫ সদস্যের বাংলাদেশ টি-টোয়েন্টি দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।