টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে শর্ত আছে। যেদিন টুইটারের প্রধান নির্বাহী পদে চাকরি করার জন্য ‘যথেষ্ট বোকা’ একজন খুঁজে পাবেন, সেদিনই তিনি পদত্যাগ করবেন।
এই সিদ্ধান্ত নেওয়ার আগে টুইটারে একটি ভোটের আয়োজন করেছিলেন মাস্ক। সেই ভোটে তিনি জানতে চেয়েছিলেন, টুইটারের প্রধান নির্বাহীর পদে তার থাকা উচিত কি না। ভোটের ফলাফলে দেখা গেছে, ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী এই পদ ছেড়ে দেওয়ার জন্য মত দিয়েছেন। মাস্ক নিজেও এই ভোটের ফলাফল মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী এখন তিনি পদত্যাগ করার কথা জানালেন।
তবে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও টুইটারের সফটওয়্যার ও সার্ভারের ব্যাপারগুলো দেখাশোনা করবেন বলে জানিয়েছেন মাস্ক। যদিও টুইটারের দায়িত্ব গ্রহণের পর তার নেওয়া অনেকগুলো সিদ্ধান্ত সমালোচিত হয়েছে।