Tag: টুইটার

  • টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করবেন ইলন মাস্ক

    টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করবেন ইলন মাস্ক

    টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। তবে শর্ত আছে। যেদিন টুইটারের প্রধান নির্বাহী পদে চাকরি করার জন্য ‘যথেষ্ট বোকা’ একজন খুঁজে পাবেন, সেদিনই তিনি পদত্যাগ করবেন।

    এই সিদ্ধান্ত নেওয়ার আগে টুইটারে একটি ভোটের আয়োজন করেছিলেন মাস্ক। সেই ভোটে তিনি জানতে চেয়েছিলেন, টুইটারের প্রধান নির্বাহীর পদে তার থাকা উচিত কি না। ভোটের ফলাফলে দেখা গেছে, ৫৭ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী এই পদ ছেড়ে দেওয়ার জন্য মত দিয়েছেন। মাস্ক নিজেও এই ভোটের ফলাফল মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী এখন তিনি পদত্যাগ করার কথা জানালেন।

    তবে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করলেও টুইটারের সফটওয়্যার ও সার্ভারের ব্যাপারগুলো দেখাশোনা করবেন বলে জানিয়েছেন মাস্ক। যদিও টুইটারের দায়িত্ব গ্রহণের পর তার নেওয়া অনেকগুলো সিদ্ধান্ত সমালোচিত হয়েছে।

  • টুইটারে যোগ হচ্ছে ইমোজি রিঅ্যাকশন

    টুইটারে যোগ হচ্ছে ইমোজি রিঅ্যাকশন

    নির্দিষ্ট টুইটে লাইক দেয়ার জন্য লাভ আইকনে ক্লিক করে থাকেন টুইটার ব্যবহারকারীরা। এবার এই ফিচারে পরিবর্তন আসতে পারে। ফলে আগামীতে ফেসবুকের রিঅ্যাকশন বাটনের মতো টুইটারেও চিয়ার, হুম, স্যাড এবং হাহা ইমোজি রিঅ্যাকশন দেয়া যাবে।

    টুইটার জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রাহকরা কান্নার ইমোজি, হাসির ইমোজি, হাততালি দেয়া ও হার্ট বা লাভ চিহ্ন ব্যবহার করতে পারছেন। ইমোজি রিঅ্যাকশনের পরীক্ষামূলক প্রচার সফল হলেই স্থায়ীভাবে আসতে পারে ফিচারটি।

    প্রতিষ্ঠানটি জানায়, টুইটে সর্বাধিক ব্যবহৃত ইমোজি হচ্ছে হাসতে হাসতে কান্নার ইমোজি। এছাড়াও টুইট পড়ার পর ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ প্রকাশের মতো ঘটনাও ঘটে। কিন্তু টুইটার এখনো রাগ প্রকাশক কোনো ইমোজি যোগ করেনি।

    কিন্তু রিপ্লাই এবং কোট টুইট ফাংশনে রাগান্বিত রিঅ্যাকশনটি প্রকাশের সুযোগ রয়েছে। কয়েক মাস আগে টুইটার নতুন ইমোজি রিঅ্যাকশন যুক্ত করার বিষয়ে ব্যবহারকারীদের ওপর জরিপ চালায়। জরিপ অনুযায়ী ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই সুবিধাটি যুক্ত করছে তারা।

    এন-কে