Tag: টেকনাফে

  • টেকনাফে শরণার্থী ক্যাম্পে ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ৪

    টেকনাফে শরণার্থী ক্যাম্পে ডাকাতদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ ৪

    ২৪ ঘণ্টা জেলার খবর : কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লক সংলগ্ন পাহাড় এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ চালিয়েছে ডাকাত জকিরের গ্রুপের স্বশস্ত্র সদস্যরা। এতে শরণার্থী ক্যাম্পের চারজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

    আহত ও গুলিবিদ্ধদের মধ্যে তাৎক্ষনিক চারজনের নাম জানা গেছে। এরা হলেন, ২৬নং মোচনী পাড়া ক্যাম্পের এইচ ব্লকের ২৮১নং রোমের বাসিন্দা ওমর আব্বাসের পুত্র রহমত উল্লাহ (৩০), একই ব্লকের আবু সালামের পুত্র জামাল (২৮), দুদু মিয়ার পুত্র সৈয়দ আমান (৩৫), সৈয়দ নুরের পুত্র আব্দুল সালাম (৩৫)।

    আজ মঙ্গলবার ভোরে রোহিঙ্গা স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    হ্নীলা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার গভীর রাতে ক্যাম্প সংলগ্ন এলাকায় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,আহত ও গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখান হতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

    এই ঘটনার পর সাধারণ রোহিঙ্গাদের মধ্যে ক্ষোভ বিরাজ করলেও আবারো হামলার আশংকায় আতংকিত ক্যাম্পের রোহিঙ্গা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ডাকাত নিহত

    টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ডাকাত নিহত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে।

    আজ শুক্রবার (১ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোরা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের শালবাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে।

    এসময় ১৫টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২৮ রাউন্ড গুলি ও দুইটি রাম দা উদ্ধার করা হয়েছে।

    নিহতরা হলেন, টেকনাফের ২৬ নং নয়াপাড়া ক্যাম্পের ডি-ব্লকের আব্দুল হামিদের ছেলে আবদুল হাকিম (৩৫) ও অজিউল্লাহ’র ছেলে রশীদ উল্লাহ (৩০)। র‌্যাবের দাবি নিহত দুইজনই স্থানীয় রোহিঙ্গা ডাকাত গ্রুপ রকি বাহিনীর সদস্য।

    কক্সবাজার র‌্যাব-১৫ সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, টেকনাফ উপজেলার জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্প-২৬ শালবাগান ক্যাম্পের পাশ্ববর্তী পাহাড়ে একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান করছে।বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত নিহত

    এ খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে ডাকাতদল র‌্যাবের উপর অতর্কিতভাবে গুলি ছোড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

    পরে তাদের রকি গ্রুপের সদস্যরা বলে সনাক্ত করে র‌্যাব। এসময় ১৫টি দেশীয় তৈরী বন্দুক, ২৮ রাউন্ড গুলি ও দুইটি ধারালো রাম দা উদ্ধার করা হয়।

    এদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, র‌্যাব সুত্রে খবর পেয়ে দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে’।

    ২৪ ঘণ্টা/ইসলাম/আর এস পি

  • নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    নারী ইয়াবা ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সমুদা বেগম (৪০) নামে গুলিবিদ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মৃত নূর সালামের স্ত্রী।

    পুলিশের ভাষ্যমতে,নিহত নারী একজন ইয়াবা ব্যবসায়ী । পেটের ভিতর করে ইয়াবা পাচার করত বলে জনশ্রুতি রয়েছে । তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। নিহত নারীর বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে ।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা হোয়াইক্যং ইউনিয়নে খারাংখালী লবণের মাঠ এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

    এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

    তিনি বলেন, পুলিশের একটি টহল দল প্রতিদিনের মতোই টহল দিচ্ছিলেন। এসময় হঠাৎ করে দূর থেকে গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় এক নারীকে পাওয়া যায়। পরে তার কাছ থেকে সাড়ে ৬ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়েছে। উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রণয় রুদ্র বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের একাধিক গুলির চিহ্ন রয়েছে । তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে । পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

    ওসি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কারণে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে । এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

  • টেকনাফে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    টেকনাফে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

    টেকনাফ প্রতিনিধি : টেকনাফে ২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে অসহায়-দরিদ্র ও শীতার্ত ২ শতাধিক নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হ্নীলা হাইস্কুল প্রাঙ্গনে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির আওতাধীন এলাকার অসহায়-দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন আহসানুল করিম রাইন, এডি নুরুল হুদা, হ্নীলা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা বিওপির কোম্পানী কমান্ডার আব্দুল মোতাবেক প্রমুখ।

    অনুষ্ঠান শেষে তালিকাভূক্ত ২শতাধিক পরিবারের অসহায়-দরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • সরকারি কাজে বাঁধা দেওয়ায় টেকনাফে সাবেক চেয়ারম্যান আটক

    সরকারি কাজে বাঁধা দেওয়ায় টেকনাফে সাবেক চেয়ারম্যান আটক

    আকাশ,টেকনাফ থেকে : কক্সবাজার জেলার টেকনাফে পাহাড় কাটা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুকে আটক করেছে হোয়াইক্যং বিট অফিস।

    শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাকে টেকনাফ থানা হয়ে কক্সবাজার কারাগারে প্রেরণ করেছে টেকনাফ থানা পুলিশ।

    জানা গেছে, গত শুক্রবার হোয়াইক্যং বন বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার তুলাতুলি পাহাড়ে সাবেক জামায়াত নেতা গোলাম সরওয়ার মিন্টুর নেতৃত্বে ৬/৭ জন লোক পাহাড় ও গাছ কর্তন করতে থাকে। সংবাদটি পৌঁছানো মাত্র ওই কর্মকর্তার নেতৃত্বে বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীর নেতৃত্বে আভিযানিক দল ঘটনাস্থলে পৌছালে উক্ত গোলাম সরোয়ার সহ তার সহযোগীরা লাটিসোঠা নিয়ে বনবিট র্কমর্কতা সৈয়দ আশিক আহমেদ ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মারধর করতে থাকে। পাশাপাশি ইউনিফর্মের র‌্যাঙ্ক ব্যাজ ছিড়ে ফেলা হয়। পরে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সাবেক ওই চেয়ারম্যানকে আটক করা হয়।

    বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গোলাম সরওয়ার একজন বন খেকো লোক। তিনি ইতিপূর্বেও বন মামলায় জেল কেটেছেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সরকারি পাহাড়, গাছ কর্তনে লিপ্ত রয়েছে। অভিযানের সময় পাহাড় ও গাছ কর্তনের একাধিক সরঞ্জামাদি জব্দ করা হয়।

    এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই নাজমুল আলম সংবাদের সত্যাতা নিশ্চিত করে বলেন, হোয়াইক্যং বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার মামলার নং ৬৯/ ২০-১২-১৯ ইং। সরকারি কাজে বাধা, কর্মকর্তা কর্মচারিদের মারধর ও পাহাড় কাটার অভিযোগে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয় ।

  • টেকনাফে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র উদ্ধার, ৮ মাদককারবারি ও সন্ত্রাসী আটক

    টেকনাফে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র উদ্ধার, ৮ মাদককারবারি ও সন্ত্রাসী আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের রঙ্গীখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ তালিকাভূক্ত ৮ জন মাদক কারবারী এবং সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

    ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোরে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়।

    স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা কারবারী ইয়ার মোহাম্মদের পুত্র নুর হাফেজ, দলিলুর রহমানের পুত্র ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের পুত্র ছৈয়দ নুর, সব্বির আহমদের পুত্র মোহাম্মদ সোহেলকে আটক করা হয়।

    পরে আটককৃতদের স্বীকারোক্তিতে তাদের আস্তানায় তল্লাশী চালিয়ে ৮ লাখ ১০হাজার পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের উপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে।

    সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের লোকজন আটকের খবরে জনমনে স্বস্থি দেখা দিলেও ফেরারী হয়ে থাকা অপর অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী উঠেছে। পাশাপাশি আটককৃতদের মদতদাতা কতিপয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।

    অপর দিকে ভোর রাতে র‌্যাব ১৫ এর একটি টহল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রামস্থ মেরিনড্রাইভ সড়কে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মকতুল হোছেনের ছেলে কামাল হোসেন (২৯), আক্তার হোসেন (৩২), মো. নুর (২০), ও আবুল হোছেনের ছেলে আব্দুল মালেক (২৬)।

    র‌্যাবের সহকারী পরিচালক, পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • তিনদিন পর সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে থাকা পর্যটকরা : প্রশাসনের ফুল ও চকলেট বিতরণ

    তিনদিন পর সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে থাকা পর্যটকরা : প্রশাসনের ফুল ও চকলেট বিতরণ

    ইসলাম মাহমুদ, কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে আটকাপড়া বৈরী আবহাওয়ার কারণে প্রায় দেড় হাজার পর্যটক অবশেষে স্বস্থি নিয়ে ফিরেছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সোমবার (১১ নভেম্বের) বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটকবাহী জাহাজে করে টেকনাফের দমদমিয়া জেটিঘাট পৌঁছান তারা। 

    এসময় জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পর্যটকদের হাতে ফুল ও চকলেট তুলে দেন স্থানীয় প্রশাসনের লোকজন।

    ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকায় তারা সেন্টমার্টিনে আটকে পড়েছিলেন। তবে আবহাওয়া ভালো হয়ে আসায় জাহাজ পৌছানোর আগেই আজ সোমবার সকালে কাঠের ট্রলারে করে শতাধিক পর্যটক টেকনাফে ফিরে আসেন।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের সমন্বয় কর্মকর্তা আমজাদ হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সকালে বৈরী আবহাওয়া স্বাভাবিক হওয়ায় টেকনাফ থেকে তিনটি পর্যটকবাহী জাহাজ টেকনাফ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়ে। আবার এসব জাহাজ ফেরার সময় আটকাপড়া পর্যটকদের নিয়ে আসে।

    কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে স্থানীয় সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফ নদ ও সমুদ্র শান্ত আছে। ফলে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে।

    সোমবার সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে বিআইডব্লিউটিএর অনুমতি নিয়ে ফরহান, আটলান্টিক ক্রুজ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন কিছু লোকজন নিয়ে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে জাহাজগুলো ছেড়ে যায়। একই দিন সন্ধ্যায় এসব জাহাজে করে আটকাপড়া পর্যটকরা ফিরে আসে।

    তিন দিন আটকে থাকার পর আজ ফিরে আসা পর্যটকদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬০ জনের একটি দল। এই দলের নেতা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘আমরা একটু ভয়ে ছিলাম। তবে ছাত্রদের নিয়ে ফিরে এসেছি এটা অনেক বড় বিষয়। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন খুবই অপরিষ্কার ছিল। ফলে সবাইকে নিয়ে একদিন বিচ পরিষ্কার করছি।’

    ঢাকা মিরপুর থেকে পরিবার নিয়ে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছিলেন অন্তরা নামে এক নারী। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘প্রথমবারের মতো দ্বীপে এসেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত তিন দিন আটকে ছিলাম। সন্তানদের নিয়ে অনেক টেনশন করেছিলাম। তবে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অনেক সহযোগিতা পেয়েছি।’

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকদের ফেরত আনা হয়েছে। তারা সবাই ভালো আছেন। অনেকে নিজ নিজ বাড়ির পথে রওনাও দিয়েছেন। আসলে আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম। অবশেষে পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে। এখন স্বস্তিতে আছি।

  • টেকনাফে বিপুল বিয়ার ও হুইস্কিসহ আটক ১

    টেকনাফে বিপুল বিয়ার ও হুইস্কিসহ আটক ১

    কক্সবাজারের টেকনাফের চাইল্যাতলী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার ও মদসহ এক যুবককেেআটক করেছে র‌্যাব-১৫।

    আজ রোববার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম বর্ণিত স্থানে অভিযান চালিয়ে মোহাম্মদ সাদেক (১৯)কে আটক করতে সক্ষম হয়। আটক সাদেক টেকনাফ সদরের বরইতলী ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইলের ছেলে বলে জানা গেছে।

    র‌্যাব-১৫ এর টেকনাফ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লে. মীর্জা শাহেদ মাহতাব জানান, টেকনাফ-কক্সবাজার সড়কের চাইল্যাতলী ব্রিজ এলাকায় মাদক মজুদের খবর পেয়ে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সাদেককে আটক করা সম্ভব হয়। এ সময় মজুদ করা ২৫৪ টি বিয়ার ও ২৪টি হুইস্কি জব্দ করা হয়েছে।

  • টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

    টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

    টেকনাফে চলমান মাদক উদ্ধার অভিযানে পুলিশ-বিজিবির সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ-বিজিবির ৫জন সদস্য আহত হয়েছে।

    ২০ অক্টোবর (রবিবার) রাতের প্রথম প্রহরে টেকনাফ থানা পুলিশের হাতে আটক একাধিক মামলার আসামী ও মাদক কারবারী সদর ইউপির ডেইল পাড়ার ছালেহ আহমদের পুত্র মোঃ আজিজ (২৪) স্বীকারোক্তিতে মহেশখলিয়াপাড়া নৌকাঘাটে অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে যায়।

    তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে এসআই কামরুজ্জামান (৫০), এএসআই মিশকাত (৩৩) ও কনস্টেবল রোমন দাশ(৩০)গুলিবিদ্ধ হয়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। পরে উভয়পক্ষের গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ ৩ হাজার ইয়াবাসহ গুলিবিদ্ধ আজিজকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

    হাসপাতালে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মাদক কারবারী আজিজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাতে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

    এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

    অপরদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং ঊনছিপ্রাং বিওপির এলাকা দিয়ে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির সাথে গোলাগুলিতে দুই বিজিবি জওয়ান আহত হলেও এক মাদক কারবারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে মারা যায়।

    অপর দিকে ২০ অক্টোবর রাতের প্রথম প্রহরের দিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং ক্যাম্পের একটি টহল দল মদিনার জোরা নামক খালে অবস্থান নেয়। সেখানে এক ব্যক্তি ঘোরা-ফেরা করতে দেখার কিছুক্ষণ পর ১টি নৌকা আসলে ঐ ব্যক্তি এগিয়ে যায়। বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা দূর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবির দুই সদস্য আহত হয়। তখন বিজিবিও প্রাণ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

    কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে ৬০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ২টি ধারালো কিরিচসহ গুলিবিদ্ধ অবস্থায় কাঁদার মধ্যে পরিত্যক্ত এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তখন আহত ব্যক্তি মধ্যম কাঞ্জর পাড়ার মৃত আব্দুল জলিলের পুত্র মোঃ রহিম উদ্দিন (৩৭) ওরফে রফিক বলে পরিচয় দেয়।

    সেখানে আহত দুই বিজিবি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ রহিমকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

    এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।

  • টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

    টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গাসহ নিহত ২

    টেকনাফে (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে।

    শুক্রবার (১৮ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদীর সীমান্তে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

    এ সময় কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পের সোলতান আহমদের ছেলে মো: আবুল হাসিম (২৫) ও আবু ছিদ্দিকের ছেলে নুর কামাল (১৯) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিজিবির সদস্যরা ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করেছে।

    টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘গোপন সূত্রে টেকনাফের হোয়াইক্যং বিওপির সদস্যরা জানতে পারেন যে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করবে।

    এই খবরে দায়িত্বরত বিজিবির সদস্যরা হোয়াইক্যং সীমান্তের নাফ নদীর পারে অবস্থান নেয়। এ সময় একটি কাঠের নৌকা করে কিছু লোক নাফ নদী পার হয়ে এপারের সীমান্তে উঠার চেষ্টা করলে বিজিবির সদস্য তাদের পাচারকারি হিসাবে চ্যালেঞ্জ করে তাদের আটকের চেষ্টা চালায়। এ সময় পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করলে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

    এক পর্যায়ে পাচারকারিরা নৌকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় দুইজন লোককে মাটিতে পড়ে থাকতে দেখে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে। মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

    এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে।

  • সীমান্তে শান্তি রক্ষায় বিজিবি ও বিজিপির বৈঠক

    সীমান্তে শান্তি রক্ষায় বিজিবি ও বিজিপির বৈঠক

    কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সীমান্ত প্রহরী বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি রিজিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শুরু হয়েছে। (১৪ অক্টোবর) সোমবার সকাল ১০ টা ১৫ মিনিটে টেকনাফে সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক অনুষ্টিত হয়।

    বিজিবির তথ্য সুত্রে জানা যায়, বৈঠক অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল মিন্থ সোয়ে এর নেতৃত্বে সে দেশের ১৪ জনের প্রতিনিধিদল সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে এসে পৌছায়। সেখানে থেকে সেন্ট্রাল রির্সোটে পৌছে বৈঠকে যোগ দেয়।

    বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুর রহমানের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল। এই বৈঠকে দুই দেশের সীমান্তে শান্তি সু-রক্ষা বজায় রাখা, মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

    বৈঠকে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান, কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আলী হায়দার আজাদ আহামেদ,রামু সেক্টর ৩০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল জাহিদুর রহমান ও টেকনাফ ২ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর রুবায়াৎ কবীর প্রমুখ।

    টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সল হাসান খান বলেন, সোমবার সকালে রিজিয়ন পর্যায়ে বিজিবি ও বিজিপির বৈঠক অনুষ্টিত হয়েছে। বৈঠকে দু’দেশের সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা চলবে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলা হবে জানান।

  • টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারির মৃত্যু

    টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারির মৃত্যু

    টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুই মাদক কারবারির মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হয়।

    নিহত মাদক কারবারি হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হাজী হামিদ হোসেনের ছেলে আহাম্মদ হোসেন(৪৫), নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)।

    আহতরা হলেন, এসআই মোঃ বাবুল, এএস আই অহিদ ও কনস্টেবল মালেকুল।

    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাশ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শুক্রবার রাতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ৬টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আহমদ হোসেন ও আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।

    তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের জন্য টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে পৌঁছামাত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।

    এসময় পুলিশের তিন সদস্য গুলিবিদ্ধ হলে, পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের পক্ষের গোলাগুলিতে ধৃত আসামী আহাম্মদ হোসেন ও আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়।

    গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হলে, জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করা হয়। সেখানে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি এলজি 8 রাউন্ড তাজা কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত দুই জনের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।