নতুন কীর্তি গড়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসার ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০ উইকেট শিকারের মাইলফলক গড়েছেন।
অ্যান্ডারসনের আগে এই কীর্তি গড়েছেন আর মাত্র ৩ জন ক্রিকেটার। তারা হলেন- মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে।
টেস্টের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারির চেয়ে অবশ্য অনেক এগিয়ে মুরালিধরন ও ওয়ার্ন। তবে শীঘ্রই কুম্বলেকে টপকে যাওয়ার সুযোগ পাচ্ছেন অ্যান্ডারসন।
মুরালিধরন (৮০০ উইকেট) ও ওয়ার্নকে (৭০৮ উইকেট) স্পর্শ করতে হলে সামনের দিনগুলোতে রীতিমত অতিমানবীয় পারফরম্যান্স দেখাতে হবে অ্যান্ডারসনকে। তবে কুম্বলের ঘাড়ে ঠিকই ফেলছেন নিঃশ্বাস। ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার শিকার করেছিলেন ৬১৯ উইকেট। অনেক আগেই অবসর নেওয়া কুম্বলেকে ছাড়িয়ে যাওয়া তাই অ্যান্ডারসনের জন্য ‘সময়ের ব্যাপার’।
সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে অ্যান্ডারসনের মোট উইকেট ছিল ৫৯৩টি। ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন ছিল আর মাত্র ৭টি উইকেট। অ্যান্ডারসনের যেন তড় সইছিল না! পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুতেই মুড়িমুড়কির মত উইকেট শিকার করা শুরু করেন ৩৮ বছর বয়সী পেসার। কীর্তি গড়তে তাই খুব বেশি সময় নেননি, এই টেস্টে ছুঁয়েছেন মাইলফলক।
একনজরে টেস্ট ক্রিকেটের শীর্ষ ১০ জন উইকেট শিকারি
নাম ম্যাচ উইকেট
মুত্তিয়া মুরালিধরন ১৩৩ ৮০০
শেন ওয়ার্ন ১৪৫ ৭০৮
অনিল কুম্বলে ১৩২ ৬১৯
জেমস অ্যান্ডারসন ১৫৬* ৬০০
গ্লেন ম্যাকগ্রা ১২৪ ৫৬৩
কোর্টনি ওয়ালশ ১৩২ ৫১৯
ক্রিস ব্রড ১৪৩ ৫১১
ডেল স্টেইন ৯৩ ৪৩৯
কপিল দেব ১৩১ ৪৩৪
রঙ্গনা হেরাথ ৯৩ ৪৩৩
২৪ ঘণ্টা/এম আর