Tag: টেস্ট ক্রিকেট

  • দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়

    দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়

    ইন্দোর টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নড়বড়ে সূচনা করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুই ওপেনার ব্যক্তিগত ৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক মুমিনুল ৭ এবং মিঠুন ১৮ রান করে আউট হয়েছেন। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ২৯৯ রান।

    এখন মুশফিক ও মাহমুদুল্লাহ ব্যাট করছেন। দলীয় সংগ্রহ ৪৪/৪

    এর আগে ৬ উইকেটে ৪৯৩ রান নিয়ে দ্বিতীয় শেষ করা ভারত ইনিংস ঘোষণা করে একই রানে। এর ফলে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা।

    মায়াঙ্ক আগারওয়ালের ডাবল সেঞ্চুরিতে ভর করে গতকাল দ্বিতীয় দিনে ৩৪৩ রানে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভারত। গতকাল ইনিংস ঘোষণা না করায় ভারত রান আরও বাড়াতে আরও কিছু সময় ব্যাট করতো বলে অনুমান করা হলেও তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। আগের দিনে করা ৬ উইকেটে ৪৯৩ রানেই ইনিংস ঘোষণা করে বিরাট কোহলির দল।

    ভারতের পক্ষে মায়াঙ্ক আগারওয়াল ২৪৩, রাহানে ৮৬ রান করেন। এছাড়া জাদেজা অপরাজিত থাকেন ৬০ রান।

    বাংলাদেশের পক্ষে আবু জায়েদ চৌধুরী রাহী ৪টি এবং মেহেদী মিরাজ ও এবদাত হোসেন নেন একটি করে উইকেট।

    এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৫০ রান।

  • মায়াঙ্কের ডাবল সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

    মায়াঙ্কের ডাবল সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

    ইন্দোর টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। তার ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় লিড পেয়েছে ভারত। সেই সাথে বড় রানের পথে দলীয় সংগ্রহও।

    লাঞ্চ ব্রেকের পর সেঞ্চুরি হাঁকান মায়াঙ্ক আগারওয়াল। সেঞ্চুরি থেকে নিজের ইনিংসকে নিয়ে যান দেড়শ রানে। মায়াঙ্ককে যোগ্য সঙ্গ দেন অজিঙ্কা রাহানে। এমনিতেই বড় লিডের পথে এগোচ্ছিল ভারত। লাঞ্চ ব্রেকের পর ফিফটির দেখা পান রাহানেও। তবে সেখানেই থামেননি এ দুই ব্যাটসম্যান। মায়াঙ্কের সেঞ্চুরির পর ভারতের অধিনায়ক কোহলি ইঙ্গিত দেন ডাবল সেঞ্চুরি করার।

    কোহলির কথামত দেড়শ’র ইনিংসকে নিয়ে ডাবল শতকে! টেস্ট ক্যারিয়ারে ইতোমধ্যে দুইটি ডাবল শতকের দেখা পেয়েছেন মায়াঙ্ক। ডাবল হাঁকানোর পর ড্রেসিংরুম থেকে ফের ট্রিপল সেঞ্চুরি করার ইঙ্গিত দেন কোহলি। সেদিকেও এগোচ্ছিলেন তিনি। এ দুই ব্যাটসম্যান যখন দলের রান এগিয়ে নিচ্ছিলেন তখন ফের বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে আবু জায়েদ রাহি।

    ব্যক্তিগত ৮৬ রানে রাহির বলে তাইজুলের হাতে ক্যাচ তুলে দেন রাহানে। সেই সাথে রাহি ভাঙেন ১৯০ রানের জুটিও। ডাবল সেঞ্চুরির পরই দ্রুত রান তোলার চেষ্টা করেন মায়াঙ্ক আগারওয়াল। তবে তার সেই ইনিংস থামিয়ে দেন মেহেদী হাসান। তার বলে সুইপ করে বাউন্ডারিতে অসাধারণ এক ক্যাচ ধরেন রাহি। ৩৩০ বলে ২৪৩ করে থামে তার ইনিংস।

    অন্যদিক থেকে দলের লিড বড় করতে থাকেন জাদেজা। শেষ বিকেলে ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন এবাদত। শেষ বিকেলে ব্যাট হাতে ঝড় তোলেন বোলার উমেশ যাদব। রাহি, এবাদতকে পাত্তাই দেননি তিনি। উমেশের ঝড়ের পাশাপাশি ফিফটিও হাঁকান জাদেজা। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনে শেহসে ৪৯৩ রান করে ভারত। সেই সাথে লিড নেয় ৩৪৩ রানের।

    সংক্ষিপ্ত স্কোরঃ

    বাংলাদেশ (১ম ইনিংস) ১৫০ (মুশফিক ৪৩, মুমিনুল ৩৭: ৩-২৭

    ভারত (১ম ইনিংস) ৪৯৩-৬ (আগারওয়াল ২৪৩, উমেশ ২৫*, রাহানে ৮৬: রাহি ৪-১০৮

  • প্রথমদিনে চালকের আসনে ভারত

    প্রথমদিনে চালকের আসনে ভারত

    ইন্দোরে চেতেশ্বর পূজারা ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে প্রথমদিনে চালকের আসনে রয়েছে ভারত। শামি-ইশান্তদের তোপে পড়ে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরপর ব্যাট হাতে এবার বাংলাদেশের বোলারদের বিপক্ষে শক্ত অবস্থানে স্বাগতিকরা ।

    মুশফিকের বিদায়ের পরের বলে শামির বলে এল্বিডব্লিউর শিকার হয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। রিভিউ চাইলে নিতেও পারতেন মিরাজ। কিন্তু অপরপ্রান্তে থাকা লিটন সাড়া না দিলে রিভিয় না নিয়েই সাজঘরের পথ ধরেন মিরাজ। পরবর্তীতে দেখা যায় শামির করা বলটি লেগ স্ট্যাম্প মিস করে। চা-বিরতির প্রথম বলেই আউট হন লিটন কুমার দাস। ইশান্তের বলে স্লিপে ক্যাচ তুলে দেন ২১ রান করা লিটন।

    যেখানে দলের স্বীকৃত ব্যাটসম্যানরাই ঠিকমত দাঁড়াতে পারেনি শামিদের বিপক্ষে সেখানে বোলারদের টিকে থাকা এক প্রকার অসম্ভব। শেষ পর্যন্ত ১৫০ রানে ইনিংস শেষ হয় বাংলাদেশের। দুইটি করে উইকেট লাভ করেন ইশান্ত শর্মা, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। একাই তিন উইকেট নেন পেসার মোহাম্মদ শামি।

    জবাবে ব্যাট করতে নেমে আবু জায়েদ রাহি ও এবাদত হোসেনকে বেশ দেখেশুনেই খেলেন রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়াল। দলীয় ১৪ রানে রোহিত শর্মাকে আউট করে সাজঘরে ফেরান আবু জায়েদ। অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। মায়াঙ্ক ও পূজারা মিলে দলের রান সংগ্রহ বড় করার দায়িত্ব নেন। এবাদত-আবু জায়েদ ও তাইজুলকে দেখেশুনেই খেলেন এ দুই ব্যাটসম্যান।

    দিনের শেষবেলায় মায়াঙ্ককে আউট করার সুযোগ এনেও সেটি হাতছাড়া করে বাংলাদেশের। রাহির বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিল মায়াঙ্ক কিন্তু সেটি নিতে পারেননি ইমরুল। শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে দিনশেষ করে ভারত। ৪৩ করে অপরাজিত রয়েছেন পূজারা এবং ৩৭ করে অপরাজিত রয়েছেন মায়াঙ্ক।

    এর আগে বাংলাদেশের ৩১ রানে ৩ উইকেট পড়লে সেখান থেকে দলের হাল ধরার দায়িত্ব নেন মুশফিক ও মুমিনুল। তবে একের পর এক জীবন পেয়ে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। সেটি কাজে লাগানোর চেষ্টাও করেন তিনি। মুশফিক-মুমিনুলের জুটি ভাঙেন অশ্বিন। ব্যক্তিগত ৩৭ রান মুমিনুলকে আউট করেন অশ্বিন। দল যখন বিপদে তখন সেটি আরও বাড়ান মাহমুদউল্লাহ।

    অশ্বিনের বলে স্ট্যাম্প থেকে সরে এসে সুইপ করতে গেলে বোল্ড হন ১০ রান করা মাহমুদউল্লাহ। তবুও যেন চেষ্টা চালিয়ে যান মুশফিক। তবে শামির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ৪৩ রান করেই সাজঘরে ফিরতে হয় মুশফিককে।

    সংক্ষিপ্ত স্কোরঃ

    বাংলাদেশ (১ম ইনিংস) ১৫০ (মুশফিক ৪৩, মুমিনুল ৩৭, লিটন ২১: শামি ৩-২৭

    ভারত (১ম ইনিংস) ৮৬-১ (পূজারা ৪৩*, মায়াঙ্ক ৩৭*)

  • শুরুতেই তিন উইকেট হারাল বাংলাদেশ

    শুরুতেই তিন উইকেট হারাল বাংলাদেশ

    ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

    শুরুতেই বিদায় নায়েছেন দুই ওপেনার ইমরুল ও সাদমান।

    ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই দারুণ লাইন এবং লেংথে বল করতে থাকে ভারতীয় পেসার ঈশান্ত শর্মা এবং উমেষ যাদব। ষষ্ট ওভারের শেষ বলে যাবদের অফ স্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কোনায় লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো রাহানের হাতে। আর ৬ রান করা ইমরুল কায়েসের তুলে দেওয়া ক্যাচ তালু বন্দী করতে একটুও ভুল করেননি আজিঙ্কা রাহানে।

    পরের ওভার অর্থাৎ ৭ম ওভারের শেষ বলে ঈশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন মাত্র ৬ রান।

    এরপর দলীয় ৩১ রানে শামির বলে এলবিডব্লিউ হয়ে ১৩ রান ফিরে যান মিঠুন। ক্রিজে আছেন অধিনায়ক মুমিনুল ১৮ রান এবং মুশফিক ২ রান।

    দলীয় সংগ্রহ ৪৭/৩ (২৩ ওভার)

    ভারতকে টসে হারিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ :
    ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে দুদলের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যেখানে ভারতকে টসে হারিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কাপ্তান মুমিনুল হক।

    ১৩ ম্যাচে টস জিতার পর আজ ভাগ্য নির্ধারণে হেরেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যদিও এই নিয়ে কোনো ভাবনা নেই তার। টস করার সময় তার বক্তব্য ছিলো টস জিতলে ফিল্ডিংই করতেন তিনি। যদিও ২০১৮ সালের পর থেকে আগে বোলিং করে ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে। আর বাকি ৬ ম্যাচেই হেরেছে তারা।

  • টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক

    হলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এই টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশীপের যাত্রা।

    উল্লেখ্য যে ভারতের মাটিতে ভারত ৩২ ম্যাচ খেলে মাত্র ১ টি হেরেছে ২৬ টি জিতেছে এবং ৫টি ড্র হয়েছে।

    বাংলাদেশ একাদশ:

    ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন।

    ভারত একাদশ:

    রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।

  • টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ, টেস্টে মুমিনুল অধিনায়ক

    টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ, টেস্টে মুমিনুল অধিনায়ক

    বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই ভারত সফরে যেতে হচ্ছে বাংলাদেশ দলকে। তাই এই সফরে নিয়মিত অধিনায়ক সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদকে এবং টেস্টে মুমিনুল হক।

    মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ঘোষিত টি-টোয়েন্টি দলে নতুন করে যুক্ত হয়েছেন তাইজুল ইসলাম, আবু হায়দার রনি এবং মোহাম্মদ মিঠুন।

    এর আগে ইনজুরির কারণে বাদ পড়েন মোহাম্মদ সাইফুদ্দিন। স্ত্রী সন্তানসম্ভাবা হওয়ায় নিজেকে সরিয়ে নেন তামিম।

    এছাড়া আইসিসির নিষেধাজ্ঞায় পড়ায় ছিটকে যান সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ।

    ভারতের বিপক্ষে টি-২০ স্কোয়াড:
    মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আবু হায়দার রনি এবং তাইজুল ইসলাম।

  • ইডেনে বেল বাজাবেন প্রধানমন্ত্রী,প্রথম টেস্টের সবাই আমন্ত্রিত

    ইডেনে বেল বাজাবেন প্রধানমন্ত্রী,প্রথম টেস্টের সবাই আমন্ত্রিত

    ভারত-বাংলাদেশ ইডেন টেস্ট নিয়ে বেশ উৎসাহ কলকাতায়। নভেম্বর বাংলাদেশ দল ভারত সফরে যাওয়ার কথা। ক্রিকেটারদের ধর্মঘটের কারণে সেই সফর শঙ্কায় পড়লেও ভারত বাংলাদেশের সফর নিয়ে বেশ আশাবাদী।

    শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ভারত সফরে গেলে কলকাতায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঐতিহাসিক মুহূর্তের অবতারণ হবে। ২২ নভেম্বর কলকাতায় শুরু হবে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ইডেন টেস্ট। ঐ টেস্টে উপস্থিত থাকার কথা রয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর।

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার বিষয়টি অনেকটাই নিশ্চিত। আমন্ত্রণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

    ইডেনে দুই দলের প্রথম টেস্টে ভেন্যুটির ঐতিহাসিক বেল বাজিয়ে ম্যাচ শুরু করবেন শেখ হাসিনা। নরেন্দ্র মোদি ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেখ হাসিনার সাথে থাকার কথা রয়েছে।

    ২০০০ সালের নভেম্বরে বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই ম্যাচে অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি, দলের নেতা হিসেবে যা ছিল তার প্রথম টেস্ট।

    সৌরভ কদিন আগেই ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান, এখন আবার তিনি ভারত ক্রিকেটের অভিভাবক তথা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট। ইডেন টেস্ট স্মরণীয় করে রাখতে তার চেষ্টার কমতি নেই। টেস্ট অধিনায়ক হিসেবে সৌরভের অভিষেক ম্যাচে অর্থাৎ বাংলাদেশ-ভারতের ইতিহাসের প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে যারা খেলেছিলেন, তাদেরও আমন্ত্রণ জানানো হবে ইডেন টেস্টে।

    ইডেন টেস্ট শুরুর দিন শেখ হাসিনাকে সংবর্ধনা জানাবে সিএবি। এছাড়া সম্মাননা জানানো হবে বাংলাদেশের প্রথম টেস্টের সদস্যদেরও, যারা সম্মানিত অতিথি হিসেবে ভারতের মাটিতে টাইগারদের ইতিহাসের তৃতীয় টেস্ট ম্যাচে উপস্থিত থাকবেন।