Tag: ট্রাক

  • সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের বিশেষ অভিযানে লবণভর্তি ট্রাকে মিলল এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২৬ হাজার পিস ইয়াবা।

    সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকার বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়।

    এসময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করে র‌্যাব। তাছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৩৩৯)টি জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া আতরশোভা এলাকার মো. ইদালী হোসেনের ছেলে ও ট্রাক চালক মো. মাসুদ রানা (২৮) এবং একই জেলা সদরের লস্করপুর এলাকার মো. আফজাল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (২০)।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বিশেষ চেক পোস্ট স্থাপন করে র‌্যাবের বিশেষ টিম।

    রাত সোয়া ১১ টার সময় লবণভর্তি একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ট্রাকের চালক ও হেলপারের সিটের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাসহ দুজনকে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ছাত্রজীবনে পরিবারের হাল ধরা কলেজ পড়ুয়া কন্যাটির প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

    ছাত্রজীবনে পরিবারের হাল ধরা কলেজ পড়ুয়া কন্যাটির প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : কলেজে পড়ার পাশাপাশি পরিবারকে সহায়তা করতে চাকরি করতেন সামাইরা স্নেহা শারমিন। যাচ্ছিলেন মায়ের জন্য ঔষধ কিনতে। ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। পাশাপাশি ভেঙ্গে গেল একটি পরিবারের স্বপ্ন।

    মঙ্গলবার রাত ১১টার দিকে ফ্লাইওভার থেকে জিইসি মোড়ের দিকে নামার লুপে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান সামাইরা স্নেহা শারমিন। একই ঘটনায় আহত হয়েছেন সহকর্মী এক যুবকও। তিনি এখনও সংকটাপন্ন।

    স্নেহার আত্মীয় আকিবুল জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে আখতারুজ্জামান ফ্লাইওভারের ওই লুপ দিয়ে জিইসি মোড়ের দিকে নামার সময় স্যানমার ওশান সিটির সামনে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্নেহা।

    তিনি বলেন,রবি কল সেন্টারে কাজ করে শারমিন। রাতে অফিস শেষ করে স্নেহা তার এক সহকর্মীর মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। পথে নেমে মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়ার কথা ছিল। কথা ছিলো মায়ের জন্য ওষুধ কিনে ঘরে ফিরবেন স্নেহা।

    কিন্তু সেই ওষুধ কেনা হলো না তার। অফিস থেকে সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে করে ওষুধ কিনতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন ‘রবি’র কল সেন্টারে চাকরি করা ইসলামীয়া কলেজের চতুর্থ বর্ষের এই ছাত্রী। আরো পড়ুন : ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনা/মারা গেছে কলেজ ছাত্রী স্নেহা

    চার ভাইবোনের মধ্যে দ্বিতীয় শারমিন আকবরশাহ এলাকার বানিয়ারটিলায় পরিবারের সঙ্গে থাকতেন।

    বিষয়টি নিশ্চিত করে পাচলাইশ থানার ওসি আবুল কাশেম বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একইসঙ্গে আহত মোটরসাইকেল চালককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।

    ২৪ ঘণ্টা/আলীউর রহমান

  • হটাৎ কারের ওপর উঠে গেল ট্রাক!

    হটাৎ কারের ওপর উঠে গেল ট্রাক!

    চট্টগ্রাম শহরের ব্যস্ততম সড়ক দেওয়ানহাট মোড়ে বিপরীত দিক থেকে ধেয়ে আসা একটি ট্রাক হঠাৎ  সামনে থাকা টয়োটা এলিয়ন কারের ওপর উঠে যায়।

    বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল পাঁচটায় দেওয়ানহাট ডবলমুরিং থানার সামনে অবস্থিত ফ্লাইওভারে এ ঘটনা ঘটে।

    ঢাকামেট্রো ট-১৪-৫১৫১ নম্বরের ট্রাকটি দ্রুত গতিতে এসে প্রাইভেট কারের ওপরে উঠে গেলে সেটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট কারের (চট্টমেট্রো গ ১৩-৩৪৭১) যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় তারা প্রাণে রক্ষা পান।

    এ ঘটনায় কোন মামলা হয়েছে কিনা তাৎক্ষণিক জানা যায়নি।

  • ট্রাকে মিলল ১২ আগ্নেয়াস্ত্র

    ট্রাকে মিলল ১২ আগ্নেয়াস্ত্র

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।

    মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোপপুকুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ওই অস্ত্রসহ এক যুবককে আটক করে র‌্যাব।

    আটক আলামিন খন্দকার (২৫) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে।

    এ সময় ট্রাকটি তল্লাশি করে সাতটি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধারসহ অস্ত্র বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, শিবগঞ্জে মাদক উদ্ধারে যায় র‌্যাবের একটি দল। রাত সাড়ে ৮টার দিকে ধোপপুকুর এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে ট্রাকসহ কয়েকজনকে দাঁড়ানো দেখে সন্দেহ হয়।

    তাদের চ্যালেঞ্জ করেন র‌্যাব সদস্যরা। এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও আল আমীনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি ব্যাগের মধ্য থেকে সাতটি পিস্তল, পাঁচটি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় অস্ত্র বহনকারী ট্রাকটিও।

    তবে প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকচালকের আড়ালে আল আমীন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত।

  • ভোট চাইতে গিয়ে ট্রাক থেকে পড়ে আহত ফখরুল

    ভোট চাইতে গিয়ে ট্রাক থেকে পড়ে আহত ফখরুল

    রংপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের প্রচারের সময় গাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাম হাতে ব্যথা পেয়েছেন বলে জানা গেছে। তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু জানান, সোমবার বিকালে দলের প্রার্থী রিটা রহমানের পক্ষে একটি পিকআপ ভ্যানে চড়ে প্রচারণা চালাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে হঠাৎ একটি ছেলে দৌড়ে পিকআপটির সামনে এলে চালক গাড়িটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে ফখরুল গাড়িতেই পড়ে যান। তার বাম হাত কেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে।

    পরে বিএনপি মহাসচিবকে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাম হাতে ব্যান্ডেজ করা হয়েছে। এখন তিনি সেখানে বিশ্রামে আছেন।

    তবে ফখরুল রাতেই ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, শামা ওবায়েদ ও তানভীরুল ইসলাম রয়েছেন।