Tag: ট্রাকচাপায়

  • বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

    বঙ্গবন্ধু টানেল সড়কে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

    বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে বেপরোয়া গতিতে আসা ট্রাকের চাপায় আনোয়ার পারভেজ নামের এক নিরাপত্তাকর্মীর মারা গেছন। এতে গুরুতর আহত হয় আরও দুই যুবক।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর ৬টার দিকে টানেল সড়কের আনোয়ারা প্রান্তের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত আনোয়ার পারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।

    তিনি কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। সকালে তিনি ডিউটিতে যাচ্ছিলেন বলে জানায় তার পরিবার।

    অন্যদিকে আহতরা হলেন- মোহাম্মদ বসর ও মোহাম্মদ আজিম।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, টানেল সড়কে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন।

    মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

    সীতাকুণ্ডের কুমিরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

    সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার এঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

    স্থানীয় সূত্রে জানা যায়, কুমিরা ঘাটঘর এলাকার শীপ ব্রেকিং ইয়ার্ড থেকে লোহা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো (ট) ১৪-৩৯৫৭) মহাসড়কে আসার পথে ঘাটঘর এলাকায় মন্দিরের সামনে সড়কের স্পিড ব্রেকারে গাড়ি আটকে গেলে ট্রাকের চালক হেলপারকে দেখতে বলে। এসময় হেলপার একটি পাইপ দিয়ে চাকায় ধাক্কা দিলে ট্রাকটি পিছনে আসলে চাপা পড়ে হেলপার ঘটনাস্থলে নিহত হয়। এদিকে ট্রাকের হেলপার চাকায় পিষ্ট হওয়ার পর পরই চালক দ্রুত পালিয়ে যায়।

    এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, ঘাটঘর এলাকার মন্দিরের সামনে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ওই ট্রাকের সহকারী ঘটনাস্থলে প্রাণ হারান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

  • লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

    লালখানবাজারে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

    চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে ট্রাক চাপায় মারা গেছে মোটরসাইকেল আরোহী দম্পতি। আজ বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ওয়ার্ড কমিশনার বিল্ডিংয়ের মৃত হারুন রশিদ চৌধুরীর ছেলে মো.ইকবাল উদ্দীন চৌধুরী (৩৭) ও তার স্ত্রী সখিনা ফাতেমা (৩৪)। সখিনার পিতার নাম সুলতান আহমেদ নিজামী।

    দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

    তিনি বলেন, মোটরসাইকেল আরোহী দম্পতিকে চাপা দেওয়া সে ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

    ২৪ ঘন্টা/রাজীব

  • শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

    শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

    শেরপুর সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী।

    রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

    তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

    শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।

  • রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

    রংপুরে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ রোববার (২৬ এপ্রিল) সকালে রংপুরের পাগলাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মর্জিনা বেগম (২৪) ও রিপন চন্দ্র (২৫)।

    আহতরা হলেন- দীপ্তি রানী রায়, বিনা রানী, মিথি রানী, মিন্টু রায় ও বালাশি রানী। হতাহতরা কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

    রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজিরহাঁট যাচ্ছিল। অটোরিকশাগুলো পাগলাপীর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনজন। গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে রংপুর মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

    তিনি আরও বলেন, উদ্ধার কাজ চলছে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসও উদ্ধার কাজে অংশ নিয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আশুগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

    আশুগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকচাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

    বুধবার ভোরে আশুগঞ্জ উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পূর্বপাশে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে।

    এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ জানান, রাতে উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামসহ পুলিশ কনস্টেবল সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও চালক আবুল কালাম পুলিশভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রণপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বগইর মোজাহিদ পেট্রলপাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন।

    ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিলেন সৈয়দ হোসেন।

    এ সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে কনস্টেবল সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

    নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৈয়দ হোসেনকে চাপা দিয়ে বেপরোয়া ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারণে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

  • সীতাকুণ্ডে মৃত্যুর মিছিল এবার ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

    সীতাকুণ্ডে মৃত্যুর মিছিল এবার ট্রাকচাপায় প্রাণ গেলো হেলপারের

    সীতাকুণ্ড প্রতিনিধি : রুটিন মাফিক মৃত্যুর মিছিলে যোগ হলো আরো একটি প্রাণ। সীতাকুণ্ডে নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো
    মোঃ হাবেল (২৪) নামের ট্রাক হেলপারেরর।

    আজ সোমবার (১৩ জানুয়ারী) ভোর ৫ টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় সেবা ফিলিং ষ্টেশনে এঘটনা ঘটে।

    জানাযায়, ফিলিং ষ্টেশন থেকে ট্রাক বের করার আগে হেলাপার পিছনে গাড়ির চাকা চেক করার সময় হঠাৎ ড্রাইভার গাড়ি পিছনের দিকে ব্রেক দিলে হেলপার হাবেল চাকায় পিষ্ট হন। গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ষোষণা করেন। নিহত মোঃ হাবেল টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রুপশান্তি গ্রামের ইদ্রিস আলীর পুত্র।

    বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ট্রাকের পেছনে ব্রেক দেয়ার সময় চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ট্রাক ড্রাইভার চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

    এ ঘটনায় ট্রাক চালক শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে সীতাকুণ্ড মডেল থানার কাছে হস্তান্তর করা হবে।

  • চিরিরবন্দরে ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

    চিরিরবন্দরে ট্রাকচাপায় ২ যুবলীগকর্মী নিহত

    দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবলীগকর্মী নিহত হয়েছেন।

    মঙ্গলবার রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের ওসমান গণির ছেলে আশিকুর রহমান (৩৫) ও একই উপজেলার খেরকাটি গ্রামের দেবেশ চন্দ্র রায় (৩০)। তারা দুজনেই যুবলীগকর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

    চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, রাত ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার খেরকাটি গ্রামের কাঁকড়া নদী থেকে একটি বালুবাহী ট্রাক মোহনপুর ব্রিজের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ট্রাকটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।

    তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতরা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয়রা পুলিশকে নিশ্চিত করেন।