Tag: ট্রাকের

  • সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    সীতাকুণ্ডের ভাটিয়ারীতে এক ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত হয়েছে। নিহতের নাম সাইফুল ইসলম (৩০)।

    আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানুরবাজারস্থ টোবাকো গেইট এলাকায় এদূর্ঘটনা ঘটে।

    স্থানীয় সুত্রে জানা যায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি দাঁড়ানো ট্রাক থেকে হেলপার সাইফুল রাস্তা পারাপারের সময় আরেকটি ঢাকামূখী পন্য বোঝায় ট্রাক সাইফুলকে ধাক্কা দেয় এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, সকালে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

    নিহত সাইফুলের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • মিরসরাইতে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত চালকের সহকারী

    মিরসরাইতে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত চালকের সহকারী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে কাভার্ডভ্যান চালকের সহকারি। আজ ১৪ মে বৃহস্পতিবার ভোর চারটায় সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    জানা যায়, মহাসড়কে আগে থেকে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলিই প্রান হারান কাভার্ডভ্যানের সহকারী (২২)। তবে স্থানীয়রা কেউই তাৎক্ষনিক তার নাম জানাতে পারেনি।

    এদিকে এ ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে জানায় । খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

    মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার তানভীর হোসেন ২৪ ঘণ্টা ডট নিউজকে জানান, চট্টগ্রাম গামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৩৪৫৩) নিয়ন্ত্রন হারিয়ে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের সহকারীর মৃত্যু হয়।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি

  • চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু

    চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকের মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই চালক নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী। তবে তাৎক্ষনিক নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি তিনি।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে আজ বুধবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই এক চালকের মৃত্যু হয়।

    এ ঘটনায় আরো এক চালকসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অপর চালকেরও মৃত্যু হয়। আহত কয়েকজনকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।